নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএম মিন্টু ব্লগার

আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা,

এমএম মিন্টু

সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।

এমএম মিন্টু › বিস্তারিত পোস্টঃ

দাদার কলেরা হয়ে মরলো এখন আমাকেও কলেরা রোগে মরতে হবে।

২১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

আজ কথায় কথায় এক পর্যায় আমার মা আমাকে বললো মিন্টু কিছু মানুষের বংশিয় রোগ থাকে তাই ঐ বংশের সকলকে ঐ একই রোগে মরতে হয় ।

যেমন ধর তোর দাদাার দাদা মরেছিল কলেরা রোগে তো তোর দাদাও মরেছিল

কলেরা রোগে ।



তো কি হয়েছে মা । কি আর হবে তগো বংশই হলো কলেরা রোগের তুইও মরবি

মনে হয় কলেরা রোগে ।



যাক বাবা তাও বাচা গেল মা । কলেরা রোগে মরলেও তোমার ছেলেকে শেষ দেখাতা দেখতে পারবে ।



আমাদের দেশের যে পরিস্থিটি যদি চলমান এই অবস্থা আর বেশি চলতে থাকে তাহলে দেশের রাজনীতি দলগুলোর গুলি নয়ত বোমার আঘাতে তোমার ছেলেকে মরতে হবে । আর তখন তোমার ছেলের লাশ দেখাতো দূরের কথা লাশ খুজেও পাবে না ।



বিঃদ্রঃ যদি কারো কাছে চিটা গাং ও রাজশাহী জুনের ইন্দিয়ান ভিসা টোকেনের কাজ থাকে তাহলে আমাকে জানিয়েন প্রতি টোকেন মাত্র ১২০০ টাকা করে ।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৯

নিলু বলেছেন: আপনি ভিসা ব্যাবসাও করেন নাকি ?

২২ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

এমএম মিন্টু বলেছেন: না মাঝে মাঝে চেষ্টা করি

২| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:২৯

নাসরিন চৌধুরী বলেছেন: হুম--কি বলব!!!! :(

২২ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

এমএম মিন্টু বলেছেন: হুম ................ :) B-) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.