![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।
ব্লগের নতুন মডু না উনি বিলেন । আমারতো মনে হয় ব্লগে নতুন যে মডু এসেছে তার প্রোফাইল চেহারাটা আর মনের ভিতরটা এক রকম না ।
আসলে উনি একজন বিলেন । বিলেন না হলে আমার পোষ্টটি একেবারে নাই করে ফেলবেন কেন ।
আসা করছি খুব শিগ্রই আমার পোষ্টটি ফিরত দিয়ে দিবেন না হইলে বলে দিলাম কালকে পাঁচ তারিখ ব্লগে হরতাল দিমু ।
(কঃ) মডু ভাই আমার পোষ্টটি ফেরত দেন ।
এবার আমার আর রক্ষা নাই এই পোষ্টটিও কিছুক্ষন পরে এসে
সে ডাকাতি করে নিয়ে যাাবে আর আমাকে হয়ত জেনারেল করবে ।
তা বলছি কি মডু ভাই আমাদের ওপরে নজর যখন দিবেনই তখন
একটু সুনজরই দেন ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৫
এমএম মিন্টু বলেছেন: মডু ভাই কড়া হলে লাভ হবে না বেশি বাড়াবাড়ি করলে ব্লগে কাল পাঁচ তারিখ সকাল ছয়টা থেকে অনিিদিষ্ট কালের জন্য হরতা দিয়ে দেবো বলে দিলুম ভাই ।
হরতাল হরতাল ব্লগে হরতাল চলবে । আমাদের দাবী আমাদের দাবী মানতে হবে মানতে হবে ব্লগে কোন প্রকার দূরনীতি ও ঘুষ খাওয়া চলবে না মডুদের
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩১
সাদা মনের মানুষ বলেছেন: মডুগরে নিয়া যতো আলুচনা হবে ততই তারা ভিলেন থেকে হিরো হবে
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৬
এমএম মিন্টু বলেছেন: তাদের ব্লগে আর কোন কাজ নাইতো ভাই । মডুরা পেটে মনে হয় অনেক খিদে নিয়ে ব্লগে ডুকেন ।
শীতের দিন তাই হয়ত সকালে ভাবীরা নাষ্টা তৈরি করে দেয় না ।
তাই খালি পেটে পোষ্ট চিিবিয়ে খেয়ে হিরো হয়ে যান
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
কি পোস্ট দিছিলেন ভাই একেবারে নাই কইরা দিলেন।
নতুন মডু মনে খুব কড়া