![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/arjunasrinpony.author
বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আতেঁল বন্ধুরা যখন কৌটিল্যের কথা বলে মুখে ফেনা তুলে ফেলতো তখন ওদের মুখ থেকে শুনে শুনেই কৌটিল্যের প্রতি আসক্তি। প্রায় ৯০০ পৃষ্ঠা করে কোলকাতা থেকে প্রকাশিত দুই খন্ডের প্রতিটির দাম ২২৫ টাকা করে। মানে বাংলাদেশী টাকায় কী পরিমাণ আসে তা ভেবেই মুখ কালো করে বইয়ের দোকান থেকে শুধু দেখেই যেতাম।আমার শুভাকাঙ্ক্ষী কাছের বন্ধুরা আমার এহেন দূর্বলতার কথা জানতো এবং তারা শেষ পর্যন্ত আমার বিশেষ (সেটি জন্মদিন , নাকি কোন পরীক্ষার ফলাফলে খুশি হয়ে অভিনন্দন জানাতে এই মুহুর্তে মনে নেই)কোন দিনে উপহার দেয়। এমন বই পেয়ে তো আমি মহা খুশি। কিন্তু বেশি খুশি হওয়ার কারণে বই খালি আগলে রাখি, পড়া আর হয় না! একবার শুরু করলাম পড়া , কিন্তু পড়বো কি! এতো কঠিন যে মাথা আউলিয়ে যায়। বইটা হাতে নিয়ে ঘুরি, আর হাতের নাগালে পিসির সামনে রাখি...পড়বো পড়বো বলে কতো যে জপেছি...এবার ঠিক করলাম একটু একটু করে পড়ে পড়ে ব্লগে দিই। সেখানেও আরেক মুশকিল! এসব লেখা ব্লগাররা পড়ে না। কারণ তারা নিজেরাই অনেক কিছু জানে, কাজেই আমার এই লেখা তাদের জানার চাহিদা নতুন করে মেটাবে না।
শেষ পর্যন্ত ঠিক করলাম পড়তে আমাকে হবেই...কীভাবে ?! কীভাবে?! কীভাবে?!
নিজের ব্লগ সাইটে প্রকাশ করে। এখানে হিট, কমেন্ট, ভালো লাগা ক্লিকানোর কোন ভেজাল নেই। একেবারে নিজের জন্যে লেখা। অনেকটা প্রসব বেদনায় ছটফট করতে থাকা মুরগীর মতো। ডিম পারার আগ পর্যন্ত তার অস্থিরতা কমে না।
হাহাহাহাহাহা...এই বই শেষ না করা পর্যন্ত আমারও অস্থিরতা কমবে না। যতো কঠিনই হোক। প্রয়োজনে বেঁচে থাকলে যতো বছর লাগে আমি পড়তেই থাকবো।
তাই নিজের সাইটেই প্রকাশ করা দিনলিপির মতো...যদিও অনিয়মিত ভাবে চলবে...
কৌটিল্য মহাশয়ের একটি ছবি দেবার বাসনায় গুগলে সার্চ দিয়ে দেখি সামহোয়্যারইন ব্লগে আমারই এক জবাবে কৌটিল্য সাহেবের কথা লেখা! কি আর করা ইংরেজিতে বানান আন্দাজ করে ঢিল ছুঁড়লাম ! সাবাস! গুগল মামু তো বেশ কাজের!
