![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মা মাগো কোথায় তুমি মা?
দুনিয়া এত নিষ্ঠুর কেন মা?
বাবার দশ মিনেট সুখের জন্য, তুমি দশ মাস দশ দিন কষ্টের পরতো এই দুনিয়াতে আসা। আমি কি অন্যায় করলাম মা। তোমরা কেন আমাকে ফেলে দিলে, আমাকে কেন মেরে ফেলতে চাইছো মা। আমি কি দোষ করেছি, আমি কি পাপ করেছি বল মা বল।
দয়া করে কেহ ভুল করবেন না, শিশুরা নিস্পাপ ওরা পাপ করেনি পাপ তাহলে ওদের কেন এভাবে মরতে হবে। আল্লাহকে ভয় করুন পাপচার থেকে বাঁচুন তা না হলে ঠিকানা হবে জাহান্নাম। দশ মিনেটের সুখের জন্য চিরস্থায়ী সুখ কেন হারাবো।
আল্লাহ সকল মুসলমান নর নারীদের তুমি পাপাচার থেকে মুক্তি দাও ভালো কাজ করার তওফিক দাও আমিন।
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮
ক্রাশখোর বলেছেন: আমিন