নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএম মিন্টু ব্লগার

আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা,

এমএম মিন্টু

সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।

এমএম মিন্টু › বিস্তারিত পোস্টঃ

প্রেমের জন্যই আপনার বন্ধুত দরকার

২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৫



বিষয়টি শুনতে অদ্ভুত শোনা গেলেও ঘটনা অনেকটা সত্য ও চিন্তার বিষয় । এই বিষয়টি নিয়ে অনেক চিন্তা ও গভেষণার পরে বিষেষজ্ঞরা

বলেছেন আজ কাল আমাদের চলার পথে যখন একজন জীবন সঙ্গী পেয়ে যাই দেখা যায় অনেকে পরিবারের পষন্দ মতে বিয়ে করি আবার অনেকে আছি বিয়ে করার আগে প্রেম করি ।



তাই প্রেম করি যারা কথাটি তাদের জন্য । আমরা যখন প্রেম করি

তখন আমাদের জীবনটি কিছুটা হয়ে যায় ছন্নছাড়া ।

আমরা একজন আরেকজন ছাড়া তখন কিছুই বুঝি না ।



ছেলে হলে মনে করি ঐ মেয়েটিই আমার জীবন আমার মরন আমার সব । মেয়েদের বেলায় একই অবস্থা সেও মনে করে ঐ ছেলেটিই আমার জীবন মরন ঐ ছেলেটিই আমার সব।



আস্তে আস্তে দেখা যায় পরিবার পরিজন ও অনেক কাছের বন্ধুও তখন খুব দূরের হয়ে যায় । যা কখন সুস্থটার লক্ষন বলে মনে হয়না ।



আমি প্রেম করলেই বন্ধু বাানন্ধবের সাথে চলাফেরা বন্ধ করে দেব সেতাও কোন কথা নয়।



বরং আমার প্রিয় জনের মূল্য বুঝার জন্য অন্য বন্ধুর হেল্প অনেক সময় গুরুত্বপূর্ণ কাজে লাগতে পারে তা আমাদেরর মনে রাখতে হবে।



প্রেমিক প্রেমিকার সম্পর্কের চেয়ে একজন বন্ধুত সমম্পরর্ক অনেকটা গুরুতপূর্ণ । আপনে আমিি এমন অনেক কথা আছে যা ঘরের স্ত্রী বা কোন প্রেমিক ও প্রেমিকার সাথে শেয়ার করতে পারবেন না কিন্তু একজন ভাল বন্ধু থাকলে তার সাথে সব সুখ দুংখের কথাই শেয়র করা যাবে ।





মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৯

বাড্ডা ঢাকা বলেছেন: পড়লাম ভাল বলেছেন

২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৮

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: ২য় ভাল লাগা, বাননের প্রতি যত্নবান হওয়া দরকার।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৯

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৬

ব্লগার মাসুদ বলেছেন: লেখেছেন ভাল বিষয় নিয়ে তবে অনুগ্রহ করে সঙ্গী পরিবর্তে মনে হয় লঙ্গী লেখেছেন ঠিক করে দিন।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৯

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৮

আবু শাকিল বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৯

এমএম মিন্টু বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৮

এহসান সাবির বলেছেন: কেন জানি মনে হল আপনি ইচ্ছা করে শিরোনামে বানান ভুল করেছেন।

''বন্ধুত ধরকার''

পোস্ট দেওয়ার পরে নিজেও দেখেছেন, মন্তব্যের উত্তরও দিয়েছেন, ধরকার কারটা দরকার করেন নি।

দ থেকে ধ লেখা টা বেশি কঠিন।


আপনি রাগ করবেন না। জাস্ট আমার মনের কথা লিখে দিলাম।


শুভ কামনা রইল।

৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০০

এমএম মিন্টু বলেছেন: হুম তাইতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.