নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএম মিন্টু ব্লগার

আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা,

এমএম মিন্টু

সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।

এমএম মিন্টু › বিস্তারিত পোস্টঃ

আমার কাছে ভালো লাগা সেরা কয়েকটি কবিতাঃ

০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১০



কবিতাঃ কবর
কবিঃ জসীমউদ্দীন।

এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে
তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নে জলে ।
এতটুক তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ
পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক।

এখানে ওখানে ঘুরিয়া ফিরিয়া ভেবে হইতাম সারা,
সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা ।
সোনালী ঊষায় সোনামুখ তার আমার নয়ন ভরি
লাঙল লইয়া খেতে ছুটিতাম গাঁয়ের ও পথ ধরি ।

যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত
এ কথা লইয়া ভাবি সাব মোরে তামশা করিত শত।
এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে
ছোট খাট তার হাসি ব্যাথা মাঝে হারা হয়ে গেনু দিশে ।

বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা
আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলীর গাঁ ।
শাপলার হাটে তরমুজ বেচি ছ পয়সা করি দেড়ী
পুতির মালা একছড়া নিতে কখনও হত না দেরি।

দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাঁটে
সন্ধাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ি বাটে ।
হেস না হেস না শোন দাদু সেই তামাক মাজন পেয়ে
দাদি যে তোমার কত খুশি হত দেখতিস যদি চেয়ে ।

নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে
পথপানে চেয়ে আমি যে হেথায় কেঁদে মরি আঁখিজলে ।
আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়
কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝঝুম নিরালায় ।

হাত জোর করে দোয়া মাঙ দাদু আয় খোদা দয়াময়
আমার দাদির তরেতে যেন গো ভেস্ত নসিব হয়।
তারপর এই শুন্য জীবনে যত কাটিয়াছি পাড়ি,
যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি ।





কবিতাঃ আমাদের এই বাংলাদেশ
কবিঃ সৈয়দ শামসুল হক
সূর্য ওঠার পূর্বদেশ
বাংলাদেশ।
আমার প্রিয় আপন দেশ
বাংলাদেশ
আমাদের এই বাংলাদেশ।

কবির দেশ বীরের দেশ
আমার দেশ স্বাধীন দেশ
বাংলাদেশ।
ধানের দেশ গানের দেশ
তের শত নদীর দেশ
বাংলাদেশ ।
আমার ভাষা বাংলা ভাষা
মা শেখালেন মাতৃভাষা
মিষ্টি বেশ।

মনের ভাষা জনের ভাষা
এই ভাষাতে ভালোবাসা
মায়ের দেশ ।
বাংলাদেশ
আমাদের এই বাংলাদেশ।

ছড়া
কবিঃ আহসান হাবীব
হাটে যাব হাটে যাব ঘাটে নাই নাও
নিঘাটা নায়ের মাঝি আমায় নিয়ে যাও।

নিয়ে যাব নিয়ে যাব কত কড়ি দেবে
কড়ি নেই কড়া নেই কিবা নেবে

সোনা মুখে সোনা হাসি তার কিছু দিও
হাসিটুকু নিও আর খুশিটুকু নিও।

কবিতাঃ চল চল চল
কবিঃ কাজী নজুরুল ইসলাম।

চল চল চল
ঊর্ধ্ব গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণীতল
অরুণ প্রাতের তরুণ দল
চলরে চলরে চল
চল চল চল ।।

উষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা টুটাব তিমির রাত
বাধার বিন্ধ্যাচল ।

নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশ্মশান
আমরা দানিব নতুন প্রাণ
বাহুতে নবীন বল।

কবিতাঃ তালগাছ
কবিঃ গুরু রবীন্দ্রনাথ ঠাকুর

তালগাছ এক পায়ে দাড়িয়ে
সব গাছ ছাড়িয়ে
উঁকি মারে আকাশে।
মনে সাধ কালো মেঘ ফুঁড়ে যায়
একেবারে উড়ে যায়
কোথা পাবে পাখা সে।

তাই তো সে ঠিক তার মাথাতে
গোল গোল পাতাতে
ইচ্ছাটি মেলে তার
মনে মনে ভাবে বুঝি ডানা নেই
উড়ে যেতে মানা নেই
বাসাখানি ফেলে তার ।

সারাদিন ঝরঝর থথুর
কাঁপে পাতা পত্তুর
ওড়ে যেন ভাবে ও
মনে মনে আকাশেতে বেড়িয়ে
তারাদের এড়িয়ে
যেন কোথা যাবে ও ।

তার পরে হাওয়া যেই নেমে যায়
পাতা কাঁপা থেমে যায়
ফেরে তার মনটি
যেই ভাবে মা যে হয় মাটি তার
ভালো লাগে আবার
পৃথিবীর কোণটি ।।

কবিতাঃ আদর্শ ছেলে
কবিঃ কুসুম কুমারী দাশ।

আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে।
মুখে হাসি বুকে বল তেজে ভরা মন
মানুষ হতেই হবে এই যার পণ ।

বিপদ আসিলে কাছে হও আগুয়ান
নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ
হাত পা সবারই আছে মিছে কেন ভয়
চেতনা রয়েছে যার সে কি পড়ে রয় ।

সে ছেলে কে বল কথায় কথায়
আসে যার চোখে জল মাথা ঘুরে যায়
মনে প্রানে খাটো সবে শক্তি কর দান
তোমরা মানুষ হলে দেশের কল্যাণ ।

মন্তব্য ৩৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো সংগ্রহ!!

