নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএম মিন্টু ব্লগার

আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা,

এমএম মিন্টু

সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।

এমএম মিন্টু › বিস্তারিত পোস্টঃ

তোমু একজন অসাধারন মানুষ

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩২

তোমু ছেলেটি এমন এক ছেলে সত্যয় ওকে দেখলে মাঝে মাঝে নিজেকে বড় ভাগ্যের অধিকারী বলে মনে হয় । এই ভেবে যে তোমুর মতো একটি ছেলে আমার বন্ধু । সে সব সময় অপরে কল্যাণে নিজেকে উজাড় করে দেয় । সে মনের করে পরের উপকারে নাকী তার সার্থকতা ।



তোমুর মতো ছেলে এ পৃথিবীতে খুব কম পাওয়া যাবে । পৃথিবীতে সদ্য ফোটা ফুল যেমন তার চার পাশে সৌন্দর্য বিলিয়ে দেয় মহান আল্লাহু আমার বন্ধু তোমুরে সে ধরনের তৌফিক দান করুক সে যেন সব সময় সকলের কল্যানে সকলের পাশে গিয়ে দাড়াতে পারে ।



এইতো সে দিন এক ব্যক্তি গ্রামের বাড়ি যাবে ভাড়া নাই অথচ সেদিন সে না গেলে নয় কারন বাড়ি থেকে সংবাদ এসেছে লোকটির বাবা অনেক অসুস্থ ।লোকটি পরে তোমুর কাছে আসলো তোমুর কাছেও সেদিন টাকা ছিলো না ।



তোমুর গলায় তার শশুর বাড়ি থেকে দেওয়া একটি স্বর্ণের চেইন ছিলো সেই চেইনটাকে এক অলংকারের দোকানে জমা রেখে একমাসের জন্য তিন হাজার টাকা নিয়ে বিপদে পড়া লোকটির হাতে দেন এবং তাকে বাড়িতে যেতে বলেন । সত্য বলছি তোমু তুই একজন অসাধারন মানুষ ।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৯

বাড্ডা ঢাকা বলেছেন: সত্যয় তোমু একজন অসাধারন

২| ২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫১

মামুন ইসলাম বলেছেন: হুম ভালো

৩| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৮

কলমের কালি শেষ বলেছেন: শুভ কামনা তোমুর জন্য । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.