![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।
জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে সংবাদ শিরোনাম হওয়া ঢাকাই চলচ্চিত্রের উঠতি নায়িকা নাজনীন আক্তার হ্যাপী রাজধানীর মিরপুর মডেল থানায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তার নিজের নিরাপত্তার জন্য সাধারণ ডায়েরি (জিডি নম্বর-২২৮৭) করেছেন।
আমাদের সময়কে এদিন হ্যাপী বলেন, কয়েক দিন ধরে মামলা তুলে নেওয়ার জন্য মুঠোফোনে আমাকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। দু-এক দিনের মধ্যে মামলা তুলে না নিলে অপহরণ ও গুম করে ফেলা হবে বলেও ভয় দেখানো হচ্ছে। বাসা থেকে বেরোলেই বড় ধরনের ক্ষতি করবে বলে বলা হচ্ছে। ফোনে হুমকিদাতার পরিচয় জানতে চাইলে বলছে, ‘আপনার শুভাকাক্সক্ষী’। হ্যাপী বলেন, আমি মনে করি, রুবেলই এসব করাচ্ছে। এ কারণে থানায় বিষয়টি জানিয়ে রাখলাম। আমার আইনজীবী অ্যাডভোকেট তুহিন হাওলাদারের পরামর্শক্রমে জিডি করলাম।
হালে দেশব্যাপী আলোচনায় আসা হ্যাপীর ফরেনসিক রিপোর্ট বলছে, তিনি ধর্ষণের স্বীকার হননি। তাই রুবেলের বিরুদ্ধে করা মামলা তুলে নেবেন কি না, এমন প্রশ্নে তিনি বলেন, মামলা তুলে নেওয়ার প্রশ্নই ওঠে না। ন্যায় বিচার পাওয়ার আগ পর্যন্ত যতদিন বেঁচে থাকব ততদিন মামলা চলবে। ফরেনসিক রিপোর্টের বরাদ দিয়ে কিছু গণমাধ্যম বিভ্রান্তিকর ও রুচিহীন সংবাদ পরিবেশন করছে, যা ফরেনসিক প্রতিবেদনে নেই বলেও মন্তব্য তার।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর বিকালে অভিনেত্রী হ্যাপী ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে মিরপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন। গত বুধবার সন্ধ্যায় হ্যাপীর ফরেনসিক রিপোর্ট মিরপুর থানায় পৌঁছায়।
২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৫
এমএম মিন্টু বলেছেন: তাতো ১০০% শুধু শুধু কিছু মানুষকে হয়রানি
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২১
বাড্ডা ঢাকা বলেছেন: কেন সে কি দেশের প্রধান মন্ত্রী
২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৫
এমএম মিন্টু বলেছেন: মনে হয় তাই
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪
মামুন ইসলাম বলেছেন: ভাল সংবাদ
২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৬
এমএম মিন্টু বলেছেন: গুড নিউজ
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৫
নিয়ামুল ইসলাম বলেছেন: এই মামলা এমনিতেই খারিজ হয়ে যাবে, আজাইরা ফাজলামোর জিডি করে আর কি।