নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএম মিন্টু ব্লগার

আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা,

এমএম মিন্টু

সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।

এমএম মিন্টু › বিস্তারিত পোস্টঃ

সামুর জন্য বিশেষ প্রস্তাবনা ।

০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৬

সামুর জন্য বিশেষ প্রস্তাবনা ।
এইযে অপ্রিয় সামুর সু ব্লগারগণ এবং সামুর পেটেরভুরি মোটা মডুগণেরা আপনাদের জন্য বিশেষ কিছু প্রস্তাবনা বা আলোচনা ।

আচ্ছা মনে করেন আপনাদের ব্লগ প্লাট ফরমে যে ভালো লেখকগণ মানে ভালো ব্লগারগণ আছেন তারা অনেকেই নিয়মিত পোষ্ট দিচ্ছেন । আর ঐ সব লেখা প্রতিদিন কম বেশি নির্বাচিত পাতায় যাচ্ছে ।

মানে আমি বলতে চাচ্ছি যে লেখাগুলো নির্বাচিত পাতায় যাচ্ছে তা থেকে বাছাই করে প্রতি মাসে সামুর মাস শেষে ডাইরীর পাতা নামে কোন বই প্রকাশ করা যায়না ।

প্রয়োজনে বই প্রকাশনায় যে খরচ হবে তা সকল ব্লগারের কাছ থেকে নিয়ে নিবেন । বই প্রকাশনার পরে বই থেকে যে লাভ হবে তা কিছু গরিব অসহায় মানুষের মধ্যে দান করবেন । কিছু ব্লগের তহবিলে রাখবেন রাইচ বকেট চ্যলেঞ্জের কাজে বা কোন ব্লগার বিপদে আপদে কাজে লাগাতে বা খরচ করতে । আর এ কাজটি করলে আপনাদের ব্লগের এবং ব্লগারদের অনেকের উপকারে আসতে পারে ।

এই কাজটি করলে সেতু আশরাফুল ভাইয়ের মত যারা বিপদে পরবে বা অসুস্থ হবে তাদের জন্য অনেকটা জরুরী কাজে লাগবে ।
বিষয়টি কৃতপক্ষ এবং সকল সিনিয়র ব্লগার ভাই বোনেরা একটু ভেবে দেখবেন ।

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: উত্তম প্রস্তাব।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৮

এমএম মিন্টু বলেছেন: হুম :|

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২১

আহসানের ব্লগ বলেছেন: বই কিনবে কে? o.O

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৯

এমএম মিন্টু বলেছেন: হুম :| আপনে

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫২

ব্লগার মাসুদ বলেছেন: ভালো প্রস্তাব ++++

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪০

এমএম মিন্টু বলেছেন: গুড বস

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৭

কালের সময় বলেছেন: গুড প্রস্তাব B-) ;)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪২

এমএম মিন্টু বলেছেন: হুম :| আপনে গুড বস

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৩

সুমন কর বলেছেন: আহসানের ব্লগিং বলেছেন: বই কিনবে কে?

কথাটি কিন্তু ভেবে দেখার মতো !!

তবে করা যেতে পারে। সেটা মাসের শুরুতে ৭/৮দিনের জন্য নোটিশ বোর্ডে স্টিকি করে ঝুলানো যেতে পারে। এতে নতুন/পুরাতন সব ব্লগার উৎসাহ পাবে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৩

এমএম মিন্টু বলেছেন: :( :| X((

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৫

এমএম মিন্টু বলেছেন: অনেক ধন্যবাদ ভাই আপনাকে

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১১

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো প্রস্তাব। তবে একটা বিশাল বড় কিন্তু আছে।

বই ব্লগাররাই কিনতে পারেন। ২০০/৩০০ বই সামুর ব্লগাররা কিনতে পারবেন না বলে বিশ্বাস করি না। এক ব্লগার বছরের প্রতি মাসেই বই কিনতে পারেন। অথবা বছরে দুইটাও কিনতে পারেন। কিন্তু কখনো যদি কোন ব্লগারের এই ধরণের আকস্মিক সাহায্যের প্রয়োজন হয়, তবে নিশ্চয়ই আরও কিছুটা বেশী সাহায্য পাবে সে, এখান থেকে। ফান্ড করা ও পরিচালনা করা বিষয়ে আরও অনেক ভাবার বিষয় আছে।

অনেক ধন্যবাদ মিন্টু চমৎকার এই প্রস্তাবনার জন্য। এই বিষয়ে বিস্তারিত আইডিয়া নিয়া আসবো শীঘ্রই আশা করি।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৪

এমএম মিন্টু বলেছেন: অনেক ধন্যবাদ অপূর্ণ রায়হান ভাই আপনাকে

৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১২

কলমের কালি শেষ বলেছেন: ভাল প্রস্তাব।

০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৩

এমএম মিন্টু বলেছেন: ভাল
প্রস্তাব।

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫৫

আলম দীপ্র বলেছেন: অনেক ভালো প্রস্তাব !

০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৮

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ দ্রীপ ভাই ।

তা আছেন কেমন অনেক দিন পরে দেখলাম মনে হয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.