নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হার না মানা হা‌রেই অা‌মি পরা‌জিত

ANIKAT KAMAL

ANIKAT KAMAL › বিস্তারিত পোস্টঃ

এটাই ক‌বিতা ছাড়া বাস্তবতা

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৩

জীব‌নের ক‌ঠিন মুহূ‌র্তে যখন কেউ পা‌শে থা‌কে না তখন~~~



"দৈন্য য‌দি অা‌সে, অাসুক, লজ্জা কিবা তা‌হে?

মাথা উঁচু রা‌খিস।

সু‌খের সাথী মু‌খের পা‌নে, য‌দিও না চ‌া‌হে?

ধৈর্য ধ‌রে থা‌কিস।

অাকাশ য‌দি বজ্র নি‌য়ে মাথায় প‌ড়ে ভে‌ঙ্গে

উ‌র্ধ্বে দু'হাত বাড়াস।

রুদ্র রু‌পে তীব্র দুঃখ য‌দি অা‌সে নে‌মে

বুক ফু‌লি‌য়ে দাঁড়াস।"



Never think
"I am the best"
always think
" I am second to none!"


"কখ‌নো এটা ভাব‌বেন না‌ যে,
অাপ‌নিই সর্ব‌শ্রেষ্ঠ
সর্বদা এটা ভাবুন যে,
অাপ‌নি কা‌রো থে‌কে কম নন"।


কি দে‌খিনী অা‌মি
অ‌নি‌কেত কামাল

"‌দেখা হয় নাই চক্ষু মেলিয়া~ঘর হ‌তে শুধু দু'পা ফে‌লিয়া"
কিংবদন্তী ক‌বি সম্রা‌টের কিছুই দেখা না হ‌লেও
অামার দেখার বাকী নেই কিছুই।