০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৪

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাইয়া । ভাল থাকবেন সবসময় ।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩২

ওয়্যারউলফ বলেছেন: স্মৃতী জাগানিয়া।

০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৬

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই । সামনের পোষ্টে এরকম আরো কিছু কবিতা নিয়ে লেখা আরো কয়েকটি পোষ্ট আসবে । ভাল থাকবেন ।

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার কবিতাগুলো। বিশেষ করে কবর'টা আমার খুব প্রিয়।

০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৯

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাইয়া । সামনের পোষ্টে এরকম আরো কিছু কবিতা নিয়ে আসবো । সে পযন্ত অবশ্যই ভাল থাকবেন।

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১১

বিদ্রোহী বাঙালি বলেছেন: অনেক দিন আগে পড়া। নূতন করে পড়ার সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ। কবর কবিতাটি আমারও খুব প্রিয়। এক সময় আবৃত্তি করেছিলাম। সেই সূত্রে এখনো অনেক খানি মুখস্থ রয়ে গেছে। পোস্ট ভালো লাগলো।

০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৭

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন ।

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১০

কাবিল বলেছেন: ভাল সংগ্রহ
আমারও একই কথা

কবর কবিতাটি আমারও খুব প্রিয়।

বিশেষ করে দাদুর দাদীর প্রতি যে ভালবাসা ------- এ এক অন্য রকম ভাল লাগা

০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৬

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন ।

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

আবু শাকিল বলেছেন: অনেক দিন পর পরিচিত কবিতা পড়লাম।

ভাল লাগলো ।

০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫০

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ আবু শাকিল ভাই ভালো থাকুন ।

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫১

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই ভালো থাকুন ।

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

বাড্ডা ঢাকা বলেছেন: চমৎকার পোষ্ট ৩য় ভালো লাগা রেখে গেলাম মিন্টু ভাই ।

০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫২

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন ।

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

ব্লগার মাসুদ বলেছেন: পড়ে ভাল লাগলো ।

০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫২

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন ।

১০| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

সুফিয়া বলেছেন: ধন্যবাদ ভালো লাগা কবিতাগুলো পুণরায় পড়ার সুযোগ দেয়ার জন্য।

০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৩

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ আপু ভালো থাকুন ।

১১| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৬

সুমন কর বলেছেন: চমৎকার শেয়ার।

০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৯

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ সুমন কর দাদা । ভাল থাকুন

১২| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
সুন্দর কবিতাগুলো।

কবিতার শিরোনাম ও কবির নাম
বোল্ড এবং আন্ডারলাইন করে পৃথক
করে দিলে আরও সুবিধা হবে পড়তে।

ভালো থাকুন ভ্রাতা।

০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৩

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন । আসলে ভাই আমি নতুন তাই অনেক কিছুই আমি জানি না । বোল্ড করে কিভাবে তা আমি জানি না । তবে একবার চেষ্টা করে দেখবো ।

১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৮

আলম দীপ্র বলেছেন: স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
সুন্দর কবিতাগুলো।

কবিতার শিরোনাম ও কবির নাম
বোল্ড এবং আন্ডারলাইন করে পৃথক
করে দিলে আরও সুবিধা হবে পড়তে।

ভালো পোস্ট ভ্রাতা !

০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৫

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ দীপ্র ভাইয়া ভালো থাকুন । আসলে দীপ্র ভাই আমি অনেক কিছুই জানি না । বোল্ড করে কিভাবে তা আমি জানি না । তবে একবার চেষ্টা করে দেখবো

১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৩

তাসজিদ বলেছেন: চমৎকার সব কবিতা একসাথে।
+++++++++

০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৬

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন ।

১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:৩১

ডি মুন বলেছেন:
শেয়ার করার জন্য ধন্যবাদ

+++

০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৮

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ মুন ভাই ভাল থাকুন সব সময় ।

১৬| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৮

তুষার কাব্য বলেছেন: প্রিয় কয়েকটা কবিতা...আরো বড় হতে পারত সংকলন ...

০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৫

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ তুষার ভাইয়া ভালো থাকুন ।

১৭| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৫

আমি অথবা অন্য কেউ বলেছেন: এগুলো পড়েই আমাদের বেড়ে ওঠা।

০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৭

এমএম মিন্টু বলেছেন: শুধুই স্মৃতির মায়া । মন্তব্যে ধন্যবাদ । ভাল থাকবেন সব সময়

১৮| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৮

কলমের কালি শেষ বলেছেন: পুরনো দিনের স্মৃতি মনে পড়ে গেল । +++++++

০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৬

এমএম মিন্টু বলেছেন: হ্যা ভাই আমিও চাই সকলকে মাঝে মাঝে সেই পুরনো দিনগুলোকে মনে করিয়ে দিতে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.