![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।
ব্লগে যখন বসি তখন আমার মাঝে মাঝে ব্লগের ব্লগার ভাইদের ও বোনদের নিয়ে আমার মাথায় ভিবিন্ন কি সব আজে বাজে আওল ফাউল চিন্তা ভাবনা হয় আর বাউলদের মতো মনের ভিতরে শুধু বাউলা গীত বাজে ।
একেক সময় মনে হয় ব্লগে লেখে কি লাভ হবে আমিতো কোন দিনও কাজীনজরুল হতে পারবো না আমিতো কোন দিন রবীন্দ্রনাথ হতে পারবো না আমিতো জসিমউদ্দীন হতে পারবো না ।মোট কথা আমি কোন দিন না হতে পারবো কবি না হতে পারবো কোন ব্লগার ।
আবার এ কথাও ভাবি আমিও হয়ত বা লেগতে লেখতে কোন একদিন লেখক হতে পাড়ি । হতে পাড়ি ব্লগার কেন না একটি প্রাভাত আছে কিন্তু লেখতে লেখতে লেখক আর খেলতে খেলতে খেলক । একবার না পাড়িলে দেখ শতবার ।
যাই হোক আমি লেখক হতে না পাড়ি বা ব্লগার না হতে পাড়ি
আপনেরাতো ব্লগার বা লেখক হয়েছেন তাতেই চলবে ।আপনাদের লেখা ভাল ভাল গল্প কবিতা গুলো পড়বো আর মাঝে মাঝে নিজেও দু একটি করে লেখা দেওয়ার চেষ্টা করবো ।
যাই হোক অনেকক্ষন আমি একা একা বক বক করে চলেছি এবার আপনেরা কিছু বলুন আমি শুনি ও তার আগে আরেকটু প্যচাল মারি দয়া করে কেও আবার আমার নামে কৃতপক্ষের কাছে বিচার দিবেন না । তাহলে উনারা আমাকে ব্যান করে দিবে নয়ত ব্লক করে দিবে । ভাই আমি জানি আমি এই ব্লগে ব্যান হয়ে গেলে বা ব্লক হয়ে গেলে আপনার কিছু আসবে বা যাবে না । কিন্তু আমার আসবে যাবে কেননা আমি ব্লক বা ব্যান হয়ে গেলে কোনদিন এই ব্লগে পোষ্ট বা কোনদিনও কোন মন্তব্য করতে পারবো না ।
যাই হোক ভাইজানেরা এবার কিছু কথা বলে শেষ করবো আমার লেখা । কারন এখন পোষ্টের মূল কথাই আমি বলি নাই আপনাদের ।
পোষ্টের মূল কথাঃ
আচ্ছা ধরা যাক বাংলাদেশে অনেক চলচিত্র তৈরি হচ্ছে । তৈরি হচ্ছে নাটক ও টেলিফিলিম । কারো কারো কাহিনী অনেক অনেক ভাল হচ্ছে বা ভালো লাগছে । আবার কারো কারো কাহিনী সে রকম হচ্ছে না যা মোটেও ভাললাগে না ।
একটা নাটক বা ছবির তৈরি হয় কিনতু একজন গল্পকারের কাছ থেকেই । আমাদের মতো অনেক ব্লগার ভাই বোন বা অনেক নব লেখক আছেন যারা খুব ভাল ভাল গল্প লেখেন ।
অনেকে আছেন ব্লগে ভাল ভাল গীতি কাব্য ভাল লাগার মতো ভাল ভাল ছন্দও লেখেন ।
চলচিত্র প্রযেযক বা পরিচালক চাইলে আমাদের এই ব্লগের ব্লগার ভাইদের ও বোনদের কিছু লেখা পড়ে সেখান থেকে দু একটি গল্প বাছাই করে আপনাদের চলচিত্র বা নাটকে স্থান দিতে পারেন ।তাতে মনে হয় আসা করি আমি মহান আল্লাহুর নামে আপনাদের চলচিত্র বা নাটক গুলো অবশ্যই হিত করবে এবং চলচিত্র গুলোর বা নাটকগুলোর মান অনেক বেড়ে যাবে ।আর
একই সঙ্গে ব্লগের অনেক নব লেখক ভাল একটি স্থান দখল করে নিতে পারবে ।
তাই আমি তাদেরকে অনুরোধ করবো বিশেষ করে যদি চলচিত্রের সাথে জড়িত কোন ব্যক্তি এই ব্লগে থেকে থাকেন তাহলে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকলো চলচিত্রের প্রতিষ্ঠা বা চলচিত্র কৃতপক্ষদের কাছে আমাদের লেখা গল্প ও কবিতা গুলোর কথা বলুন ।কথায় আছে ছেলে মেয়ে না কাঁদলে নাকি মায়েও দুধ দেয় না ।সূতারাং আমাদের ভাল মন্দ আমাদেরই দেখতে হবে ।
যদি আমাদের দেশে গানের প্রতিযোগিতা করে সেখান থেকে কন্ঠ শিল্পি বেরকরে আনতে পারে যদি আমাদের দেশে চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা বা লাক্স সুপারস্টার চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা করে সেখান থেকে লোক বাছাই করে নায়ক নায়িকা বছাই করে তাদের দিয়ে নাটক বা চলচিত্র তৈরি করতে পারে ।
তাহলে আমাদের লেখা থেকে কেন নাটক বা চলচিত্র তৈরি করা যাবে না ।মন থেকে চাইলে বা একটু শুনজর দিলেই সব কিছু সম্ভব ।
আর তা না হলেও চলুন আমরা সকল ব্লগার মিলে বড় চলচিত্র তৈরি না করতে পারি অন্তত ছোট নাটকতো তৈরি করতে পারবো ।
আরে ভাই মূলত একটি নাটক তৈরি করতে সব থেকে বেশি ভূমিকা রাখে একজন গল্পকারের গল্প । আর তা ফুটিয়ে তুলে একজন অভিনেতা ও অভিনেত্রী তাদের অভিনয়ের মাধ্যমে ।
আসা করি আমাদের অনেক লেখক ভাই বোন আছেন যাদের দিয়ে অভিনয় করানোও সম্ভব ।
আর হ্যা ব্লগের মডু ভাইয়েরা আপনাদের কেও বলি মনে মনে আপনেরাও এ সব বিষয় নিয়ে একটু চিন্তা করে দেখবেন । আমার মনে হয় তাতে আমাদের সকলের জন্য কিছু একটা ফয়দা হতে পারে ।
১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:০৯
এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ আপনাকে
২| ১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৬
আবু শাকিল বলেছেন: ভাল আইডিয়া
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৩২
প্রবাসী পাঠক বলেছেন: অনেক ব্লগারদের লেখা গল্প থেকে নাটক নির্মিত হয়েছে। এই মুহূর্তে ব্লগার খেয়াঘাট ভাইয়ের কথা মনে পড়ছে। উনার গল্প নিয়ে নাটক প্রচারিত হয়েছে।