![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।
একটি গরু মাঠে গাছ খাইতেছিল । খেতে খেতে গরুটির পেট ভরে গেলো । সে আর খেতে পড়ছে না। তাই গরুটি খাওয়া দাওয়া শেষ
করে হাত মুখ ধুয়ে মুছে নিলো ।
বিকেলবেলা যখন গরুটি বাড়িতে আসবে তখন আবার রাতে ঘরে বসে খাওয়ার জন্য কিছু খাবার তার মানি ব্যগে ডুকিয়ে নিলেন ।
গরুটি রাস্তা দিয়ে আসার সময় তার ছোট বেলার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেলো । ঐ গরুটি ওকে বললো দোস্ত আমি আজ কয়েক দিন থেকে কিছু খাইনা আমাকে কিছু খাবার দিবে ।
গরুটি মানি ব্যগ থেকে কিছু খাবার ওকে দিলো ঐ গরুটি আবার বললো দোস্ত তুমি যে খাবার আমাকে দিলে তা আমার ঠিক মতো হবে না কিন্তু আমার সাথে তোমার ভাবী ভাতিজারা আছে তারা কি খাবে আর কয়তা খাবার দেওনা সে দিলো ।
খাওয়া দাওয়া শেষ এখন বলতেছে দোস্ত আজ রাতে আর আমাদের বাড়িতে যাবো না তোমার বাড়িতে যাবো । আজ রাতের খাবার খেয়ে তোমার ওখানে তার পর কালকে সারাদিন তোমার সাথে মাঠে ঘাটে গুরে একেবারে কালকে সন্ধেবেলায় বাড়িতে যাবো হুম ঠিক আছে চলো তাই হোক ।
খেতে যখন দিয়েছি শুইতে তো দিতে হবেই চলো।
২৪ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩২
এমএম মিন্টু বলেছেন: ভাই আপনার প্রিয় সামুকে এর থেকে বড় মগজের আর কিছু দিতে পারলাম না।
২| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৩
অপূর্ণ রায়হান বলেছেন: শুইতে যখন দিয়াছেন , বিছানার মধ্যখানটি দিতেই হবে ।
২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২৪
এমএম মিন্টু বলেছেন: দিবে আপনারে আমন্ত্রন জানিয়েছেন ।
বুঝলাম অপূর্ণ ভাই কেন জানি সামু থেকে চলে যাবো এখানেও রাজনীতি চলে । রাজনীতি যোদি নাই চলবে তাহোলে আমাদের
দু একটা লেখা কি মডুদের চোখে পড়ে না ।
যাক সে কথা বাদ দেন । ভালো থেকেন । তবে আপনার প্রতি আমি সত্যয় আন্তরীক ভাবে কৃতজ্ঞ কারন নিয়মিত আমার প্রতেকটি পোষ্টে মন্তব্য করে লেখায় উৎসাহী করায় ।
ধন্যবাদ শুভকামনা জানবেন ।
৩| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৫
ইমরান আশফাক বলেছেন: জুৎসই হলো না তবে চেষ্টা চালিয়ে যান।
২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২৬
এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাইয়া মন্তব্য ও পাঠে ।
না সামুতে চেষ্টার আর কোনো ইচ্ছা নাই ।
৪| ২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৫
কলমের কালি শেষ বলেছেন: হুম
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৩০
এমএম মিন্টু বলেছেন:
৫| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২২
বাড্ডা ঢাকা বলেছেন: হুম
:>
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৩১
এমএম মিন্টু বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২৬
খেলাঘর বলেছেন:
ধুর, ছোট মগজের সৃস্ট!