![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।
কেমন আছেন ভাই ও বোনেরা সামুর সুপ্রিয় লেখকগণ আসা করছি ভালোই আছেন ।
শীতের সকালে ক্ষানিকতা ঠান্ডায় কাপছেন ।
আর কাপুনি হাতের আঙ্গুলে কিবোর্ড টিপছেন ।
না বলতে হবে গত কয়েক দিনের তুলনায় আজ কিছুটা বে সামাল শরৎ পড়েছে ।
তা সকালে ওঠেই আমি টের পেয়েছি ।
তাই একবার ঘুম ভাঙ্গার পরে বিছানা থেকে ওঠে নাষ্টা করে কম্বলের ভিতরে গেছিলাম কিন্তু কুচ্ছু করার নাই কাজের সময়
হয়েগেছে কাজে যেতে হবে তাই তারাতারি বিছানা ছেড়ে কাজের সন্ধানে ঘর থেকে পলায়ন ।
আর দোকানে এসে আগে সামুর সাথে আড্ডা মারা ।
১৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৮
এমএম মিন্টু বলেছেন: হুম হুম
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০০
কালের সময় বলেছেন: হুম