![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।
বাহ! বাহ! ছেলেদের আর মেয়েদের বিয়ে করার কি প্রয়োজন । মোবাইলের সিমই এখন আপনাকে জামাই আদর দিবে । তবে এখন থেকে আমরা সিমের মেয়ে সিমকে বিয়ে করবো আর সাথে সাথে জামাই আদর নেবো ।
চমৎকার হৃদয় বান মোবাইল সিম কম্পানীগুলো তাদের সিম কিনলেই তারা আমাদেরকে বিয়ে করার ঝামেলা থেকে বাচিয়ে দিবেন ।
কে বলেছে এ দেশের লোক গরিব । কোথাওতো একজন গরিব দেখতে পাচ্ছি না
নাকি আমার কাঠের গ্লাস লাগানো দূরবীনের পাওয়ার কনে গেল ।
এইযে বাবু সোঁনা মানিক আব্বু তুমি মেওয়ের সাথে খেলা করো না ।
ও তোমাকে খামচি দিবে তোমার শরীর অসুস্থ হবে ।
বাবা তুমি ওখান থেকে সরে আসো ।
বাচ্চাদের প্রতি একটু নজর রাখুন । এভাবে বাচ্চারা যদি বিড়াল বা অন্য কোন জীব জানোয়ারের সাথে খেলাধুলা করে তাতে যখন তখন যে কোন দুরঘটনা ঘটে যেতে পারে ।
এটা অবশ্য কোথায় অবস্থিত তা জানি না। তবে আমার এক ভাই বললো এটা নাকি এক সময় মাটির নিচে থাকা একটি শহরের ছবি ।
২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৭
এমএম মিন্টু বলেছেন: হা হা হা আমি পোষ্টের প্রতি উত্তর লেখবো কি ভাই ওর পেটের ভুঁড়ি দেখে হাসতে হাসতে আমারো পেট ব্যথা হয়ে গেলো।
২| ২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৪০
বাড্ডা ঢাকা বলেছেন: ভালো বলেছেন চালিয়ে যান
২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৮
এমএম মিন্টু বলেছেন: ধন্যবাাদ বাড্ডা ঢাকা
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০০
বিদ্রোহী বাঙালি বলেছেন: চারটা ছবিতেই মন ভালো হয়ে যাবে আপ্নে বুঝলেন কীভাবে?
আরও ছবি দেন। চোখের ক্ষুধাই মিটলো, মনের ক্ষুধা মিটবে কীভাবে?
পোস্ট মন্দ হয় নাই। তবে আরও বেশী ছবি দিলে আরও বেশী ভালো হতো।
২৬ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৮
এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই । তা আপনার শরীর ভালো আছে তো ।
৪| ২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৩
আবু শাকিল বলেছেন: পোষ্টে অন্য রকম ভাললাগা জানিয়ে গেলাম।
২৬ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫১
এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ প্রিয় শাকিল ভাই । ভাই আননেরেও আর কাছে অন্য রহম ভালো লাগে । পারলে আননের মোবাইল নম্বরটা দিয়েন মাঝে মাঝে কথা বলা যাবে ।
৫| ২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৬
ইমতিয়াজ ১৩ বলেছেন: ৩য় ভাল লাগা আপনা ব্যতিক্রমী ছবি ব্লগে।
২৬ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০১
এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ প্রিয় ইমতিয়াজ ভাই । তা এখন আপনার শরীরের অবস্থা ভালো তো।
৬| ২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৫
ক্ষুদ্র খাদেম বলেছেন: ভালো লাগল
৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৯
এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই
৭| ২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সুন্দর পোস্ট।
৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২০
এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:২৬
নিলু বলেছেন: ভুঁড়ি এতো বড় যে , সে নিচের দিকের গরীবকে দেখতে পারে না , তাই , লিখে যান