নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএম মিন্টু ব্লগার

আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা,

এমএম মিন্টু

সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।

এমএম মিন্টু › বিস্তারিত পোস্টঃ

সবার মনে লাগে ভয়

২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৫

সবার মনে লাগে ভয়
কি জানি কি হয়
আমার মনে নাইযে কোনো ভয়
কেন আমার এন হয় ।
জয় তোমার জয়
মনে হচ্ছে আজ যেন আমারয় পরাজয় ।:)B-)

আমি ছিলাম সরল
মনে ছিলনা গড়ল ।
তুমি আসলে পাশে
মনে হয় নতুন সাজে
তাই মরছি তোমায় ভাল বেসে ।:|:|

আগে মন ছিলো ভালো
তবে কেন এখন কালো:P


আকাশটাকে বন্ধু ভাবি
চলো আকাশ তুমি আমার বাড়ি

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২২

বাড্ডা ঢাকা বলেছেন: অসাধারন লেখা হয়েছে ।কবিতা ভাল লাগছে ।

২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:১০

এমএম মিন্টু বলেছেন: শুভেচ্ছা নিবেন

২| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৪

অপূর্ণ রায়হান বলেছেন: ভালা হইসে ভ্রাতা ;)

কেমুন আছুইন ? :)

২১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

এমএম মিন্টু বলেছেন: শরীর মন বেশি ভাল নাই ।
আপনি ভাল আছেন ভাই

৩| ২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪১

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । :)

২১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

এমএম মিন্টু বলেছেন: দোয়া করিবেন আরো ভালো যেন করিতে পাড়ি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.