![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।
হাবলুর বউয়ের সাথে লাভলুর প্রথম রম্য প্রেম ।লাভলু তখন ট্রাকের ড্রাইভার । কখন দিনে ডিউটি কখন রাতে ডিউটি বলতে গেলে যেখানে রাত সেখানে কাইট। ট্রাকের লাইনে থাকতে থাকতে বন্ধুত্য গড়ে ওঠে হাবলুর সাথে ।
হাবলুর এ জগতে কেও নাই হাবলু ছিলো ট্রাকের ড্রাইভার ।
একদিন লাবলুকে হাবলু বলছে লাভলু ভাই আমাকে ড্রাইবিং শিখাবে
লাভলু বলছে এ কেমন কথা হাবলু তুমিতো নিজেও ড্রাইবিং কর আরে লাভলু ভাই এ ড্রাইবিং সেই ড্রাইবিং না বউ চালানো ড্রাইবিং।
তুমিতো জানো এজগতে আমার কেও নাই আমি একা ।
বয়স তো আমার জন্য বসে থাকবেনা এখন আমার বয়স ৩২বছর চলছে তাই তুমি যোদি আমারে বউ চালানোর ড্রাইবিংটি শিখিয়ে দিতে তাহলে চিরকুমার থাকা লাগতো না আমারে ।
আচ্ছা ঠিক আছে হাবলু দেখি তোর জন্য কিছু করতে পারি কি না । তা তূই যে বিয়ে করবি বউ চালাতে পারবি তো নাকি শেষে আবার তোর বউকে আমার চালাতে হবে । সে নিয়ে লাভলু ভাই তোমাকে চিন্তে করতে হবে না ।
তো লাভলু হাবলুকে বিয়ে করিয়ে দিয়ে তাকে বউ চালানোর শিক্ষা দিতে শুরু করলেন ।
এমন শিক্ষা দিলেন যে শিক্ষার কারনে হাবলুর বউ লাভলুর সাথে মধুর প্রেমে জরিয়ে গেলেন ।
এতাইতো হওয়ার কথা বিয়ে করে বউ কেমনে চালাইতে হয় তা যোদি না জানেন ঘরের বউ অন্যে পর পুরুষের সাথে আউল ফাউল কথা বললে যেমতা হওয়ার তেমনতাই হবে ।
যেমনতা বোকা হাবলুর হয়েছে নিজে বউ চালানোর শিক্ষা নিতে চেয়ে শেষে বউকে হারালেন ।
০৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪২
এমএম মিন্টু বলেছেন: হুম পরে দেখমু খেলাঘর
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪২
মামুন ইসলাম বলেছেন: বয়স তো আমার জন্য
বসে থাকবেনা এখন আমার
বয়স ৩২বছর চলছে
০৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪২
এমএম মিন্টু বলেছেন: হুম
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১২
বাৎস্যায়ন বলেছেন: মানুষ প্রবৃত্তি থেকেই এসব শিখে নেয় ।
০৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৩
এমএম মিন্টু বলেছেন: হুম ঠিক কইছেন
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১২
খেলাঘর বলেছেন:
ধুর, বেকুব ধরণের লেখা