![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।
জানুয়ারি মাসে ঢাকার বিএনপির জনসভায় পুলিশ বাঁধা প্রদান করলে এক টানা ৭২ ঘন্টার হরতাল ডাকবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদাজিয়া ।
এই প্রথমে ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের বর্ষপূর্তিতে ঢাকায় বড় ধরনের কোন সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। সরকার এতে অনুমোদন না দিলে টানা তিন দিনের হরতাল দেয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে দলের নেতারা। বিএনপি নতুন বছরের শুরু থেকেই রাজপথ দখলে রাখার জন্য নানা ধরনের কর্মসূচি দেয়ার জন্য নিজেদের মধ্যে আলোচনা করে সব ঠিক করে নিয়েছে।
জনসভায় সকল বিষয়ের সাথে ৫ই জানুয়ারি ২০১৪ তারিখের ক্ষমতাশীন আওয়ামিলীগের নাটকীয় নিির্বাচনের বিষয় তুলে ধরা হবে ।
২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৪
এমএম মিন্টু বলেছেন: হুম তাইতো পত্রিকায় দেখলাম
২| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫৫
বাউল আলমগী সরকার বলেছেন: হবে কিছু একটা
২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৫
এমএম মিন্টু বলেছেন: হুম মনে হয় হয়ত বা হবে।
৩| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫৬
বাড্ডা ঢাকা বলেছেন: ভয় পেলাম মিন্টু ভাই
২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৬
এমএম মিন্টু বলেছেন: কেনু ভয় পেলেন কেনু
৪| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৭
নীল আকাশ ২০১৪ বলেছেন: হরতাল তো এখন পুঁটি মাছেরাও দেয়। সমস্ত লকাল বাস সেই হরতালে রাস্তা কাঁপিয়ে চলে। প্রাইভেট কার কিছুটা কম চলে বলে আগে যানজট হতোনা। ইদানিং কালের হরতালে রাস্তায় জানযটও দেখা দেয়।
এরকম একখান হরতালের হুমকী দিলেই সরকার বাপ বাপ বলে জনসভার অনুমতি দিয়ে দেবে - এরকম ভাবার মত কি ঘটনা ঘটেছে?
২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৭
এমএম মিন্টু বলেছেন: কিছুই না শুধু শুধু সাধারন মানুষকে ভয় দেখায় বিএনপি
৫| ২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৩
আহলান বলেছেন: সঠিক দূরদর্শী রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারেনি বিএনপি ..... .. .. এত দিনে বিএনপি কি জনগনকে কোন একটি ইস্যুতে এক করতে পেরেছে .... পারেনি। বিএনপির এখনো রাজনৈতিক অঙ্গনে কাঁচা ...
২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৮
এমএম মিন্টু বলেছেন: ঠিকি কইছেন ভাই শুধু শুধু সাধারন মানুষকে ভয় দেখায় বিএনপি ।
৬| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৯
সুমন কর বলেছেন: কিছু কি হবে ???
২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২
এমএম মিন্টু বলেছেন: হুম বুঝতেছিনা ওরাতো কাপুরুষ কি আর করবে।
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫৩
রাখালছেল০০৭ বলেছেন: তাই নাকি?