নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএম মিন্টু ব্লগার

আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা,

এমএম মিন্টু

সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।

এমএম মিন্টু › বিস্তারিত পোস্টঃ

এটা ঠিক না এটা ঠিক না

২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৬

এটা ঠিক না এটা ঠিক না ব্লগটিমের বিশেষ দৃষ্টি আকর্ষন দেখা যাচ্ছে ইদানিং বিশেষ করে একই লোক দের লেখাগুলো নিরর্বাচনি পাতায় নেওয়া ।

এটা ভাই কোন নিয়ম নাকি আপনেরা নিজেরাই নিয়ম করেছেন ।

আপনেরা যদি শুধু নিজেদের নিয়মে ব্লগ চালাতেই চান তাহলে

আপনাদের ব্লগের যে একাউন্ট খোলার ট্যাব সেটি বন্ধ করে দেন ।



তাহলে শুধু আপনেরাই লেখবেন আর আপনেরাই পড়বেন এবং আপনেরাই বড় বড় শ্রেষ্ঠ ব্লগার হবেন ।

আসলে সত্য কথা বলতে কি ব্লগটিম ভাই এ বিষয় গুলো নিয়ে কথা বলতে খুবই খারাপ লাগে ।



কারন আমরা আবার অশিক্ষিত মূর্খ ব্লগারতো তাই



আপনাদের এখানে আবার সত্য বললেও ঝামেলা ।



তবে চলুক আপনাদের নিয়ম আপনাদে পরিবেশ

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫১

আহমেদ জী এস বলেছেন: এমএম মিন্টু ,




ব্লগটিমের জন্যে এটা ঠিক না

দেখছি কবিতা হলেই তা নির্বাচিত পাতায় যায় । এটা ঠিক না

ব্লগটিমের সীমাবদ্ধতা আছে মেনে নিলেও বাছাই এর ক্ষেত্রে যথাসম্ভব নিরপেক্ষ না থাকতে পারাটাও একটি ত্রুটি । এটা ঠিক না ।

নির্বাচিত পাতাতে ঠাঁই পাওয়ার যোগ্য লেখা কোনটি এটা বুঝতে হলে ব্লগটিমকে আরো সতর্ক হতে হবে , যা তারা প্রায়ই পেরে ওঠেন না । এটা ঠিক না

তবে চলুক আপনাদের নিয়ম আপনাদে পরিবেশ ....... এটা এভাবে বলাও বোধহয় ঠিক না

তবে ব্লগ চলবে সবাইকে নিয়ে মিলেমিশে ... এটা ঠিক ।

২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৮

এমএম মিন্টু বলেছেন: হুম সহমত

শুধু রাজনীতি ছাড়া ভালো থাকবেন। সকলের ঐক মত চাই না হলে হরতাল চলবে..................... :P :P

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৪

প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ

২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২০

এমএম মিন্টু বলেছেন: মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১১

খেলাঘর বলেছেন:


আমি কখনো নির্বাচিত পাতায় যাবার সুযোগ পাই না।
'সকল পোস্ট' আমার 'ডিফলটেড' পেইজ।

২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৮

এমএম মিন্টু বলেছেন: ইনশাল্লাহ আপনি এর পর থেকে পোষ্ট দিয়ে মানীয় ব্লগ সংসদকে জাননিয়ে দিবেন দেখবেন আপনার পোষ্ট নির্বাচিত পাতায় গেছে । B-) ;) :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.