"চাণক্য" যিনি মূলত "কৌটিল্য" পরিচয়ে ইতিহাস খ্যাত এবং বিষ্ণু গুপ্ত-ও যার আরেক নাম। প্রাচীন ভারতীয় রাষ্ট্রকৌশল নিয়ে তার লেখাই "কৌটিলিয়ম অর্থশাস্ত্রম" নামে পরিচিত।
চাণক্য শ্লোক
♦ অতি পরিচয়ে দোষ আর ঢাকা থাকে না।
♦ অধমেরা ধন চায়, মধ্যমেরা ধন ও মান চায়। উত্তমেরা শুধু মান চায়। মানই মহতের ধন।
♦ অনেকে চারটি বেদ এবং ধর্মশাস্ত্র অধ্যয়ন করলেও আত্মাকে জানে না, হাতা যেমন রন্ধন-রস জানে না।
♦ অন্তঃসার শূন্যদের উপদেশ দিয়ে কিছু ফল হয় না, মলয়-পর্বতের সংসর্গে বাঁশ চন্দনে পরিণত হয় না।
♦ অবহেলায় কর্মনাশ হয়, যথেচ্ছ ভোজনে কুলনাশ হয়, যাচ্ঞায় সম্মান-নাশ হয়, দারিদ্র্যে বুদ্ধিনাশ হয়।
♦ অভ্যাসহীন বিদ্যা, অজীর্ণে ভোজন, দরিদ্রের সভায় বা মজলিশে কালক্ষেপ এবং বৃদ্ধের তরুণী ভার্যা বিষতুল্য।
♦ অহংকারের মত শত্রু নেই।
♦ আকাশে উড়ন্ত পাখির গতিও জানা যায়, কিন্তু প্রচ্ছন্নপ্রকৃতি-কর্মীর গতিবিধি জানা সম্ভব নয়।
♦ আদর দেওয়ার অনেক দোষ, শাসন করার অনেক গুণ, তাই পুত্র ও শিষ্যকে শাসন করাই দরকার, আদর দেওয়া নয়।
♦ আপদের নিশ্চিত পথ হল ইন্দ্রিয়গুলির অসংযম, তাদের জয় করা হল সম্পদের পথ, যার যেটি ঈপ্সিত সে সেই পথেই যায়।
♦ আড়ালে কাজের বিঘ্ন ঘটায়, কিন্তু সামনে ভাল কথা বলে, যার উপরে মধু কিন্তু অন্তরে বিষ, তাকে পরিত্যাগ করা উচিত।
♦ ইন্দ্রিয়ের যে অধীন তার চতুরঙ্গ সেনা থাকলেও সে বিনষ্ট হয়।
♦ উপায়জ্ঞ মানুষের কাছে দুঃসাধ্য কাজও সহজসাধ্য।
♦ উৎসবে, বিপদে, দুর্ভিক্ষে, শত্রুর সঙ্গে সংগ্রামকালে, রাজদ্বারে এবং শ্মশানে যে সঙ্গে থাকে, সে-ই প্রকৃত বন্ধু।
♦ ঋণ, অগ্নি ও ব্যাধির শেষ রাখতে নেই, কারণ তারা আবার বেড়ে যেতে পারে।
♦ একটি দোষ বহু গুণকেও গ্রাস করে।
♦ একটি কুবৃক্ষের কোটরের আগুন থেকে যেমন সমস্ত বন ভস্মীভূত হয়, তেমনি একটি কুপুত্রের দ্বারাও বংশ দগ্ধ হয়।
♦ একটিমাত্র পুষ্পিত সুগন্ধ বৃক্ষে যেমন সমস্ত বন সুবাসিত হয়, তেমনি একটি সুপুত্রের দ্বারা সমস্ত কুল ধন্য হয়।
♦ একশত মূর্খ পুত্রের চেয়ে একটি গুণী পুত্র বরং ভাল। একটি চন্দ্রই অন্ধকার দূর করে, সকল তারা মিলেও তা পারে না।
♦ কর্কশ কথা অগ্নিদাহের চেয়েও ভয়ঙ্কর।
♦ খেয়ে যার হজম হয়, ব্যাধি তার দূরে রয়।
♦ গুণবানকে আশ্রয় দিলে নির্গুণও গুণী হয়।
♦ গুণহীন মানুষ যদি উচ্চ বংশেও জন্মায় তাতে কিছু আসে যায় না।
♦ নীচকুলে জন্মেও যদি কেউ শাস্ত্রজ্ঞ হয়, তবে দেবতারাও তাঁকে সম্মান করেন।
♦ গুরু শিষ্যকে যদি একটি অক্ষরও শিক্ষা দেন, তবে পৃথিবীতে এমন কোনও জিনিস নেই, যা দিয়ে সেই শিষ্য গুরুর ঋণ শোধ করতে পারে।
♦ গৃহে যার মা নেই, স্ত্রী যার দুর্মুখ তার বনে যাওয়াই ভাল, কারণ তার কাছে বন আর গৃহে কোনও তফাৎ নেই।
