নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএম মিন্টু ব্লগার

আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা,

এমএম মিন্টু

সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।

এমএম মিন্টু › বিস্তারিত পোস্টঃ

আমার দুটি নয়নে ঝরে শ্রাবণের অশ্রু ধারা

০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৮



তোমার জন্য আমার দুটি নয়নে ঝরে শ্রাবণের অশ্রু ধারা

আজ বন্ধু পেলাম না তোমার সারা ।।

হয়ত আছো তুমি অনেক সুখে

আমি বেঁচে আছি বেদনা ভরা দুংখ নিয়ে এ বুকে ।।



অনেক দিন হয়নী দেখা তোমার সাথে

তাই হয়নী পাওয়া আদর তোমার হাতে ।।



বেঁচে আছি না মরে গেছি

নিলে না একবার খবর

যদি পাও সংবাদ এসো একবার

দেখে যেও শেষ বিদায়ে আমার কবর ।।



এক সময় ভেবেছিলাম কেঁটে যাবে দিন মোদের

করতে সুখের হাসাহাসি।।

ভেবেছিলাম দুজনের সারা জীবন কেঁটে যাবে থেকে পাশ্বাপাশ্বি

হায়রে হলো না মোদের সে ভাল বাসা আর বাসি ।



মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.