নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএম মিন্টু ব্লগার

আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা,

এমএম মিন্টু

সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।

এমএম মিন্টু › বিস্তারিত পোস্টঃ

আমার মতো একজন ফালতু ব্লগারকে কেন সেফ করলেন কৃতপক্ষ জানি না

২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৯

আমি অনেক দিন পরে আজ একটু সকাল সকালে ঘুম থেকে উঠে বিছানা ছেড়ে চোখ দুটিকে আঙ্গুলের মাথা দিয়ে কঁচা কঁচি করতে করতে কম্পিউটার টেবিলের সামনে বসলাম দেখি কালকে অনেক রাত্র হয়ে যাওয়ায় পিসি বন্ধ করতে মনে নায় । তা পিসি অন থাকায় বন্ধ করার আগে একটু চিন্তা করলাম পিসি যেহেতু অন করা আছে সেহেতু ব্লগের কয়েকটি আবডেড দেখে নি । ও এর মধ্যে আজ রাতে আবার ঘুমের মাঝে একটি স্বপ্ন দেখেছিলাম আর স্বপ্নটি হোলো আজ দেখি আমাদের সকলে প্রিয় এবং বর্তমান ব্লগের সভানেত্রী ও সামুর সকল ব্লগার ভাইদের প্রিয় শ্রধেয় জানা আপু এসে আমরা সামনে দাড়িয়েছেন এবং আমায় বলছে এম মিন্টুর নিকটি সেফ করে দিলাম ।

আমি জানা আপুকে বললাম আপু একি করলেন আমার মতো ৪২০ নম্বর একটি ফালটু ব্লগারকে এভাবে সেফ করাকি ঠিক হবে ।

জানা আপু আবার বললো ফালতু ব্লগার হোলেও নিয়মিত যারা ব্লগে আছে তারাও ব্লগের সদস্য এবং সকল ব্লগার ব্লগারের ভাই ।

তো আমি আবার জানা আপুকে জিজ্ঞাসা করলাম আচ্ছা আপু আমি এত পোষ্ট দিলাম আমার পোষ্ট কেন নির্বাচিত পাতায় যায় না জানা আপু আমায় বললো এখন থেকে যাবে আমি বললাম আপু সে আবার এখন থেকে কেমনে যাবে আমি তো এখন থেকে আর বেশি বেশি ফান পোষ্ট দেবো । পরে প্রিয় জানা আপু বললেন ভাই এম এম মিন্টু সবাই যোদি শুধু ব্লগ লেখে তাহোলে কেমনে চলবে দুই একজন তো ফান পোষ্ট দিবেই । তবে ফান পোষ্টগুলোর মান ভালো হতে হবে তাহলে আর কোন ঝামেলা থাকবে না ।

যাই হোক আর অনেক কথা হয়েছে স্বপ্নের মাধ্যমে জানা আপুর সাথে অত কথা আমার মনে নাই ।

তাই আজ সকলে ঘুম থেকে ওঠে দেখি আমায় সত্যয় নিরাপদ করেছেন কৃতপক্ষ । ধন্যবাদ কৃতপক্ষ অসংখ ধন্যবাদ আপনাদেরকে । তবে ব্লগটিম ভাইয়েরা আমার পোষ্টগুলো কি এখন থেকে নিয়মিত নির্বাচিত পাতায় যাবে আরো ভালো হোতো যোদি এই পোষ্টি স্টিকি মারা হোতো ।

ধন্যবাদ সকল ব্লগার ভাই বোন এবং জানা আপু সহ সকল ব্লগটিম ও কৃতপক্ষকে এবং সকলকে সামনে ৬ষ্ঠ বাংলা ব্লগ দিবসের আগাম শুভেচ্ছা ।


মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৭

ইমতিয়াজ ১৩ বলেছেন: নির্বাচিত পাতায় যাবে কিনা জানি না তবে এখন থেকে প্রথম পাতায় আপনার লেখা প্রকাশিত হবে।



শুভ কামনা আপনার জন্য।

২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০১

এমএম মিন্টু বলেছেন: তাতেই চলবে ভাই শুভেচ্ছা ও শুভকামনা থাকলো ৪২০ নম্বর ফোর টুইয়েন্টি ব্লগারের পক্ষ থেকে ।

২| ২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২১

জাফরুল মবীন বলেছেন: প্রাণঢালা অভিনন্দন সেফ ব্লগার এমএম মিন্টু ভাইকে !:#P

২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:২২

এমএম মিন্টু বলেছেন: অভিনন্দন জাফরুল মবীন ভাই

৩| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৭

কলমের কালি শেষ বলেছেন: অভিনন্দন ! সেইফ মোবারক । ;)

২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:২৪

এমএম মিন্টু বলেছেন: শুভকামনা থাকলো ৪২০ নম্বর ফোর টুইয়েন্টি ব্লগারের পক্ষ থেকে ।

৪| ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৩৫

বাড্ডা ঢাকা বলেছেন:
অভিনন্দন ! সেইফ
মোবারক

২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:২৪

এমএম মিন্টু বলেছেন: শুভকামনা থাকলো ৪২০ নম্বর ফোর টুইয়েন্টি ব্লগারের পক্ষ থেকে ।

৫| ২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৫

আবু শাকিল বলেছেন: আন্নে ভাই সেইফ !

মিষ্টি খাওয়ান :)

২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:১২

এমএম মিন্টু বলেছেন: :-B :) :-/

৬| ২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৫

ভূতের কেচ্ছা বলেছেন: মিষ্টি খাওয়ান :) :-P :-P :-P :-P

২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:১৪

এমএম মিন্টু বলেছেন: :) :D B-) ;) :-/

৭| ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:১৮

স্নিগ্ধ শোভন বলেছেন: ৪২০ সালাম আপনার জন্য :-B

২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:১৫

এমএম মিন্টু বলেছেন: আপনার জন্য সালাম

৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অভিনন্দন ! সেইফ মোবারক ।

০৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৫

এমএম মিন্টু বলেছেন: আপনিও অভিনন্দন গ্রহন করিবেন ওস্তাদ

৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



অভিনন্দন! শুভ ব্লগিং....... :)

০৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৬

এমএম মিন্টু বলেছেন: আপনিও অভিনন্দন গ্রহন করিবেন ওস্তাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.