![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।
বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা সকল ব্লগার ভাইদের । আমি চিন্তা করেছি সকল ব্লগারের ভাই বোন ও দুলা ভাইদের দোয়া নিয়ে ঈদের মতো ব্লগদিবসের দিন সকালে নতুন জামা কাপড় পড়ে প্রথমে যাবো প্রেমিকার বাসায় ।
তার পর তাকে সাথে নিয়ে ঐ দিন সারাদিন গুরবো পার্কে পার্কে বেড়াবো ।
কি বলেন কেমন হবে ।
আর খাবার সারাদিন রুটি কলা আর বাদাম চলবে ।
আর যোদি কোন হৃদয় বান ব্লগার ভাই যোদি বলেন তাহোলে তাদের সাথেও
আড্ডা দিব ।
ঢাকায় আছি কে কোথায় ব্লগ দিবস পালন করছেন আওয়াজ দিয়েন ।
সবাইকে আবারো বাংলা ৬ষ্ঠ ব্লগ দিবসের শুভেচ্ছা ।
২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৫
এমএম মিন্টু বলেছেন: বাংলা ৬ষ্ঠ
ব্লগ দিবসের শুভেচ্ছা
২| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৫
আবু শাকিল বলেছেন: ঢাকায় আসতাছি...আপ্নের সাথে দেখা করমু
রেডি থাইকেন
২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫০
এমএম মিন্টু বলেছেন: বাংলা ৬ষ্ঠ
ব্লগ দিবসের শুভেচ্ছা
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:২৩
খাটাস বলেছেন: ফাইজলামির সীমা আছে, আপনার কোন সীমা নাই।
বারবার বানান ভুল করেন, কাহিনি কি?
আমি ও করি। কিন্তু আপনার বানান ভুল গুলো আমার নিম্ন চেতনায় আপনার উন্নত চেতনার ইচ্ছাকৃত মনে হয়।
আপনি বলছিলেন, আপনার পিসি তে ভাইরাস আছে, আর অভ্র তে সমস্যা।
ব্লগে অনেকেই বানান ভুল করে, আমি ও। তবে তা কাটানোর চেষ্টা করি।
কিন্তু আপনার হাতে বারবার বাংলা বানান কে ধর্ষিত হতে দেখতে দেখতে আজ আর ভাল লাগছে না।
আপনি আপনার ঠিকানা দেন, বা কোথাও দেখা করেন।
দরকার হলে নিজ খরচা দিয়ে আপনার পিসি তে এন্টি ভাইরাস দেয়ার ব্যবস্থা করব, সাথে এভাস্ট ও নতুন করে দিয়ে দিব।
তাও শুদ্ধ বানানে আপনার ভাষায় ফালতু ৪২০ ব্লগ চালান।
আপনাকে যে জায়গায় রাখি এখন,
আপনি বারবার তার নিচে পড়ে যাচ্ছেন।
এটা ব্যক্তি হিসেবে আমার জন্য খুব কষ্টকর।