![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।
ইন্দিয়ান ভিসার কিছু তথ্য আজ যা শুনলাম তা ব্লগে শেয়ার করলাম।
আমরা অনেকে ইন্দিয়ান ভিসার টোকেনের কাজ করি ।
তার মধ্যে আজ গত কয়েক দিন যাবত কারই তেমন কিন্তু কোন কাজ ওঠছে না ।
এর কারন কি কেউ জানেন মনে হয় না । কিন্তু আমি জানি আমি আর জানি আগাামী আর গত পোনের দিনের মত যারা ব্রডব্যান্ড লাইন দিয়ে এ কাজ করেন তাদের ওঠবে না ।
কিন্তু যারা মডেম দিয়ে কাজ করেন তারা কাজ ওঠাতে পারবেন ।
মোটামুটি কিউবি মডেম আজ দুইদিন যাবত ভালোই কাজ দিচ্ছে ।
আমি নিজেও গত দুইদিনে তিনটি কাজ ঊঠিয়েছি।
৩০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩
এমএম মিন্টু বলেছেন: হুম হুম ভাল থাকবেন ।
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৬
রুমেল০৭ বলেছেন: ভাই ডেট লাগবে। আপনার নাম্বারটা দেয়া যাবে কি?
৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৬
এমএম মিন্টু বলেছেন: প্রতেক টোকেনে ২৫০০ টাকা লাগবে
৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১১
টু-ইমদাদ বলেছেন: দামটা বেশি হাকালেন. .
৩১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২২
এমএম মিন্টু বলেছেন: নারে ভাই কাজ করতে খবর হয়ে যায়।
৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৪
মামুন ইসলাম বলেছেন: ভাই মিন্টু ২০০০ করে দিলে চলে না
৩১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৪
এমএম মিন্টু বলেছেন: ভাই অল্প কিছু কম রাখা যাবে তবে দুইইশত টাকায় পারবো না।
৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪০
বাবলু বাবলু বলেছেন: ০১৭১৭৬৬৫৮৮৫
৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৪
এমএম মিন্টু বলেছেন: আমার মোবাইল নং ০১৯৬৫২১৯১২১
৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪১
ইসটুপিড বলেছেন: আপনার পেশা কি?
৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৫
এমএম মিন্টু বলেছেন: কম্পিউটার আইটি হার্ডওয়ার সাথে সকালের এই বনার্স পেশা ।
ভাল থাকবেন । হ্যাপী নিউ ইয়ার ।
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪১
নুর ইসলাম রফিক বলেছেন: ইন্দিয়ান / ইন্ডিয়ান