নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএম মিন্টু ব্লগার

আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা,

এমএম মিন্টু

সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।

এমএম মিন্টু › বিস্তারিত পোস্টঃ

হ্যাপি আর রুবেলের ভালবাসা

২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

সবাই শুধু ব্লগই লেখে তাই আমি একটি ফোটো ব্লগ দিলাম ।

আসুন দেখি প্রেমের কিছু ফটো ব্লগ ।



১।



এদের বিষয়টি নিয়ে আমাদের সোঁনার বাংলার কিছু সোঁনার ছেলে মেয়ে মানে মিডিয়ার সাংবাদিক ভাই ও বুবুরা যা শুরু করেছেন সেতা মোটেও ভাল মনে হচ্ছে না ।



গেল বাংলাদেশের ক্রিকেটাদের যততুক ইজ্জত ছিল সেতুক এ তর্ফায় মনে হয় গেল ।



ভাই রুবেল তুমি মন খারাপ করো না আমরা আছি তোমার সাথে ।

কি ভাইজানেরা আমার মতো আপনেরা কি রুবেলের পাশে থাকবেন না নাকি ওকে দূরে সরিয়ে দিবেন ।



একটু ভেবে দেখুন হ্যাপির মতো মেয়েরা যদি মা বোনের জাত না হতো তাহলে ওদের মতো নারী নামের কল্ঙকিনী মেয়েদের মানব সমাজ দূরের কথা কুকুরের সমাজ জিজ্ঞাসা করতো না ।



এখন আর কিছু প্রেমের ফটো আপনাদের দেখাবো।



আহা আহা করছেন কি নাকে গোলাপের কাঁটা লাগবে ।



ছি ছি খোকা তোমরা এখন ছোট এখন থেকেই দেখছি সব শিখে নিয়েছো ।



এটা আসলে ওদের দোষ নয় দোষ আমাদের এ সমাজ ব্যাবস্থার ।

ছোটদের সামনে আমরা বড় মানুষ যে ভাবে চলা ফেরা করবো

ওরা আমাদের কাছ থেকে দেখে তাই শিখবে ।







এই শোন সোনামনি তোমার জন্য আজ স্কুল থেকে আসার পথে কিছু ফুল এনেছি ।

কোথাই দেখি দেখি না দেখাবো না । ওখানেই দাড়াও ।





এই দুষ্ট ছেলেমেয়ে তোমরা এখানে কি করছো বাড়ি যাও ।

বাড়িতে তোমাদের বাবা মা খুজে মরছে ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

খেলাঘর বলেছেন:

আজাইরা

২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

এমএম মিন্টু বলেছেন: হুম ঠিকই কইছেন ভাই ফাও পেচাল

২| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১০

তার ছিড়া আমি বলেছেন: এটা আসলে ওদের দোষ নয় দোষ আমাদের এ সমাজ ব্যাবস্থার ।
ছোটদের সামনে আমরা বড় মানুষ যে ভাবে চলা ফেরা করবো
ওরা আমাদের কাছ থেকে দেখে তাই শিখবে ।

২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৩২

এমএম মিন্টু বলেছেন: হুম ভাই তাই মনে করুন ।

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৪

আবু শাকিল বলেছেন: =p~ =p~ =p~ =p~

২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৩০

এমএম মিন্টু বলেছেন: ভাই কৃতপক্ষের মাথা নষ্ট হয়েগেছে


মডারেশন স্ট্যাটাস
আপনি একজন সাধারন ব্লগার
এখন থেকে আপনি অন্য যে কোন প্রকাশিত লেখায় মন্তব্য করতে পারবেন। আপনার লেখা প্রথম পাতার সকল পোস্ট অংশে প্রকাশিত হবে না। তবে সম্পাদকের বিবেচনা সাপেক্ষে আপনার লেখা নির্বাচিত পাতায় প্রকাশিত হতে পারে।

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩২

আলম দীপ্র বলেছেন: B-)) B-)) B-)) B-)) B-) B-) =p~ =p~ =p~ =p~ =p~ :!> =p~ =p~

২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৩১

এমএম মিন্টু বলেছেন: লেখক বলেছেন: ভাই কৃতপক্ষের মাথা নষ্ট হয়েগেছে


মডারেশন স্ট্যাটাস
আপনি একজন সাধারন ব্লগার
এখন থেকে আপনি অন্য যে কোন প্রকাশিত লেখায় মন্তব্য করতে পারবেন। আপনার লেখা প্রথম পাতার সকল পোস্ট অংশে প্রকাশিত হবে না। তবে সম্পাদকের বিবেচনা সাপেক্ষে আপনার লেখা নির্বাচিত পাতায় প্রকাশিত হতে পারে।

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৮

আলম দীপ্র বলেছেন: কি বলেন মিন্টু ভাই ! :-/ :-/ :-/ :-/ :-/

২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৪

এমএম মিন্টু বলেছেন: হুম ভাই দীপ্র B-) :-/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.