![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।
আপনি একজন নিরাপদ ব্লগার
আপনার লেখা সরাসরি প্রথম পাতায় সকল পোস্ট অংশে প্রকাশিত হবে। আর সম্পাদকের বিবেচনা সাপেক্ষে তা নির্বাচিত পাতায়ও প্রকাশ হতে পারে।
ঠিক আছে ভাই মানলাম আমি নিরাপদ ব্লগের ভাইরাস থেকে এতাও ঠিক আছে আমি সাধারন ব্লগার ।
কিন্তু ভাই আরেক বিষয় জানতে চাই ব্লগের সম্পাদক সাহেবের কাছে
ওনার কি আমার উপরে ভাই বিবেচনা হয় না ।
যে কারনে আমার মত পাগু ছাগুর কোন লেখাই নির্বাচিত পাতায় যায় না । সম্পাদকের বিবেচনা কি শুধু মুখ চেনা লোকদের উপরে ।
সম্পাদক সাহেবের দৃষ্টি কোন আকর্ষন করছি ।
দরকার নাই আপনার কচু মার্কা এই নিরাপদ
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৪
এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই কাজ হয়েছে ।
সম্পাদক সাহেবকে ধন্যবাদ
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৩
আলম দীপ্র বলেছেন: মিন্টু ভাই আপনার সংকলন তো গেছে নির্বাচিত পাতায় !
০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২১
এমএম মিন্টু বলেছেন: নির্বাচিত পাতায় গেছে ভাই
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৭
অপূর্ণ রায়হান বলেছেন: হাহাহা অভিনন্দন
০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২২
এমএম মিন্টু বলেছেন: হাহাহা অভিনন্দন ভাই
৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৬
কালের সময় বলেছেন: মিন্টু সম্পাদকের নজর তোমার ওপরে পরেছে
০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৩
এমএম মিন্টু বলেছেন: অভিনন্দন
৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩২
খেলাঘর বলেছেন:
আপনি এখন আর আপদ নন, সবাই নিশ্চন্ত
০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৪
এমএম মিন্টু বলেছেন: হুম ঠিক বলেছেন স্যার ।
আপনার জন্য শুভেচ্ছা থাকলো।
৬| ১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৯
খেলাঘর বলেছেন:
মানুষকে নিয়ে লেখেন।
১৩ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৮
এমএম মিন্টু বলেছেন: হুম চেষ্টা করবো সরকারের বিরুদ্ধে কিছু লেখার ।
৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪২
এহসান সাবির বলেছেন: আপনি তো ভালোই লেখেন।
১৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭
এমএম মিন্টু বলেছেন: মহান বিজয়ের শুভেচ্ছা ।
যাক তবু আমি ধন্য হোলাম একজন পাগু ছাগুর লেখা এক ভাইয়ের কাছে ভাল লাগছে ।
ধন্যবাদ ভাইয়া
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৫
খেলাঘর বলেছেন:
চির প্রতিবাদী?