♦ চন্দন তরুকে ছেদন করলেও সে সুগন্ধ ত্যাগ করে না, যন্ত্রে ইক্ষু নিপিষ্ট হলেও মধুরতা ত্যাগ করে না, যে সদ্বংশজাত অবস্থা বিপর্যয়েও সে চরিত্রগুণ ত্যাগ করে না।
♦ তিনটি বিষয়ে সন্তোষ বিধেয়: নিজের পত্নীতে, ভোজনে এবং ধনে। কিন্তু অধ্যয়ন, জপ, আর দান এই তিন বিষয়ে যেন কোনও সন্তোষ না থাকে।
♦ দারিদ্র্য, রোগ, দুঃখ, বন্ধন এবং বিপদ- সব কিছুই মানুষের নিজেরই অপরাধরূপ বৃক্ষের ফল।
♦ দুর্জনের সংসর্গ ত্যাগ করে সজ্জনের সঙ্গ করবে। অহোরাত্র পুণ্য করবে, সর্বদা নশ্বরতার কথা মনে রাখবে।
♦ দুর্বলের বল রাজা, শিশুর বল কান্না, মূর্খের বল নীরবতা, চোরের মিথ্যাই বল।
♦ দুষ্টা স্ত্রী, প্রবঞ্চক বন্ধু, দুর্মুখ ভৃত্য এবং সসর্প-গৃহে বাস মৃত্যুর দ্বার, এ-বিষয়ে সংশয় নেই।
♦ ধর্মের চেয়ে ব্যবহারই বড়।
♦ নানাভাবে শিক্ষা পেলেও দুর্জন সাধু হয় না, নিমগাছ যেমন আমূল জলসিক্ত করে কিংবা দুধে ভিজিয়ে রাখলেও কখনও মধুর হয় না।
♦ পরস্ত্রীকে যে মায়ের মত দেখে, অন্যের জিনিসকে যে মূল্যহীন মনে করে এবং সকল জীবকে যে নিজের মত মনে করে, সে-ই যথার্থ জ্ঞানী।
♦ পাপীরা বিক্ষোভের ভয় করে না।
♦ পাঁচ বছর বয়স অবধি পুত্রদের লালন করবে, দশ বছর অবধি তাদের চালনা করবে, ষোল বছরে পড়লে তাদের সঙ্গে বন্ধুর মত আচরণ করবে।
♦ পুত্র যদি হয় গুণবান, পিতামাতার কাছে তা স্বর্গ সমান।
♦ পুত্রকে যারা পড়ান না, সেই পিতামাতা তার শত্রু।
♦ হাঁসদের মধ্যে বক যেমন শোভা পায় না, সভার মধ্যে সেই মূর্খও তেমনি শোভা পায় না।
♦ বইয়ে থাকা বিদ্যা, পরের হাতে থাকা ধন একইরকম। প্রয়োজনকালে তা বিদ্যাই নয়, ধনই নয়।
♦ বিদ্বান সকল গুণের আধার, অজ্ঞ সকল দোষের আকর। তাই হাজার মূর্খের চেয়ে একজন বিদ্বান অনেক কাম্য।
♦ বিদ্যাবত্তা ও রাজপদ এ-দুটি কখনও সমান হয় না। রাজা কেবল নিজদেশেই সমাদৃত, বিদ্বান সর্বত্র সমাদৃত।
♦ বিদ্যা ব্যতীত জীবন ব্যর্থ, কুকুরের লেজ যেমন ব্যর্থ, তা দিয়ে সে গুহ্য-অঙ্গও গোপন করতে পারে না, মশাও তাড়াতে পারে না।
♦ বিদ্যাভূষিত হলেও দুর্জনকে ত্যাগ করবে, মণিভূষিত হলেও সাপ কি ভয়ঙ্কর নয়?
♦ বিদ্যার চেয়ে বন্ধু নাই, ব্যাধির চেয়ে শত্রু নাই। সন্তানের চেয়ে স্নেহপাত্র নাই, দৈবের চেয়ে শ্রেষ্ঠ বল নাই।
♦ বিনয়ই সকলের ভূষণ।
♦ বিষ থেকেও অমৃত আহরণ করা চলে, মলাদি থেকেও স্বর্ণ আহরণ করা যায়, নীচজাতি থেকেও বিদ্যা আহরণ করা যায়, নীচকুল থেকেও স্ত্রীরত্ন গ্রহণ করা যায়।
♦ ভোগবাসনায় বুদ্ধি আচ্ছন্ন হয়।
♦ মিত ভোজনেই স্বাস্থ্যলাভ হয়।
♦ যশবানের বিনাশ নেই।
♦ যারা রূপযৌবনসম্পন্ন এবং উচ্চকুলজাত হয়েও বিদ্যাহীন, তাঁরা
♦ সুবাসহীন পলাশ ফুলের মত বেমানান।
♦ যে অলস, অলব্ধ-লাভ তার হয় না।
♦ যে গাভী দুধ দেয় না, গর্ভ ধারণও করে না, সে গাভী দিয়ে কী হবে! যে বিদ্বান ও ভক্তিমান নয়, সে পুত্র দিয়ে কী হবে!
