![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।
ছড়ার ছড়া পড়ি
মাঝে মাঝে কিছু গল্প পড়ি
মাাঝ রাতে ককিলের ডাক শুনি
তাই দেখে মাঝ রাতে আকাশের তারা গুনি ।
সন্ধায় আমি দেখেছি তোমায়
তুমি কি দেখেছো আমায়
প্রিয়তমা তোমার আসায়
আছি তোমার অপেক্ষায়
তুমি আছ কোথায়
প্লিজ একবার কর দেখাা এ বেলায়।।।
আমাকেে তুমি কি ভালবাসবে
সন্ধায় তবে কদম তলায় আসবে ।
তুমি আর আমি বসে পাছাপাছি
শুনবো কদম তলায় শ্যমের বাঁশি
২| ০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৮
বাউল আলমগী সরকার বলেছেন: বেশ ভাল লাগল কবিতা
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০৩
মামুন ইসলাম বলেছেন: এম এম মিন্টু ছড়া ভালো লাগছে