![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।
পরেছে তিব্র প্রভাব
হয়েছে প্রিয় সামুতে প্রেমের অভাব ।
কেমন আছেন সামুর আছেন যত মডু
ভালো আছে আমাদের সকলের ভাবী
আপনাদের আছে যত প্রিয় বধূ ।
ভাবীদের থিকমত দিচ্ছেন সময়
না হোলে আছে খবর
আপনাদের নিয়ে আছে মনে ভয় ।।
কি বোডে আর কত টিপ দিবেন
এবার বাসায় হাটুন ভাবীর ভালোবাসা নিবেন ।।
চায়ের কাপ হাতে ভাবী আছে দাড়িয়ে
শুধু আপনার পথ চেয়ে ।
হাতে করে ভাবী জন্য আচার
আর ছেলে মেয়ের জন্য কিছু যাবেন নিয়ে ।।
মনে দিয়েছি অনেক ব্যথা
বলেছি অনেক কথা
তাই মনে নাহি কষ্ট রাখিবেন
পারলে এই অধমকে ক্ষমা করিবেন ।।
২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:১৭
এমএম মিন্টু বলেছেন:
২| ২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১০
অদৃশ্য বলেছেন:
তাই কোন ক্ষমাও নাই... এরকম আরো লিখা চাই... দিতে পারবেনতো ভাই... সামুতে প্রেমের অভাবে ব্লগাররা তুলছে হাঁই...
শুভকামনা...
২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৩
এমএম মিন্টু বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া চেষ্টা করবো । দোয়া করিবেন এই ভাইটির জন্য।
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:০৬
অপূর্ণ রায়হান বলেছেন: সামুতে লুল নাই , মনে পুষ্টি নাই , ফুর্তি নাই