♦ রাতের ভূষণ চাঁদ, নারীর ভূষণ পতি, পৃথিবীর ভূষণ রাজা, কিন্তু বিদ্যা সবার ভূষণ।
♦ শাস্ত্র অনন্ত, বিদ্যাও প্রচুর। সময় অল্প অথচ বিঘ্ন অনেক। তাই যা সারভূত তারই চর্চা করা উচিত। হাঁস যেমন জল-মিশ্রিত দুধ থেকে শুধু দুধটুকুই তুলে নেয়, তেমনি।
♦ সত্যনিষ্ঠ লোকের অপ্রাপ্য কিছুই নাই।
♦ সত্যবাক্য দুর্লভ, হিতকারী-পুত্র দুর্লভ, সমমনস্কা-পত্নী দুর্লভ, প্রিয়স্বজনও তেমনি দুর্লভ।
♦ সাপ নিষ্ঠুর খলও নিষ্ঠুর, কিন্তু সাপের চেয়ে খল বেশি নিষ্ঠুর। সাপকে মন্ত্র বা ওষধি দিয়ে বশ করা যায়, কিন্তু খলকে কে বশ করতে পারে?
♦ সুবেশভূষিত মূর্খকে দূর থেকেই দেখতে ভাল, যতক্ষণ সে কথা না বলে ততক্ষণই তার শোভা, কথা বললেই মূর্খতা প্রকাশ পায়।
♦ হাতি থেকে একহাজার হাত দূরে, ঘোড়া থেকে একশ হাত দূরে, শৃঙ্গধারী প্রাণী থেকে দশহাত দূরে থাকবে। অনুরূপ দুর্জনের কাছ থেকেও যথাসম্ভব দূরে থাকবে।
কৌটিল্য (চাণক্য) সম্পর্কে জানতে আগ্রহী হলে এই লিংক দেখতে পারেন ।
চাণক্য শ্লোকগুলো উইকিপিডিয়া থেকে নেয়া হয়েছে ।
-------
আজকে বই নিয়ে পোস্ট পড়তে খুব ইচ্ছে করছিলো । সার্চ দিয়ে দেখি শুধু ইবুক এর লিংক ।
তাই ভাবলাম আমিই কিছু একটা দেই । এটা কোন পূর্ণাঙ্গ পোস্ট নয়, কখনো যথেষ্ট পড়া হলে আবার এই মহোদয় সম্পর্কে লিখতে পারি ।
►একটা বিষয় খেয়াল করলাম, ব্লগে ইদানিং বই নিয়ে কেউ তেমন একটা লিখে না !
►বই নিয়ে আমার অন্য পোস্টগুলো দেখতে "বই/পুস্তক" নামক বিভাগটি দেখতে পারেন ।
►কীভাবে করবেন "বই রিভিউ" এই পোস্টটা "বই/পুস্তক" বিভাগে এ্যাড করতে গেলেই লগড আউট দেখাচ্ছে
►ওয়াচে থাকা সহব্লগাররা বই নিয়ে কথা বলতে সামহোয়্যারের গ্রুপ ব্লগিং-এ স্বাগতম ।
►নিজস্ব ব্লগ সাইটে বই নিয়ে লেখা দেখতে এই লিঙ্কে স্বাগতম ।
২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১০
আরজু পনি বলেছেন:
আচ্ছা
২| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৩
পরিবেশ বন্ধু বলেছেন: নতুন কিছু মনে হয় , পড়ার আগ্রহ থাকল ।
২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৬
আরজু পনি বলেছেন:
আমরা ডিজিটাল যুগে কাগুজে বই পড়া ভুলে যাচ্ছি ।
ই-বুক পড়লেও অন্যদের সাথে শেয়ার কতোটা হয় তা ব্লগে সার্চ দিয়ে আজকে বুঝলাম ।
পাঠে স্বাগতম, পরিবেশ বন্ধু ।।
৩| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪০
তারছেড়া লিমন বলেছেন: অনেকদিন ঘটা করে বই পড়া হয় না ....... চেষ্টা করে দেখি আবার কোন লেখকের মধ্যে ডুব দেওয়া যায় কি না। ভাললাগা রইল আপু.........
