নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

হাবীবুল্লাহ নকীব

আমার মন থেকে তোমাকে খুঁজে নাও।

হাবীবুল্লাহ নকীব › বিস্তারিত পোস্টঃ

শেয়ার করছি আমার শোনা একটি ঘটনা

৩০ শে জুন, ২০১৫ বিকাল ৩:১৪

শেয়ার করছি আমার শোনা
একটি ঘটনাঃ
নকীব
¤-¤-¤-¤-¤-¤-¤-¤-¤-¤-¤
ঘটনাটি আমার যতটুকু বিশ্বাস সত্য
যাই হোকে,
আসল ঘটনাটি ছিল সেই লোকটির
যিনি জ্বিন সম্পর্কে জানত।
so,
সে বিড়াল মেরে কালোযাদু
শিখেছিলো !
আর সে একদিন একটা বই পেল
সেই বই লেখা ছিল যে এই কাজ
গুলো করলে সে সবচেয়ে বড় যাদুকর
হবে এবং সে যাহা
বলবে তাই হবে।
so,
সে বইতে যা লেখা ছিল
লোকটি তা অনুসরন করল।
মাত্র 1মাস কাজ করে, 3 দিনের
মরা লাস কবর থেকে তুলতে হবে
so,
সে কবর থেকে একটি লাশ করব
থেকে তুলে রাতারাত্রি একটি লাশ
তুলে আনল এবং
সকালে অন্ন কাজ তা হলো ঐ লাশ
কে চারি দিকে বাধতে হবে,
সে ওই লাশকে বাধল।
বাধার পর তার শিশ্য
গুলোকে দাকল তারা সবাই এক
জায়গায় হলো। সে ঐ
লাশের পাশে পাটিতে বসল।
এবং
কি পড়ল পড়ার পর লাশকে 99
টি শুবারি খাওয়ানোর জন্য বসল
সে 1থেকে 90 টি
খাওয়ালো। লাশটি এগুলো সব
খেল এবার ওই জাদুটি ঐ লাশের
ভিতরে কাজ করা শুরু করল। এবার
সে
95 টি খাওয়াল খাওয়ানোর পর
লাশটি উঠে দাড়াল।
এবং তার বাধন
গুলো ছিড়ে ফেলল
তা দেখে শিশ্য সহ লোক
গুলো পালিয়ে গেল।
তখন ঐ লাশটি তখন ভয়ঙ্কর রুপ ধারন
করল এবং যাদুকরকে সে সাত খন্ড
করে দিল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.