![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।
বেশি বাড়াবাড়ি একে বারেই ঠিক না । পৃথিবীতে এমন অনেকে বেড়ে যেয়ে আবার কমেও গেছিলো ।
যেমন ধরা যাক সাদ্দাম হোসেনের কথা উনিও কম বাড়েন নাই কিন্তু কি হলো শেষে একদম শেষ ধংস হয়ে গেলেন ।
আমেরিকার বুসের বাবাও কম বাড়েন নাই কিন্তু শেষে কি হলো একে বারে ধংস হয়েগেলেন ।
আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাান উনি ও কিছু ভুল করেছিলে যার মাসুল হিসেবে তাকে তার শশরীরের রক্ত দিয়ে মরতে হলো ।
জিয়াউরহমান সেও দেশপ্রেমিক ছিলেন সেও হত্যা হলেন ।
প্রেসিডেন্ট এরশাদ সেও জোর করে একটানা ৯ বছর দেশ চালিয়েেছেন কিন্তু শেষে জেলে পঁচে শেষ হয়েগেলে ।
অথচ সৈরাচার হলেও বাংলাদেশের জন্য কোন ভাল কাজ করে থাকেন যদি তাহলে এরশাদই করেছেন। রাস্তার কাজ থেকেে শুরু করে উনি অনেক কাজই করেছেন ।
এখন চিন্তা আমাদের এই প্রিয় দুই নেত্রীকে নিয়ে কখন কে কোন বিপদে পরে যায় কে জানে কেননা তাদের মধ্যে ঝগড়া বিবাদ লাগিয়ে রাখছে নিশ্চই তৃত্বয় কোন পক্ষ তাদের সার্থ উদ্ধার করার জন্য ।
সূতারাং আমার মতামত অনুযায়ী কোন কাজই বেশি বাড়াবাড়ি ভাল না হয়ত এটা আমার মনের ভুল ধারনাও হতে পারে ।
তাই আমি মনে করি আপনেরা দুজন দয়া করে এক জায়গায় বসে দুজনের মধ্যে পরামর্শ করে দুজনের মনমতো দেশ চালান ।
না হলে আমরা নিরঅপরাধ সাধারন জনগনও মরবো সাথে আপনেরাও ক্ষমতা হারিয়ে ফেলতে পারেন এবং ক্ষমতা অন্য কোন তৃত্বিয় ব্যক্তির হাতে হয়ত চলে যাবে । প্লিজ আমাদের দিকে একটু তাকান । দেশেের সাধারন মানুষ গুলোর কথা একটু ভাবুন ।
আর নয় কোন নিঃ হত্যা আর নয় কোন বোমার আঘাত আমরা বাঁচতে চাই । আমাদের দয়া করে বাঁচতে দিন ।
আমি কোন রাজনীতি করি না তাই আমি রাজনীতি বুঝিও না
আমি শুধু মানুষের বেঁচে থাকার কথা বলতে চেয়েছি ।তাই দয়া
করে আমার লেখায় কোন ভুল থাকলে আমাকে সকলের
ক্ষমা করবেন ।
০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৪
এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য ।
আমাদের একটাই চাওয়া সকল রাজনীতি দলের কাছে আর তা হলো শান্তি ও আমাদের জীবনের নিরাপর্ত্তা
২| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১১
মদন বলেছেন: +++++++++
০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৫
এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন ।
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩০
পদ্মা_েমঘনা বলেছেন: +++++++
০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৬
এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য ভালো থথাকবেন ।
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ৭২- ৭৫ এর পদধ্বনি!!!
পাকি আমলৈ ছিল ইয়াহিয়ার স্বৈরাচার!!!
গণমানুষৈর রায়ের প্রতি ভ্রুক্ষেপহীন ইয়াহিয়া ভূট্টো বাংলার মানুষকে ক্ষমতা আর পুলিশ আর্মি দিয়ে দমন করতে চেয়েছিল
স্বাধীন বাংলাদেশে আজ কি তাদের প্রতাত্মা ভর করে নি???
কিন্তু ৭১্ এ পাকি স্বৈরাচার যেমন পারেনি...
আজও তারা পারবে না!!!!
০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৭
এমএম মিন্টু বলেছেন: ধন্যবাাদ সাথে থাকার জন্য ভালো থাকবেন সবসময় ।
৫| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫০
কালের সময় বলেছেন: কেন ভাই বেশি বারাবারি করলে কি হবে ।
:
০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৯
এমএম মিন্টু বলেছেন: যা কইছেন একবারই কইছেন দুইবার আর কওয়ার চেষ্টা করবেন না । মানুষের জীবনের নিরাপদ কেওই দিতে পারছেন না ।
না পারছে সরকার না পারছেন বিরধী দল ।
৬| ০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৪
কলমের কালি শেষ বলেছেন: ব্যাপক বলেছেন ভাই । +++++
০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩১
এমএম মিন্টু বলেছেন: কিছুই বলি নাই ভাই । শুধু সাধারন মানুষকে বাচতেে বলেছি
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০১
কিবর বলেছেন: সহমত