নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএম মিন্টু ব্লগার

আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা,

এমএম মিন্টু

সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।

এমএম মিন্টু › বিস্তারিত পোস্টঃ

মানুষ মানুষের জন্য

১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৯



খুবই কষ্ট লাগে এ ধরনের মানুষগুলোর জন্য । নিউজটা সংবাদ পত্রে পড়ে অনেক কষ্ট পেলাম । কেন এ ধরনের মানুষগুলোর পাশ্বে সরকার দাড়াতে পারেন না ।

প্রিয় দেশবাসী, অসহায় মোর্শেদা (২৩) এর জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তিনি দুরারোগ্য ব্যাধি ব্রেন টিউমারে আক্রান্ত। জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসা দেয়া হলে তাঁকে বাঁচানো যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু মোর্শেদার পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। নেত্রকোনার বারহাট্টা থানাধীন নোয়াগাঁও গ্রামে তাঁর বাড়ি। স্বামী শাহানূর আলমের আর্থিক অবস্থা খুবই খারাপ। তাঁদের সংসারে দু’ বছরের এক ছেলে সন্তান রয়েছে। বর্তমানে টাকার অভাবে তাঁর চিকিৎসা বন্ধ রয়েছে। মোর্শেদার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে। এমতাবস্থায়, এক সন্তানের জননী মোর্শেদার চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তাঁর অসহায় পরিবার। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে-০১৭১০১৭৪০৩৪(বিকাশ)। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে-শাহানূর আলম, সোনালী ব্যাংক, বারহাট্টা শাখা, নেত্রকোনা, হিসাব নং ৩৭৫৬। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।প্রিয় দেশবাসী, অসহায় মোর্শেদা (২৩) এর জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তিনি দুরারোগ্য ব্যাধি ব্রেন টিউমারে আক্রান্ত। জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসা দেয়া হলে তাঁকে বাঁচানো যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু মোর্শেদার পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। নেত্রকোনার বারহাট্টা থানাধীন নোয়াগাঁও গ্রামে তাঁর বাড়ি। স্বামী শাহানূর আলমের আর্থিক অবস্থা খুবই খারাপ। তাঁদের সংসারে দু’ বছরের এক ছেলে সন্তান রয়েছে। বর্তমানে টাকার অভাবে তাঁর চিকিৎসা বন্ধ রয়েছে। মোর্শেদার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে। এমতাবস্থায়, এক সন্তানের জননী মোর্শেদার চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তাঁর অসহায় পরিবার। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে-০১৭১০১৭৪০৩৪(বিকাশ)। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে-শাহানূর আলম, সোনালী ব্যাংক, বারহাট্টা শাখা, নেত্রকোনা, হিসাব নং ৩৭৫৬। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।

তো সবইতো পড়লেন দেখলেন শুনলেন আর এমন একটি সংবাদে নিশ্চই আপনার হৃদয়টাও একটু হলেও কেদে ওঠবে আসা করি ।

অথচ এ ধরনে লোকদের পাশ্বে রাষ্ট্র সরকার চাইলে যখন তখন দাড়াতে পারে

কিন্তু তারা দাড়ায় না ।



বিরধী দল সেও এ ধরনে দেশের সেবামূলক কাজে অংশগ্রহন করতে পারে কিন্তু করে না ।

সবই যেন দেশের আমরা সাধারন জনগন যারা আছি তা আমদেরই দায় ।

আচ্ছা আমরা ব্লগার যারা আসি তারা সবাই মিলে মাসিক পঞ্চাশ টাকা

করে দিয়ে একটি সুমতি খুলতে পারি না পরে সেই টাকা থেকে এধরনের

অসহায় মানুষকে দেওয়া হবে ।



তথ্য তথ্য

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৬

কালের সময় বলেছেন: দারুন পোষ্ট আসলে দেশের সকলকে এইসব কাজে এগিয়ে আসা উচিৎ

১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৬

এমএম মিন্টু বলেছেন: হুম তাইতো ................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.