অা‌মি নারীর অঙ্গ‌নের গন্ধ নি‌য়ে দে‌খে‌ছি
সেখা‌নে পা‌পের মহা সমুদ্র ব্যতীত কিছুই নেই
অা‌মি কুসু‌মের সুবাস নি‌য়েও জে‌নে‌ছি
সেখা‌নে প‌বিত্রতার বড়ই অনটন
অা‌মি পাষাণ শহ‌রের পাষাণ প্রাসা‌দে
এক মু‌ঠো অ‌ন্নের জন্য অসহায় মানুষ‌দের
মাথা ঠু‌কে রক্তাত হ‌তে দে‌খে‌ছি
অা‌মি দে‌খে‌ছি ডাস্ট‌বি‌নে প‌ড়ে থ‌াকা খাবার নি‌য়ে
কুক‌ুর,কাক, অার মানু‌ষের মা‌ঝে কাড়াকা‌ড়ি
অা‌মি দে‌খে‌ছি ফুটপা‌তে বাস করা
মানু‌ষের মান‌বেতর জীবন
রাস্তার ধা‌রে বৃ‌দ্ধের করুণ মৃত্যু
অা‌মি ধ্বংস দে‌খে‌ছি পেন্টাগন অার টুইন টাওয়া‌রের
ধ্বংসস্তু‌পে প‌ড়ে থাকা মানু‌ষের বাঁচার ক্ষীণ অাত্ননাদ
অা‌মি দে‌খে‌ছি বিধ্বা নারীর করুণ মুখ
‌ দে‌খে‌ছি স্বামী প্রবাসী নারীর গোপন প্রে‌মের মিলন
অা‌মি দে‌খে‌ছি জী‌বিকার প্র‌য়োজ‌নে নারীর সতীত্ব বিক্রয়
দে‌খে‌ছি পিপা‌সিত নারীর যৌব‌নের গোপন সুধা পান
অা‌মি দে‌খে‌ছি এক‌সি‌ডেন্টে মৃত মানু‌ষের লা‌শ
র‌ক্তে র‌ঞ্জিত পিচঢালা রাজপথ
অা‌মি দে‌খে‌ছি এক‌কে‌জি চাল কিন‌তে না পারার বেদনায়
গলায় দ‌ড়ি দি‌য়ে একজন কেরানীর অাত্নহত্যা
অা‌মি দে‌খেছি নিষ্ঠুর পু‌থিবীর বু‌কে
কিছু ভাগ্য‌ বিড়ম্বিত মানুষ
ছাদহীন অাকা‌শের নি‌চে ঘুমা‌তে
অা‌মি দে‌খে‌ছি হতাশার কাফ‌নে ঢাকা
জীবন্ত লা‌শের বোকা কান্না
অা‌মি দে‌খে‌ছি শোষ‌নের নি‌ষ্পেষ‌ণে নি‌ষ্পে‌ষিত জীবন
‌ দে‌খে‌ছি দা‌রি‌দ্রের কষাঘাতে জর্জ‌রিত প‌রিবার
কষ্টের যাঁতাক‌লে পী‌ষিত জীবনের অাত্ননাদ
অা‌মি দে‌খে‌ছি দুঃখীনীর ডোরাকাট জীর্ন শাড়ীর অাঁচল‌ে
জোড়াতা‌লি ভরা নকশা অাকা শিল্পীর কারুকায
অা‌মি দে‌খে‌ছি মহীয়সী নারীর অাত্নত্যাগ
‌ দে‌খে‌ছি প্রসবতী নারীর প্রসব বেদনা।
অা‌মি দে‌খে‌ছি ক‌ষ্টের লোনাজ‌লে ব্য‌থিত হৃদ‌য়ের অবগাহন
‌ দে‌খে‌ছি রিক্ত অসহায় ব‌াঞ্চ্বিত মানু‌ষের প্র‌তি অনাদ‌রের নিদর্শন
অা‌মি দে‌খে‌ছি একা‌কিত্ব অার নিঃসঙ্গতার অব্যক্ত যন্ত্রণা
দে‌খে‌ছি হাসপাতা‌লের বে‌ডে শু‌য়ে মৃত্যুর স‌ঙ্গে পাঞ্চালড়া
অা‌মি ‌দে‌খে‌ছি ন্যা‌য়ের চেয়া‌রে ব‌সে অন্যায় অ‌বিচার
দে‌খে‌ছি ধ‌র্মের কথা ব‌লে গোপ‌নে ঘু‌ষের কারবার
অা‌মি দে‌খে‌ছি অ‌র্থের অভা‌বে পড়‌তে না পারার দ‌ুঃখে
ঘর থে‌কে বে‌রি‌য়ে অাসা মেধাবী ছা‌ত্রের অব্যক্ত যন্ত্রণা
অকা‌লে ঝ‌রে যাওয়ার নিদারুণ কষ্টমাখা দীর্ঘশ্বাস
অা‌মি দে‌খে‌ছি প্রে‌মের অনন্য অা‌বে‌শে স্বর্গীয় পৃ‌থিবী
দে‌খে‌ছি প্রে‌মের কুৎ‌সিত বির‌হে ধুসর মরুভূ‌মি
অা‌মি দে‌খে‌ছি চে‌য়ে না পাওয়ার নিদারুণ কষ্ট
‌ দে‌খে‌ছি পেয়ে হারা‌নোর দুঃসহ যন্ত্রণা
অা‌মি দে‌খে‌ছি পরা‌জিত সৈ‌নি‌কের চাপা ক্ষো‌ভের অ‌গ্নিবারুদ
দে‌খে‌ছি চির বিদায় বি‌চ্ছে‌দের কান্নার দৃশ্য
‌ দে‌খে‌ছি ব্যর্থ জীব‌নের সলিল সমা‌ধি
অা‌মি দে‌খে‌ছি ন্যা‌য়ের এজলা‌সে
‌ বিচা‌রের বাণী নির‌বে নভৃ‌ত্যে কাঁ‌দি‌তে
‌ দে‌খেছি জনম দুঃখী মা‌য়ের নয়‌নের জ‌লে বুক ভাসা‌তে
অা‌মি ফুটন্ত গোলা‌পের মা‌ঝে জননীর স্নিগ্ধ হা‌সি দে‌খে‌ছি
দে‌খেছি বৈশা‌খের কা‌লো মে‌ঘের মা‌ঝে
মা‌য়ের অশ্রু‌সিক্ত বিষা‌দের মুখখা‌নি
অা‌মি স্নিগ্ধ শি‌শি‌রের মা‌ঝে মা‌য়ের মুগ্ধ হা‌সি দে‌খে‌ছি
‌ দে‌খে‌ছি সত্য ন্যায় অাদ‌র্শের মা‌ঝে বাবার প্র‌তিচ্ছ‌বি

