নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএম মিন্টু ব্লগার

আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা,

এমএম মিন্টু

সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।

এমএম মিন্টু › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ কৃষক শ্রমিক বাংলার জনতা ফোরাম

১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১১



এইযে ভূবনে আছে যত রাজপ্রাসাদ

কোন প্রাসাদই হতো না তৈরি

যদি না থাকতো রাজ শিল্পির হাত।



কত তাঁতি চালিয়ে নিচ্ছে তার তাঁত

কোন তাঁতই চলতো না

যদি না লাগাতো তাঁতি তার হাত ।



কৃষক যা জানে

না জানো তুমি

না জানি আমি

কৃষকের জন্য দেশটি আছে বেঁচে মোদের

এই কথাটাই বলে গেলাম তোমাদের ।

তাই বলছি তোমাদের

করো সম্মান কৃষক ভাইদের।





কৃষক শ্রম দেয় মাঠে

শ্রমিক শ্রম দেয় কলকারখানাতে

কুঁলি শ্রম দেয় নদীর ঘাঁটে

ঐক্য বদ্ধ্য শ্রমিক ভাইয়েরা রেখেছে হাত হাতে।



কোন দ্বিমত নাই তাতে।।

মোরা বাঙালী ভাই মাছ ভাতে।।



কৃষক শ্রমিক পায়না শত কষ্টের কাজে শ্রম দিতে

যদি ঠিকমত পায় শ্রম মূল্য তাতে ।



যতই তোমরা করনা যুদ্ধ অবিরাম

সকল ক্ষেত্রেই লাগবে কৃষক শ্রমিক বাংলার জনতা ফোরাম।







এটা কবিতার অংশ নয়।

বিশেষ কিছু কথা ফোরাম দেখে আবার কেও ভেবে নিবেন না এটা কোন দলীয় লেখা।

এটা একান্ত আমার ব্যক্তিগত ভাবনা ।

ধন্যবাদ সকল ব্লগার ভাইদের কবিতাটি পড়ার জন্য। চলুন সকলে ঐক্য বদ্ধ্য ভাবে পথ চলি ।



মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩১

বাড্ডা ঢাকা বলেছেন: ভালো বলেছেন। প্রথম প্লাস

২০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৩

এমএম মিন্টু বলেছেন: বাহহ আপনার ভাল লেগেছে শুনে আমারো ভাল লাগছে ।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেক অর্থপূর্ণ লেখা ।

প্রথম ছবিটা কোথাকার ভাই ?

২০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৪

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ কোন প্রশ্ন নই

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৮

কালের সময় বলেছেন: দারুন সুন্দর কবিতা কৃষক শ্রমিক জনতাকে নিয়ে লেখেছেন।

২০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৮

এমএম মিন্টু বলেছেন: আপণাদের কাছে ভালো লেগেছে শুনে ভালো লাগলো।।

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১১

সুমন কর বলেছেন: ভাল চেষ্টা।

২০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩১

এমএম মিন্টু বলেছেন: আপনারে ধন্যবাদ দাদুু । বৌদি ভালো আছে । নাকি বৌদি নেই :) :)

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৫

দর্পণ বলেছেন: দারুন কৃষক শ্রমিক ও জনতার কবিতা।

২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৬

এমএম মিন্টু বলেছেন: লেখক বলেছেন: আপনারে ধন্যবাদ ।:) :)

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ লিখেছেন ।

২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৮

এমএম মিন্টু বলেছেন: লেখক বলেছেন: আপনারে ধন্যবাদ ভাই। । :) :)

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৪

মামুন ইসলাম বলেছেন: চমৎকার লেখা ছোট ভাই মিন্টু !:#P !:#P

২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৯

এমএম মিন্টু বলেছেন: আপনারে ধন্যবাদ । :) :)

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০০

জসীম উদ্দীন মুহম্মদ বলেছেন: অনবদ্য লেখনি কবি! শুভেচ্ছা জানবেন ।

২৩ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৬

এমএম মিন্টু বলেছেন: কবিতা পড়ায় ধন্যবাদ । শুভকামনা থাকলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.