নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএম মিন্টু ব্লগার

আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা,

এমএম মিন্টু

সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।

এমএম মিন্টু › বিস্তারিত পোস্টঃ

হ্যা আমরা ,,বেগম খহলেদা জিয়া,, প্রধান মন্ত্রী শেখ হাসিনা,,হুসাইন মুহাম্মদ এরশাদ ,,জামায়েত ইসলাম,,ও অনয যত রাজনীতি দলের নেতা কর্মী আাছেন আপনাদেরকেই বলছি

১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৯

দেশে আর কোন বোমা ফাটবে না । দেশে আর কোন ককটেল বিষ্ফরন ঘটবে না । দেশের আর কোন রাজ পথে গাড়িতে আগুন জ্বলবে না ।দেশের আর কোন নিরহ মানুষকে পুড়ে মরতে হবে না ।দেশের আর কোন নিরহ অসাহায় মানুষকে

নিরাপর্তার নামে থানায় বা জেল খানায় যেতে হবে না ।



এদেশে রমনা বতমুলে আর বোমা ফাটবে না।এদেশে ১১ আগষ্টের মতো আর কোন নেত্রীর জন সভায় গ্রেনেড হামলা হবে না ।



এদেশে আর কোন বিরুধী দল জন সভা ডাকলে তাদের বাধা দেওয়া হবে না । আর কোন নেত্রীর বাড়ির সামনে সিমেন্ট,বালু,ইট,রড,বুজাই ট্রাক দিয়ে তার বাড়ি অবরুদ্ধ করা হবে না ।



এদেশে আর হরতাল ডাকা হবে না । এদেশে আর অবরধ ডাকা হবে না । এ দেশে আর কোন অসহায় মানুষকে প্রেটোল বোমার আঘাতে কিংবা গাড়িতে বসে থেকে পুড়ে মরতে হবে না ।

এদেশে বিডিয়ার ক্যাম্পের মতো আর কোন বিডিয়ার সেনাবাহিনী সদস্য ও কোন বুদ্ধি জীবিকে কোন রেশারেশির কারনে মরতে হবে না ।



এদেশে আর কোন কুরানে আগুন দেওয়া হবে না । এ দেশে আর কোন ২০১৩ সালের ৫ই মের মতো কোন হেফাজত ইসলামের উপরে হামলা চালিয়ে নিরহ মানুষকে হত্যা করা হবে না ।



যদি এধরনের নিশ্চয়তা ১০০ পার্সেন দিতে পারেন তাহলে দেশ চালান । আর না দিতে পারলে আপনাদের কোন দলেরই অধিকার নাই এই বাংলাদেশে রাজনীতি করার ।

হ্যা হ্যা আমরা বাংলাদেশ আওয়ামীলিগ,বাংলাদেশ জাতীয় বাদী বি এন পি , জাতীয় পার্টি.,বাংলাদেশ জামায়েট ইসলাম ,,এবং অন্যান্য রাজনীতি দলের কর্ম বিন্দুকেই বলছি ।



কেননা আপনাদের ভুলব্রান্তি রাজীতি ও রেসারেসির রাজনীতির জালে পরে আর কেউ জীবন হারাতে চাই না ।

আপনেরা হাতে গোনা গোটা কয়েক জন লোক মিলে আপনাদের কাছে আমাদের পুরো দেশের সাধারন নিরহ মানুষ গুলোকে জিম্মি করে রেখেছেন ।



আমাদেরকে একটু দয়া করে এই জিম্মি থেকে মুক্তি দিন।

প্রতিদিন সকালে যখন ঘর থেকে বেরহই তখন মা বাবা ভাই বোন এবং শ্ত্রী সন্তানকে নিশ্চয়তা দিয়ে আসতে পারি না বিকেলে আর ঘরে ফিরবো কি না ।

তাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নাষ্টা শেষ করে ঘর থেকে কাজের উদ্ধেশে বের হওয়ার সময় আত্মিয় স্বজন মা বাবা ভাই বোন ও শ্ত্রী সন্তানদের কাছ থেকে একে বারে বিদায় নিয়ে বাহিরে বের হতে হচ্ছে ।কিন্তু এভাবে আর কত দিন বলুন । আপনেরাইতো মনে হচ্ছে এখন বাংলাদেশের সকল মানুষের আল্লা খোদা ভগবান ঈশ্বর সব কিছুই তাই আমাদের উপরে একটু দয়া করুন ।



আর যদি না পারেন তাহলে দেশ ছেড়ে পলান । আমাদেরকে একটু শান্তিতে থাকতে দিন ।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৪

এহসান সাবির বলেছেন: হুম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.