অা‌মি পৃ‌থিবীর এক প্রান্ত হ‌তে অন্য প্রান্ত পর্যন্ত
তন্ন বিতন্ন ক‌রে দে‌খে‌ছি বিশ্বা‌সের নির্বাসন
অ‌বিশ্বাস অার স‌ন্দে‌হের বিষবা‌ষ্পে ভ‌রে গে‌ছে ধরণী
স্বার্থপরতার লে‌লিহান শিখা
অামা‌দের অাত্না‌কে কর‌ছে প্র‌তি‌নিয়ত কলু‌ষিত
‌ মো‌হের ব‌হিঃ‌শিখা অামা‌দের বি‌বেক‌কে কর‌ছে দং‌শিত
অাত্নত্যা‌গের মহান অাদর্শ কর্পু‌রের ম‌তো হ‌য়ে‌ছে উধাও
এখন অামরা সত্যত্যাগী মিথ্যাবাদী হৃদয়হীন মানব মানবী

উন‌বিংশ শতাব্দী হ‌তে বিংশ সতাব্দী পর্যন্ত
কত ঘটনায় না ঘ‌টে গে‌লো, কত রটনায় না র‌টে গে‌লো
তবুও দেখা না দেখার বেদনা নি‌য়ে
সকল ঘটনা রটনার নীরব স্বাক্ষী হ‌য়ে
সবাই‌কে যে‌তে হ‌বে চ‌লে অাপন অাপন কবর দে‌শে
তাই‌তো ক‌বির ক‌ন্ঠে কন্ঠ মি‌লি‌য়ে সবাই ব‌লি এক সা‌থে
দেখা হয় নাই চক্ষু মে‌লি‌য়ে ঘর হ‌তে শুধু দু'পা ফে‌লি‌য়ে
একটি কব‌রের গভী‌রে শা‌য়িত এক‌টি লা‌শের দৃশ্য।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৮

ANIKAT KAMAL বলেছেন: শু‌ভেচ্ছা শুভ কামনা মন্ত‌ব্যের জন্য ঈদ মোবারক

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫০

ইসমাইলহোসেন০০৭ বলেছেন: অসাধারণ। চালিয়ে যান। ধন্যবাদ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৩

ANIKAT KAMAL বলেছেন:
ভীষণ খু‌শি হলাম বন্ধু এমন মন্ত‌ব্যে ভা‌লো থাক‌বেন ইদ মোবারক

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঈদ পরবর্তী শুভেচ্ছা। ঈদ মোবারক

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

ANIKAT KAMAL বলেছেন:
প্র‌তি উত্ত‌রে মুগ্ধ অ‌ভিনন্দন ব্লগ সারথী

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

দীপঙ্কর বেরা বলেছেন: দারুণ
কিভাবে লেখায় প্রথম পাতায় আসে? জানাবেন।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০১

ANIKAT KAMAL বলেছেন: মন্ত‌ব্যে ধন্যবাদ ।

পোস্টটি প্রকাশিত হবে

প্রথম পাতা সি‌লেট কর‌তে হ‌বে বন্ধু

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০০

ANIKAT KAMAL বলেছেন: মন্ত‌ব্যে ধন্যবাদ ।

পোস্টটি প্রকাশিত হবে

প্রথম পাতা সি‌লেট কর‌তে হ‌বে বন্ধু

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫১

মোঃ কামরুল ইসলাম ৯৬৬ বলেছেন: কেমোন আসেন ভাই ?

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৮

ANIKAT KAMAL বলেছেন: মন্তব্য ছাড়া এতো অাপন মানু‌ষের ম‌তো প্র‌শ্নে বিব্রত হক্ওে স‌ত্যিই নি‌জে‌কে অাজ ধন্য ম‌নে হ‌চ্ছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.