![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।
ভাই শুনছেন জি বলেন ।
জি বলছিলাম আপনি কেমন আছেন
জি ভালো আছি ।
আপনি কেমন আছেন `
জি এইতো ভালই আছি ।
অনেক দিন পরে দেখলাম ।
কখন এসেছেন
জি এইতো কালকে এলাম ।
এখন যে আগের মতো দেখি না ।
জি কেন দেখেন না ।
আপনার চোখের পাওয়ার কি কমে গেছে ।
জি চোখে দেখার কথা কে বলেছে
জি তাহলে কোন দেখার কথা বলেছেন
জি বলছিলাম ভাই আপনাকে
আগের মতো দেখি না বুকে ।
জি ছি ছি আপনি এ কি বলছেন
আমাকে আবার কোন দিন বুকে দেখলেন
কখনো কি ভেবে দেখেছেন
আমি আপনাকে কতটা শ্রদ্ধা করি
আর আপনি আমাকে বুকে দেখতে চাইছেন ।
দেত মশাই আমি কি আপনাকে
আমার বুকের কথা বলেছি
নাকি আমার বুকে দেখতে চেয়েছি
আমি আপনাকে ফেসবুকের কথা বলেছি ।
আপনি বলছেন কি
হ্যা আমি তাই বলছি জি ।
১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫১
এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাল খাকবেন ।
২| ১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১০
তন্ময় ফেরদৌস বলেছেন: জি, সবাই আছে এই বুকে
তাই ঢুকিনা ফেসবুকে
১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫২
এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাল খাকবেন ।
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৫
ইমতিয়াজ ১৩ বলেছেন: জি প্রথম ভাল লাগা।
জি ভাবছিলম কবিতা আবার জি বাংলায় গিয়ে শেষ হয় কি না ।