২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৫
আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ লিমন, আমি এই বইটা টানা পড়তে পারি না ।
তবে এখন চেতন ভগতের থ্রি মিসটেকস অব মাই লাইফ পড়ছি ।
আমাদের ব্যস্ততায় যেন প্রিয় সঙ্গী বই হারিয়ে না যায় ।
শুভকামনা রইল ।।
৪| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১৪
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমি ই-বুক পড়তে অভ্যস্ত নই !
কিছুদিন আগে "আরণ্যক" পড়েছি
এখন পড়ছি ডঃ আবদুল কালামের " উইংস অব ফায়ার"
পড়াশোনা হচ্ছে না নিয়মিত !
আপনার বইটিও পড়বো হয়তো ভবিষ্যতে !
অনেক ভালো থাকুন, "আশা জাগানিয়া পনি..."
২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:১১
আরজু পনি বলেছেন:
আমার নিজেরও ইবুক পড়তে ভালো লাগে না । পারিই না ।
বন্ধুদের কেউ কেউ তো নিয়মিত ইবুক পড়ে ।
আমার সামনে একটা ঝামেলা আছে, পড়ার দরকার প্রচুর ...
আশা জাগানিয়া পনি...কথাটা বেশ লাগলো ।
অনেক ভালো থাকুন ।।
৫| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১৪
সেলিম আনোয়ার বলেছেন: জানার কোন শেষ নেই................সময় পেলে পড়বো। আপনার পোস্ট পড়ার চেষ্টা করবো।চাণক্য আর তার বই খানির নাম জানা আছে।বই বা লেখা পড়া হয়নি ।সুন্দর পোস্ট
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:১২
আরজু পনি বলেছেন:
চেষ্টা করবো সময়, সুযোগ মতো তার লেখা আপনাদের সাথে শেয়ার করতে ।
ভালো থাকুন ।।
৬| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২২
প্রোফেসর শঙ্কু বলেছেন: পড়ে দেখার ইচ্ছে আছে।
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:১৬
আরজু পনি বলেছেন:
আচ্ছা ঠিকাছে ।
শুভেচ্ছা রইল প্রোফেসর শঙ্কু।
৭| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২৪
মামুন রশিদ বলেছেন: ভালো । সহজ ভাষায় খন্ড খন্ড রিভিউ লিখতে পারেন, তাহলে আমাদেরও কিছু জানা হবে ।
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪১
আরজু পনি বলেছেন:
তাই করতে হবে, নিজের জন্যে হলেও । তবে সময় যথেষ্টই লাগবে ।
শুভেচ্ছা রইল, মামুন।।
৮| ২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৬
অদৃশ্য বলেছেন:
দাঁতে দাঁত চাপিয়ে পড়তে ভালোই লাগবে... এই টাইপের বই ইবুক বা ব্লগে পড়বার জন্য নয়, সংক্ষিপ্তাকারে হয়তো একৈ পোষ্ট দেওয়া যেতে পারে... এটা পড়তে চাইলে বই সংগ্রে থাকতে হবে... ক'দিন আগে ''এম্পায়ার অব মোগল'' এর সিরিজটা নিয়ে আসলাম,খুবই ইচ্ছা ছিলো পড়বার... মোগলদের প্রতি আগ্রহ থাকলে বইগুলো পড়তে ভালো লাগবে... ইতশাস আর লেখকের কল্পনার মিশ্রনে লিখাটা... একটানা দুইটা পার্ট শেষ করে ফেললাম... ৩য় পার্টের খানিকটা পড়াবার পর কোথায় যেন বেড়াতে গেলাম, ফিরে এসে আর বইটাতে হাত দেওয়া হলোনা... হচ্ছেই না, অথচ এখনো তিনটা পার্ট পড়েই আছে... এটাতেতো তবুও অনেকটা রসকস আছে... আড় আপনার পড়তে গেলে ক্যামন ধৈর্য্য লাগবে তা আন্দাজ করতে পারছি!
পড়ুন... আর আমদেরও শেয়ার করুন
শুভকামনা...
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৫
আরজু পনি বলেছেন: ঠিকই বলেছেন, ব্লগে পড়বার জন্যে এই বই নয়।
এই বই পড়তে শুরু করে আমি অন্য বই পড়ে ফেলছি ... প্রতিটা খন্ড বেশ মোটা বলে রাতে ঘুমানোর সময়ও হাতে ধরে পড়া যায় না।
তবু্ও পড়বো ইনশাহআল্লাহ।
আপনার জন্যেও অনেক শুভকামনা ।।
৯| ২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৮
অদৃশ্য বলেছেন:
একটি...সংগ্রহে...ইতিহাস
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৬
আরজু পনি বলেছেন:
বুঝলাম না !
