![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।
যদি এমন হয় থিমটী কবিতা কাব্য ভরা ভীষন্নতা ।
ভাই অপূর্ণ রায়হান কেন আপনে অপূর্ণ মাঝে মাঝে শুনি আপনে খুজেন পুরী । আবার বলেন বয়স হতে হবে কমপক্ষে কুরি ।
আমার মনে হয় আপনার বয়স হবে ১৫ তবে কি আপনার জন্য খুজবো আমরা ৮০ বছরের বুড়ি
এইতো সেদিন এক পোষ্টের মাধ্যমে আমারে হুমকি চুমকি দিলেন ভাই ব্লগার আবু শাকিল ভাই আমারে ঢাকায় এসে দেখাবেন মজা তার হুমকি চুমকির ভয়ে আমি ভয়িত হোলাম ।
ভাই আপনি যদি আছেন ঢাকা বাড়ি থাকবে ফাকা তবে ভাবী ভোর রাতে ঘুম থেকে ওঠে কাঁদবে একা ।
আরেক ব্লগার ভাই খেলা ঘর সব সময় প্রতেকের পোষ্টে ডুকে করে মন্তব্য মনে হয় করে হাডুডু খেলা মনে হয় উনি চাইছে বসাতে ব্লগে
শুধু দন্দের মেলা উনি মনে হয় নতুন মডু বিষয়টি হয়ত অবহেলা
ব্লগার দাদা সুমন কর ব্লগে পোষ্ট দেয় কম কম
আচ্ছা দাদা আপনি পোষ্ট কম দন কেন
তবে কি বৌদিরে নিয়ে শুধু ভাবেন সারাক্ষন
আজ কাল অনেক দিন পরে দেখা যাচ্ছে আমাদের ব্লগার কবি সেলিম আনোয়ার ভাইকে কবিতা পোষ্ট মারছেন দুই একটি করে
আগেতো নিয়মিত পোষ্ট দিতেন এখন কেন ভাই পোষ্ট দেন কম কম তবে কিম ভাই ভাবীর সাথে মনের ভাব চলছে জমজমা জম ।
ব্লগার অষ্টম শ্রেনীতে পড়ুয়া ছাত্র লেখছেন ব্লগ অসাধারন
নামটি হলো তার আলম দীপ্র ।
লেখে চলেছেন অসাধারন তীভ্র তীভ্র ।
ভাই আপনে এত ভাল ভাল কাব্য দেন কেমনেতে
এগুলো কি শিখিয়ে দেয় ক্লাস নাইনে পড়া ছাত্রী ভাবীতে ।
০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৩
এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাইয়া আমাদের সকলের ইচ্ছাই যেন সামু পরিপূর্ণ করতে পারে সেই শুভকামনা করি।
২| ০২ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬
শাহরীয়ার সুজন বলেছেন: আপনের কবিতা পইড়া আটকে গেলো দম,এখন আমার দরকার আবে হায়াত জমজম!
০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৭
এমএম মিন্টু বলেছেন: দম আটকে গেলে কেমনে হবে
৩| ০২ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭
খেলাঘর বলেছেন:
ওহ, মড়ুরা পেছনে লেগে আছে; সেদিন পোস্ট প্রকাশ বন্ধ করে দিয়েছিল; তারপর ভেবেচিন্ত আবার নিজের থেকেই ঠিক করে দিল।
০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৮
এমএম মিন্টু বলেছেন: নাগো মডুরা ভালো না । মডুদের নিয়ে চলেন একদিন হরতাল ডাকি
৪| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৯
আবু শাকিল বলেছেন: এ্যাই রে --
নতুন বছরে এ ক্যামন কথা,আমি আবার কবে কাকে হুমকি দিয়েছি
ভারী মজা পেলুম গো দাদা
হ্যাপি নিউ ইয়ার মিন্টু ভাই ।
০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩০
এমএম মিন্টু বলেছেন: ভাই হ্যাপি নিউ ইয়ার । ভাল থেকেন । আর এখন একটু কম কম দেখি।
৫| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৮
জেরিফ বলেছেন: বাহ ! +++++
০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩০
এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভাল থেকেন ।
৬| ০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫১
তুষার কাব্য বলেছেন: ভালো লেগেছে ।
০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩১
এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাইয়া । ও পরে আর কোন ভ্রমন পোষ্ট ছেড়েছেন।
৭| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৯
কলমের কালি শেষ বলেছেন:
০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩০
এমএম মিন্টু বলেছেন: শুভ নববর্ষ
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৪১
ব্লগার মাসুদ বলেছেন:
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
খেলাঘর বলেছেন:
ভালো।
ব্লগ জমুক, বাংগালীরা যা ভাবেন তা যেন প্রকাশ করতে পারেন।
পড়লে মন্তব্য করি।