নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএম মিন্টু ব্লগার

আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা,

এমএম মিন্টু

সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।

এমএম মিন্টু › বিস্তারিত পোস্টঃ

সামুর ব্লগে আমার নিজের কথা।

১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৪

নিশ্চয় পোষ্টের শিরনাম দেখে আপনাদের বুঝতে বাকি নেই যে এটা একটা সম্পূর্ণ ক্যাচাল টাইপের পোষ্ট ।আসলে এই পোষ্টটিতে কোন ভেজাল নাই একেবারে নিরভেজাল আমার প্রিয় দুই একটি মানুষকে নিয়ে কিছু কথা বলছি আমার মনমতো ।



আমার দেখাদেখি আবার আপনেরা কেও কিন্তু এই ধরনের পোষ্ট দেওয়ার চেষ্টা বা সাহস কইরেন না তাহলে আপনার খবর আছে আপনাকে ব্যান করা হবে । X(



কারন আমার প্রিয় মানুষদের নিয়ে শুধু আমিই কথা বলবো এখানে তাদের নিয়ে নিশ্চয় আপনাদের কিছু বলার বা কোন অধিকার নাই । X(



ওমা এইতো সেদিন শিশু জিহাদকে নিয়ে যে পোষ্টগুলো এলো আমি সুন্দর করে সেই পোষ্টগুলোর একটি সঙ্কলন করলাম আর মনে মনে ভাবলাম নিশ্চয় আমার এই সঙ্কলনটি শুধু নির্বাচিত পাতায় না হয়ত সঙ্কলনটি স্টিকি করা হবে । =p~ :) B-)



ওমা আমি পোষ্টটি দিয়ে কিছুক্ষন সময়ের জন্য ব্লগ থেকে বের হয়ে বাহির থেকে তিন টাকার রং চা খেয়ে গুরে এসে ব্লগে ডুকে দেখি পোষ্ট স্টিকি আর নির্বাচিত পাতায় দুরের কথা আমার পোষ্টটি ব্লগের প্রথম পাতাতেই নেই ।এই অবস্থা দেখে মেজাজচ্ছটা সেইরম খারাপ হয়ে গেল । X(( X((



পরে দেখি ওটাকে প্রথম পাতা থেকে সরিয়ে ফেলেছে আমিও চুপচাপ বসে নেই আমি ঐ সময় যে কয়টি পোষ্ট এসেছে সবগুলো পোষ্টে ডুকে ইচ্ছা মতো মন্তব্যের ঘরে ডুকে মন্তব্যের

পরিবর্তে আমার ঐ পোষ্টটির প্রচার চালানো শুরু করলাম । =p~

ওমা কিছুক্ষন পরে আবার ব্লগের সেই অপ্রিয় ভিলেন মডু লোকটি আমার ব্লগে এসে আমাকে বলে গেলেন আপনি ব্লগের নিয়ম ভেঙ্গেছেন তাই আপনার পুরষ্কার হিসেবে আপনার উপরে নজর রাখা হবে । B:-) :-B তার পর আর কি করার সেফ থেকে প্রথমে জেনারেল তার পরে আর একধাপ নিচে মানে ওয়াচে পাঠিয়ে দিলেন :| :| কি করার পরে আমি রাগ করে আমার সেই পোষ্টটি ডিলেট করে দিলাম যাক পরদিন সকালে ব্লগে এক ডোজ মারার জন্য ব্লগে ডুকলাম আর ব্লগে ডুকে দেখি না আবার আমাকে সেফ করেছেন । =p~ =p~



আবার কয়দিন আগে আমি ইন্দিয়ান ভিসার টোকেনের কাজ চেয়ে একটি পোষ্ট দেই সেই পোষ্টাকে মডুরা একেবারে নাই করে ফেললেন । |-) |-)



আবার এইতো দুইদিন আগে একটি কবিতা দিয়েছিলাম ভাই কবিতার শিরনাম ছিলো বলবো কথা বাসর ঘরে । সেই কবিতাটি নিয়েও একেক জনের যে মন্তব্য পেলাম কেউ বলে সে নাকি মনে করেছে এটা বাংলা ছবির রিভিউ । আবার আমার প্রিয় ব্লগার আবুল সাকিল ভাই সে বললো তার নাকি এই বুড়ো বয়সে বাসর ঘরের রোগে ধরেছে । =p~ তাই আবু সাকিল ভাই আমাকে বললো ভাই মিন্টু তোমার কবিতা পড়ে আমারো নতুন করে আবার বাসর ঘরে যাইতে মুন চায় এটা আবার তোমার ভাবীরে বলো না । :P :P না না ভাই কখনই না আমি ভাবীকে কি বলতে পারি ;) আমিও ভাবীরে বলি নাই এখন যদি আমার এ পোষ্ট পড়ে যেনে যায় তাহলে কিন্তু সাকিল ভাই আমার দোষ নাই । !:#P !:#P

