নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএম মিন্টু ব্লগার

আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা,

এমএম মিন্টু

সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।

এমএম মিন্টু › বিস্তারিত পোস্টঃ

বিজয়ের মাসে বিজয় দিবসকে সামনে রেখে বিশেষ পোষ্ট

০৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৮


প্রত্যেক জাতির জীবনে কোন না কোন বিশেষ একটা দিন থাকে যার মর্যাদা গুরুত্ব অত্যধিক তেমনি আমাদের বাঙালির জীবনে এক গুরুত্বপূর্ণ গৌরবময় বিশেষ স্বরনীয় হয়ে থাকবে এবং স্বরনী হয়ে থাকার দিন এই ১৬ ডিসেম্বরের মহান বিজয় দিবস । যা এ জাতি কখন ভুলে যেতে চাইলেও ভুলে যেতে পারবে না ।১৬ ডিসেম্বর আমাদের জীবনে এক পরম আনন্দের ও খুশির দিন । এই দিনটি আমাদের স্বরন করে দেয় ১৯৭১ সালের ১৫ ডিসেম্বের রাতের সেই ভয়ানক সময়ের কথা ।

প্রিয় স্বাধীনতা দেশপ্রেমিক ভাই বোন ও বন্ধুগণেরা আমাদের বাঙালিদের ইতিহাসে দীর্ঘ সময় শোষনের যাঁতাকলে পিষে মারার ইতিহাস শৃঙ্খল ভাঙার ইতিহাস যা কখন ভুলে যাবার নয় ।

দীর্ঘ সময় তা প্রায় ১৯০ থেকে দুইশত বছরের মত ব্রিটিশ শসনের যাঁতাকলে পিষ্ঠ হয়েছি আমরা বাঙালি জনগোষ্ঠি ।পরে জাতিয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সেই শোষনের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হয় ।দীর্ঘ দিনের জিঞ্জির ছিড়ে ফেলে জিঞ্জির থেকে বেরিয়ে আছে বাঙালি জনতা ।

ব্রিটিস বেনিয়ারা লেজ গুটিয়ে পালিয়েছে । কিন্তু আজ এই বিজয়ের খুশির দিনেও অত্যন্ত দূর সত্যটিকে আমার প্রকাশ করতে হচ্ছে আর তা হোলো ভারতবর্ষকে দু ভাগে ভাগ করে দিয়ে গেছে ।ভারতবর্ষ সাম্প্রদায়িকতার পথ ধরে ভারত ও পাকিস্তান নামে নিয়ে দুটি স্বাধীন রাষ্ট্রে রূপ নিয়েছিল । পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান ।শুরু হয়ে যায় পাকিস্তানীদের আমাদের বাঙালিদের উপরে নতুন পৈষিক শাসন বা নির্যাতন ।শৈরাচার পাকিস্তানি সরকার বাঙালিদের উপরে প্রথমে ভাষা নিয়ে শুরু করে শাসন ।

পাকিস্তানি শাসক গোষ্ঠি লাখ লাখ বাঙালি জনতার মুখের ভাষাকে উপেক্ষা করে তারা রাষ্ট্র ভাষাকে উর্দু ভাষায় পরিনিত করত চায় ।
যখনই সজাগ থাকা বাঙালিদের কাছে পাকিস্তানি শাসক গোষ্ঠির এ ষড়যন্ত্র ধরা পড়ে তখনই বীর বাঙালির জনতা বিদ্রোহী হয়ে ওঠে পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাড়ায় ।

হাজার হাজার মায়ের সন্তানেরা বুকের রক্ত দিয়ে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে আমাদের রাষ্ট্র ভাষা বাংলায় প্রতিষ্ঠিত করেন ।
ক্রমনয়ে ১৯৬৬সালে ৬ দফা আন্দোলন,১৯৬৯ সালে গনঅভ্যূহ্থান।
১৯৭০ সালে নির্বাচনে আওয়ামী লীগ পায় নীরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা । কিন্তু পাকিস্তানের শাসক গোষ্ঠী এদেশের জনগনের রায়ের বিরুদ্ধে এক মহা ষড়যন্ত্রে লিপ্ত হয় । অবশেষে শুরু হয় সংগ্রাম শুরু হয় মুক্তির লক্ষে মুক্তি যুদ্ধ।

স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লাখ তাজা প্রানের আত্মাহুতির বিনিময়ে অর্জিত হয় আমাদের সকলের স্বপ্নের স্বাধীনতা । ১৯৭১ সালে ১৬ ডিসেম্বরে বাংলার মুক্তির পাগল মনুষেরা মুক্তির স্বাদ গ্রহন করে ।

আর মাত্র কয়েক দিন বাকি আসছে সামনে আমদের সকলের সেই স্বপ্নের দিন ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন ।
এই দিনটিকে সামনে রেখে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকলো আমরা কেওই যেন ভুলে না যাই সে রক্ত ঝরা ইতিহাস ।




মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৪

কালের সময় বলেছেন: 100% +++

০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৫

এমএম মিন্টু বলেছেন: ঠিক আছে।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৬

খেলাঘর বলেছেন:

ঠিক আছে।

০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৩

এমএম মিন্টু বলেছেন: ঠিক আছে।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৬

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আমাদের বাঙালির জীবনে এক গুরুত্বপূর্ণ গৌরবময় বিশেষ স্বরনীয় হয়ে থাকবে এবং স্বরনী হয়ে থাকার দিন এই ১৬ ডিসেম্বরের মহান বিজয় দিবস ।

০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৫

এমএম মিন্টু বলেছেন: ঠিক আছে।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৫

বাড্ডা ঢাকা বলেছেন: সুন্দর একটি পোষ্ট দিয়েছেন মিন্টু ভাই।
পোষ্ট ভাললাগা ৩য় প্লাস

০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১২

এমএম মিন্টু বলেছেন: ঠিক আছে।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৭

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। গুড পোস্ট।

০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৪

এমএম মিন্টু বলেছেন: ঠিক আছে।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১০

ব্লগার মাসুদ বলেছেন: অনুরোধ
থাকলো আমরা কেওই যেন
ভুলে না যাই সে রক্ত
ঝরা ইতিহাস ।

১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১০

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ

৭| ১২ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৪

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার বলেছেন ।

এই দিনটিকে সামনে রেখে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকলো আমরা কেওই যেন ভুলে না যাই সে রক্ত ঝরা ইতিহাস ।

১৩ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২০

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই ।।
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.