![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।
আমি কেন ব্লগিং করি আমার ব্লগিং এর মূল কারন লেখা লেখি আমার একটা নেশা হয়ে দাড়িয়েছে । আর আমার এ নেশার কারনে এই ব্লগিং ছাড়তে পারছি না ।
আর এ ব্লগ জগতে এসে আপনাদের পেয়ে একেক জনের একেক লেখা পড়ে এবং একেক জনের একেকটা মন্তবয পড়ে আর ভালো লাগতে শুরু করে এবং লেখা লেখির নেশাটা গাড়ে আর চেপে বসে তাই নিজের পকেটে টাকা না থাকলেও অনেক সময় আরেক পকেট থেকে টাকা নিয়ে মডেমে টাকা রিচার্জ করে তার পরে নেট চালাই আর ব্লগে আড্ডা মারি ।
আমাকে ব্লগে একটা পোষ্টের জনয প্রায় দশ থেকে পোনের টাকা বযয় করতে হয় । তাতে আমার কোন দুংখ নাই দুংখ আমার শুধু একটাই আজ আমি ব্লগার হোতে পারলাম না আর মনে হয় হোতেও পারবো না ।
শুধু মাত্র বানান ভুল আর ভুল
আর এ জনযই আমাকে ব্লগে হারাতে হয় সব মান কূল ।
তবে ভাই যাই হোক আমি সরে দাড়াচ্ছি না বা ব্লগে লেখালেখি ছাড়ছি না ।
সামুতে আছি থাকবো আর আমার বানান ভুল লেখার জনয শুধু আপনাদের
কথা শুনবো কিন্তু আপনাদের কথা শুনে আপনাদের পিছনে লেগে থাকলেও
আমার লাভ হবে কারন আমি জানি আমি সতযয় একদিন একজন ব্লগার হব।
২৮ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৮
এমএম মিন্টু বলেছেন:
২| ২৭ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২১
নতুন বলেছেন: আমি তো এমনি এমনি ব্লগিং করি..
২৮ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৯
এমএম মিন্টু বলেছেন:
৩| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২৯
আবু শাকিল বলেছেন: কি খেলা খেলিছ,এই ব্লগ লয়ে
২৮ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৯
এমএম মিন্টু বলেছেন: কি খেলা খেলিছ,এই ব্লগ লয়ে
৪| ২৮ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫০
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার স্প্রিরিট । শুভ কামনা থাকলো ।
২৮ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫০
এমএম মিন্টু বলেছেন: শুভ কামনা থাকলো ।
৫| ২৮ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৮
সুমন কর বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।
অার হয়রে বানান--------------
ভালো থাকুন।
২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৪৮
এমএম মিন্টু বলেছেন: আরে সুমনদা যে ভাল আছেন বৌদি ভালো আছে বৌদির জন্য শুভকামনা থাকলো ।
৬| ২৮ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯
জুন বলেছেন: তবে ভাই যাই হোক আমি সরে দাড়াচ্ছি না বা ব্লগে লেখালেখি ছাড়ছি না ।
২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৫১
এমএম মিন্টু বলেছেন: আরে প্রিয় জুন আপুনি অনেক দিন পরে দেখলাম ভাল আছেন আপু বাড়িতে দুলাভাই সহ সবাই ভালো আছে ।
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৯
ব্লগার মাসুদ বলেছেন: আপনাদের কথা শুনে আপনাদের পিছনে লেগে থাকলেও
আমার লাভ হবে কারন আমি জানি আমি সতযয় একদিন একজন ব্লগার হব। ++++