নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএম মিন্টু ব্লগার

আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা,

এমএম মিন্টু

সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।

এমএম মিন্টু › বিস্তারিত পোস্টঃ

ক্যাটরিনা আপু বিশ্বাস করেন নতুন বছরে সে সুপার হিত করবে

২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৩

ক্যাটরিনা আপুকে হয়তো এ প্রজন্মের সবচাইতে প্রতিভাবান অভিনেত্রী বলা হয় না। কিন্তু বর্তমান সময়ে ক্যাটরিনা আআপুর কোনো ছবিতে থাকা মানেই সেই ছবির সাফল্য অবধারিত। জানা গেছে, গত বছরের মতো আসছে বছরেও সাফল্যের রেশ ধরেই এগিয়ে যেতে চান এই অভিনেত্রী।

আর নতুন বছরের নতুন ছবিগুলো নিয়ে দারুণ আত্মবিশ্বাসী ক্যাটরিনা নিজেও। ক্যাটিনা আপু বলেন নতুন বছরে আমার নতুন ছবিগুলো নিয়ে আমি সত্যিই আশাবাদী। বছরের শুরুতেই কয়েকটি ছবির কাজ শুরু হবে। ছবিগুলো হচ্ছে ফিতুর ফান্টম এবং জাজ্ঞা জাসুস। আসলে ছবিগুলোর গল্পের জন্যই আমি এত আশাবাদী। আমি চেষ্টা করবো আমার সেরা কাজটাই আমার ভক্তদের উপহার দিতে।

ধুম থ্রী ছবির এই তারকা আরও বলেছেন আমি কখনোই এমন কোনো ছবিতে কাজ বা অভিনয় করি নাই যে চরিত্রটি আমার সাথে আমার সাথে মিলে যায় না। ছবি নির্বাচনের ব্যাপারে আমি যথেষ্ট যত্নশীল। আমি কখনোই পর্দায় দর্শকদের বিরক্তের কারণ হতে চাই না।

নতুন বছরে রণবীর কাপুরের সাথে তার বিয়ের সম্ভাবনার কথা জানতে চাইলে অবশ্য মুখ খুলতে নারাজ ক্যাটিনা আপু ।তিনি আর বলেন সাংবিদকদের কাছে এই বিষয়ে আমরা এখনো কিছু চিন্তা করিনি। এমন কিছু হলে নিশ্চয়ই সবাই জানতে পারবে ।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৬

অপূর্ণ রায়হান বলেছেন: হেহেহে মিন্টু ভ্রাতা, ২য় ছবিটা দেইখা এই শীতেও উষ্ণতা অনুভুত হইতেছে ;)

২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৭

এমএম মিন্টু বলেছেন: যদি বেশি অনুভুত মনে তাহলে কেটে দেই ছবিটা কি বলেন ভ্রাতা :P :P

আমারতো শীত নাই গরম নাই :P :P

আননের লজ্জা সরম নাই :P :P

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৩

অপূর্ণ রায়হান বলেছেন: আরেহ ভ্রাতা, বিব্রত হন ক্যান!
আমি না তালেবান, না প্রসাশন, না চুশিল!

আমার তো ভালোই লাগসে ;) তাছাড়া ক্যাট আফার আমিও ন্যাশনাল ফ্যান! :)

২৭ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২১

এমএম মিন্টু বলেছেন: না ভয়তো আপনেরে পাই না পাই দেশের বিশেষ লোকদের

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৬

এমএম মিন্টু বলেছেন: এভাবে বারে বারে আমাকে জেনারেল করা ঠিক না ।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৬

অপূর্ণ রায়হান বলেছেন: আপনি সুন্দরবনে গিয়ে 'কিছু মিছু' সংগ্রহ করে আনেন! বনেরও উপকার হবে, আপনারও B-)

২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০১

এমএম মিন্টু বলেছেন: আই সুন্দরবন চিন্তামনত ভ্রাতা আননে আর লগে যাইবেন নি ;) B-)

চিন্তার কোন কারন নাই আমি আপনাগো এই ব্লগে আর পোষ্ট দিিমুনা । অলড্যা বেষ্ট ভাল থাকুন অপূর্ণ রায়হান ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.