![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।
শুনেছি এখন তুমিি হয়ে গেছ লাভ গুরু
এইতো বুঝি কাল থেকে তোমার সাতে আমার হবে প্রেম শুরু।
কি বলো তুমি আমার প্রেমে পড়বে
তাহলে যে তোমার দু নয়নে শুধুু নোনা অশ্রু ঝরবে ।
কি বলছো কেন কেন
আমি যে নই এখন প্রেমিক যেন তেন ।।
তবে তুমি যেনে রেখো আমি মেয়ে কাঁদলে
তুমিও কাঁদবে ছেলে ।
আমি মেয়ে হাসলে
তুমিও হাসবে ছেলে ।।
আমি মরলে
তুমি মরবে
আমি বাঁচলে
তুমি বাঁচবে
এই করলাম আমি প্রতিজ্ঞা শুরু
দেখি তুমি কত বড় হয়েছ লাভ গুরু ।।
তুমি যদি হও বন্ধু লাভের রানী
আমি তোমায় শোনাব প্রেমের বানী ।।
©somewhere in net ltd.