নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএম মিন্টু ব্লগার

আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা,

এমএম মিন্টু

সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।

এমএম মিন্টু › বিস্তারিত পোস্টঃ

আজ এম মিন্টুর শুভ জম্ম দিন । সবাইকে হ্যাপী বার্ডে ।

০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৪





সবাইকে নতুন ইংরেজি সালের শুভেচ্ছা।

আজ আমার জম্ম দিন । সবাইকে হ্যাপী বার্ডে ।

আসা করি নতুন বছরের শুরুতে শীতের এই সকালে সবাই ভাল আছেন । আমিও এই ফোরটুয়েন্টি চারশত বিশ নাম্বার ব্লগার মিন্টু আপনাদের দোয়ায় ভালো আছি । সবার আগে ধন্যবাদ সামুকে আমার নিজের মনে নাই কিন্তু সামুতে সকালে লগিন করে ডুকতেই দেখি তারা আমাকে আমার জম্ম দিনের শুভেচ্ছা পাঠিয়েছে তাই তাদেরকে ধন্যবাদ ।



তাই কৃতপক্ষ সহ সকল ব্লগার ভাই বোনদের জন্য কিছু কেক খানাপিনার আয়োজন ।







ভাই চিন্তার কোন কারন নাই আর ইনশ্লাহ কারো কম হবে না ।

কেউ আধা পেটি খাবেন না । সকলে পেট ভরে কেক চেনাচুর পানি খাবেন ।







আরে ভাই উঠে পড়ছেন কেন আয়োজন ছোট হলেও খাবার সট পড়বে না বসুন বসুন যার যার সিটে বসে পড়ুন ।



এইগো দেখছেননি খুব উন্নত মানের আয়োজন তাই জম্ম দিনে কেকের সাথে আপনাদের সাদা জন্য ভাত মাছ ভাজা ও বর্তা এবং কাচা ঝালের ব্যবস্থাও আছে ।



সর্ব শেষ দিয়ে দিলাম আমার ছবি ।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৯

অপূর্ণ রায়হান বলেছেন: যাক খানাপিনা খেয়ে শুভ জন্মদিন না জানাই কিভাবে! :) এবং শুভ নববর্ষ !:#P

০১ লা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

এমএম মিন্টু বলেছেন: শুভ নববর্ষ । B-) ;)

২| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:০৫

কালের সময় বলেছেন: শুভ জম্ম দিন মিন্টু ভাই ।

০১ লা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

এমএম মিন্টু বলেছেন: শুভ নববর্ষ ;) B-)

৩| ০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪১

তুষার কাব্য বলেছেন: শুভ জম্ম দিন মিন্টু ভাই সাথে নতুন বছরের শুভেচ্ছা...

০১ লা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

এমএম মিন্টু বলেছেন: শুভ নববর্ষ ;) B-)

৪| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৩

সুমন কর বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।

নতুন বছরের শুভেচ্ছা।

০২ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪২

এমএম মিন্টু বলেছেন: দাদা নতুন বছরের শুভেচ্ছা থাকলো অনুগ্রহ করে ভাল থাকবেন ।

৫| ০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪১

ডানাভাঙ্গা চিল বলেছেন: মিন্টু ভাই আপনি সামুর নানা সমস্যা নিয়ে মাঝে মাঝেই নানা অভিযোগ করেন।
ব্লগার কান্ডারি অথর্ব এবং নির্বাচকদের প্রতি আমার প্রশ্ন

এই পোস্ট টিতে কোন খারাপ ভাষা নেই, তবু ও প্রথম পাতা থেকে নাইয়ে দেয়া হয়েছে।

০২ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৪

এমএম মিন্টু বলেছেন: কি আর কমু ভাই আমরা মনে হয় আর মানুষ হতে পরলাম না ।

৬| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৭

খেলাঘর বলেছেন:


জন্মদিনের শুভেচ্ছা; ভালো থাকুন।

০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২১

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই শুভ নব বর্ষষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.