![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।
আমার মত আমি লেখি
কেও আছেন আমার মত লেখেন দেখি।।
কত দেখেছি রিতি
কত দেখেছি প্রিতি
এখন পারলাম না শিখতে সেই প্রেমের নীতি।/#
কি হয়েছে ভাই মন খারাপ কেন
ঠিক আছে তাকে বলে দিব সে আপনারে ভালবাসে যেন।।:
প্রেম আমায় আড্ডা মারতে শিখিয়েছে ভাই
আর কিছু শিখাইতে পারে নাই
এখন আমি মনের গান গাই
মাঝে মাঝে মনটা বলে তাই
কি বলিব আর ভাই
মনটা বলে চলনাগো বৃন্দাবনে চলে যাই
আমার কোন কাজ নাই
তাই সারাদিন এ ব্লগে আড্ডা মেরে সময় কাটাই ।।
০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১২
এমএম মিন্টু বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা দাদা
২| ০১ লা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৮
বাড্ডা ঢাকা বলেছেন: ভালো হয়েছে ভাই
০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১৩
এমএম মিন্টু বলেছেন: ভালো হয়েছে শুনে খুুশি হোলাম
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৯
নিলু বলেছেন: চালিয়ে যান
০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১৪
এমএম মিন্টু বলেছেন: ঠিক আছে ভাই চালিয়ে যাবো কোনো ব্রেক হবে না
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫০
বাউল আলমগী সরকার বলেছেন: দাদা
পড়ে তো মজাই পেলাম
অনেক শুভেচ্ছা-------