![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।
মিনুটির হাতে সূতা সুই
কেন পাগলামি করছে কইন্যা জুঁই।
মাথায় বাঁধা তার খোঁপা
বাঁধবে এবার জুঁঠি
এই দিকে পড়ছে ঘন্টা
হয়েছে স্কুল ছুটি।।
দেখ দেখি মা কইন্যার কান্ড
করছে কত পারাপারি
করছে কত বাড়াবাড়ি।
কইন্যা কইছে মাতারে
আর কইরো না আড়াআড়ি
যাইতে হইবো পাঠ্য জ্ঞ্যানে তারাতারি।।
কইন্যারে মাতা আরো কয়
রাখ দেখি ছুরি
তুই এমন কইরা হাসতে লাগছর
মনে হয় তুই আশি বছরের বুড়ি।
২৮ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৩
এমএম মিন্টু বলেছেন: আপনারে ধন্যবাদ
২| ২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৯
নিলু বলেছেন: ভালো , চালিয়ে যান
৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৬
এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাল থাকুন ভাই
৩| ২৫ শে জুন, ২০১৫ ভোর ৫:৪৩
আমি মিন্টু বলেছেন: আপনাকে আর মুক্তি দিলো না মডুরা
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৯
মামুন ইসলাম বলেছেন: ভালো ছড়া+++