নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএম মিন্টু ব্লগার

আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা,

এমএম মিন্টু

সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।

এমএম মিন্টু › বিস্তারিত পোস্টঃ

****একটি ফটোব্লগঃ****

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৬







ইন্দোনেশিয়ার তৈরিকিত অদ্ভুত ডিজাইনের কয়েকটি বাড়ির ডিজাইন ।





উল্কা পতনে একটি সৃষ্ট গর্ত, অ্যারাইজোনা, যুক্তরাষ্ট্র এটা দেখা যায় ।

২০১৩ সালের সেরা বাড়ি ।

১০ (যৌথভাবে). টুর ক্যাপরি ডাইম : এ বিল্ডিংটিতে পরিবেশের দিকে ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছে। এতে রয়েছে জিওথার্মাল শক্তি ব্যবহারের ব্যবস্থা, সৌরশক্তি ও বিদ্যুৎসাশ্রয়ী আলোর ব্যবস্থা।



আর কি চাই দেখুন দেখুন এখন বিমানে তৈরি বাড়ি । কোস্টারিকার এই বাড়িটি তৈরি করা হয়েছে একটি ৭২৭ বিমানকে রূপান্তর করে।



বিশ্বের সব থেকে বড় গুহা । এখন এই গুহাটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে তা সীমিত পরিসরে ।



ফেসবুকের ডেটাবেজ সেন্টার।

নতুন ধরনের ডিজাইনের কারণে এ ডেটা সেন্টার আগের তুলনায় অনেক কম সময়ে সংশোধন করা যায়।

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:১২

দিশেহারা আমি বলেছেন: হুম, ভালো লাগলো।

আপনার প্রোফাইলের জাতীয় সংগীতের ৪ নম্বর ৫ নম্বর লাইনটা ঠিক করার অনুরোধ রইলো।
জাতীয় সঙ্গীত

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৭

এমএম মিন্টু বলেছেন: হুম................ধন্যবাদ ভাই :) B-) ;)

২| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৮

জাবের তুহিন বলেছেন: একেবারে প্রথম ছবিটা কোথাকার ?

১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:২১

এমএম মিন্টু বলেছেন: ইন্দোনেশিয়ার তৈরিকিত বাড়ি

৩| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৭

পরিবেশ বন্ধু বলেছেন: চমৎকার ছবিগুলু

১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:২২

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ বন্ধু

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৮

জুন বলেছেন: এমএম মিন্টু ৩ নং ভালোলাগা চমৎকার ছবি ব্লগে :)

১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪২

এমএম মিন্টু বলেছেন: .ধন্যবাদ আপু

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

সুমন কর বলেছেন: সুন্দর।

১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৮

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ দাদু

৬| ২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:৩২

কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ ছবি ব্লগ ।

২১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০২

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাইয়া । :) B-) B-) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.