আমি আবার এধরনের পোষ্ট দেই বলে আমার প্রিয় নয় আমার অপ্রিয় আর আপনাদের প্রিয় সামুর ব্লগের প্রধান নেত্রী আমার সেই একই কবিতার পোষ্টে এসে আমাকে নোটিশ দিয়ে গেছে ।



ঐ নোটিশে আমাকে উনি বলেগেছেন আপনি কি এটা ব্লগিং করছেন ।আপনি একজন রেজিষ্টিশন হওয়া ব্লগার তাই আপনারও দায়ত্ব আছে ব্লগের প্লাটফরমের প্রথম পৃষ্টার নিয়ম ও সোন্দর্য বজায় রাখার । আপনাকে ধন্যবাদ । এ কথা শোনার পর আমার মনটা ভালও লাগলো =p~ আবার খারাপ লাগলো :| কারন আমি আবার কবিতায় কি ভুল লেখলাম আচ্ছা আমিও আপনাকে ধন্যবাদ দিলাম ।



। আমি বুঝলাম না আমার প্রিয় বুবুজান আমার ঐ কবিতাটির ভেতরে কি এমন ভুল পেলেন যে জন্য বুবুজান সরাসরি আমাকে নোটিশ দিয়ে সাবধান করে গেলেন । এবং আমি সঙ্গে সঙ্গে পোষ্টটি ডিলেট করে দিলাম ।কেননা বুবুজান যখন বলেছেন তখন নিশ্চয় বুবু আমার মিছে কথা বলেন নাই । ধন্যবাদ বুবুজান আপনাকে ।



ধন্যবাদ আপনাকে আমার নয় ব্লগারদের প্রিয় আপু আমার প্রিয় নানী ও আপনাকে তো জিজ্ঞাসা করাহলো না আপনাকে নানী বললাম বলে আবার এটা কোন নিয়ম বঙ্গ হয় কিনা । যাই হোক যদি নানী বলে ভুল করে থাকি নিজ গুনে অপরাধ মাফযনা করিবেন এই অভাগা নাতিরে । ঠিক আছে আমার নয় ব্লগারদের প্রিয় আপু আমার প্রিয় নানী দেট থুক্কু ভুলে গেছি বুবু ।



আমাদের দেশের কি আইনরে ভাই কাউকে আদর করে বুবু ডাকলে হয়ত থানা নয়ত জেল আবার কাউকে আদর করে আপু বা বুবুর পরিবর্তে নানী বা দাদী ডাকলে সে যদি কোন ব্লগ প্লাটফরমের প্রধান নেত্রী হয় তাহলে সাথে সাথে একে বারে ওয়াচে । হায় আল্লা তুমি আমাকে রক্ষা কর। এ যাত্রায় ব্লগে আবার এই পোষ্টটি দিয়ে কোন বিপদ জানি গাড়ে টেনে আনলাম । খোদা তুমি আমারে বাঁচাও । মনে হয় এবার একেবারে আমাকে ব্যান করে দেওয়া হবে । আচ্ছা যাই হোক আপনেরাতো বুঝতেই পারছেন হয়তো এই পোষ্টটির পরে আমি আর আপনাদের সামনে কোন পোষ্ট নিয়ে আসতে পারবো না । আর আপনাদের কোন পোষ্টে মন্তব্য করতে পারবো না ।



তাই আগেফাকে সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম । সবাই আননেরা আরে ক্ষমা করে কইরা দিয়েন । সবাই ভালো থাইকেন ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৩

এহসান সাবির বলেছেন: এই পোস্টে বানান ভুল নেই দেখছি, কিছু শব্দ ইম্প্রোভাইস করেছেন...... তবে ওটা কে বানান ভুল বলা যাবে না ;)

এর পর থেকে মনে হয় বানান ভুল ছাড়া পোস্ট পাব আমরা B-)

১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৭

এমএম মিন্টু বলেছেন: হয়ত হতে পারে ;) B-) :)

২| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

মামুন ইসলাম বলেছেন: :P :P :P :P =p~ =p~ :-P :-P :-P

১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৬

এমএম মিন্টু বলেছেন: B-) :) ;)

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২২

নাসরিন চৌধুরী বলেছেন: B:-)

১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৭

এমএম মিন্টু বলেছেন: কি ভাবছেন আপু :|| :||

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.