১০| ২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৬
শুঁটকি মাছ বলেছেন: একটা সময় কত বই পড়তাম। এখন ফেসবুক গুতিয়ে বইয়ের নেশা চলে গিয়েছে। পড়ে দেখব এটা!
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৩
আরজু পনি বলেছেন:
আমারও নেশাটা চলে গিয়েছিল বলা যায়...অনেক স্লো পড়তাম বেশ অনেকগুলো মাস । তবে ইদানিং আবার পড়তে পারছি ।
শুভেচ্ছা রইল, শুঁটকি মাছ।।
১১| ২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৪
বোকামানুষ বলেছেন: বই পড়তে অনেক ভাল লাগে
সবসময় হাতের কাছে পড়ার মতো কিছু বই না থাকলে অস্থির লাগে
ইদানিং পড়া বইয়ের মধ্যে আছে এ টেল অফ টু সিটিজ, দি ওল্ড ম্যান অ্যান্ড দ্যা সী যদিও সব সেবার অনুবাদ আর শীর্ষেন্দুর পার্থিব আগে একবার পড়েছি আবার পড়তেছি নতুন করে
সব ধরনের বই পরা হয় পিডিএফ, অনলাইনে, হার্ড কপি হাতে নিয়ে তবে হাতে নিয়ে বই পড়ার মজাই আলাদা
বইয়ের ভাল লাগা কিছু কথা নিয়ে আমি নিজেও একটা সিরিজ পোস্ট করেছি
আপনার দেয়া বইয়ের নাম শুনেই তো ভয় পেয়েছি
আগে প্রবন্ধ টাইপ বই পড়া হতো অনেক কিন্তু ইদানিং ফাঁকিবাজ হয়ে গেছি শুধু গল্প, উপন্যাস, কবিতা নিয়ে আছি
এই বইটার কথা মাথায় থাকবে সুযোগ পেলে পড়বো কোন একসময়
অনেক বড় মন্তব্য করে ফেললাম আসলে বই নিয়ে কথা বলতে সব সময় ভাল লাগে
২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৯
আরজু পনি বলেছেন:
সেবার বই পড়তে সব সময়ই ভালো লাগে । সেবার জন্যেই সেই কিশোর বয়সে বিশ্বসাহিত্যের বইয়ের জগতের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে বেশি ।
দেখতে গিয়েছিলাম আপনার ব্লগে বিখ্যাত কবিতার পোস্ট দেখলাম অনেকগুলো, পরে আবার সময় করে খুঁজে দেখে আসবো বই নিয়ে পোস্টগুলো । ।
প্রয়োজনে প্রাসঙ্গিক হলে মন্তব্য বড় হলেও দোষের কিছু থাকে না ।
বরং আলোচনায় স্বাগতম ।
শুভেচ্ছা রইল অনেক ।।
১২| ২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৫
মাহমুদ০০৭ বলেছেন: চাণক্য মাণিক্য গণ
বাণিজ্য লবণ মণ
চাণক্য সেইরাম , উনার কিছু কোটেশান পরছিলাম ।
রিভিউ দেখে ভাল লাগল ।
ভাল থাকবেন আপা ।
শুভকামনা রইল ।
২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৩
আরজু পনি বলেছেন:
ছন্দ দেখে, দিলাম চাণক্য শ্লোক এ্যাড করে ...কৃতজ্ঞতা রইল ।
১৩| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
লিংকে ঢুকে দেখতে হবে। পোস্টে +++
২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪১
আরজু পনি বলেছেন:
আচ্ছা ঠিকাছে ।
ভালো থাকুন কান্ডারি ।
শুভেচ্ছা রইল ।
১৪| ২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৭
ঢাকাবাসী বলেছেন: পরে সময় নিয়ে পড়তে হবে। পোস্টে ++++++
২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৩
আরজু পনি বলেছেন:
আচ্ছা আমিও কখনো সুযোগ পেলে যতটা পারি শেয়ার করার চেষ্টা করবো ।
শুভেচ্ছা রইল, ঢাকাবাসী ।।
১৫| ২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৬
গোর্কি বলেছেন:
একজন প্রাচীন অর্থনীতিবিদ ও কূটকৌশলী হিসেবে তাঁর বিদ্যা, জ্ঞান এবং ভাষ্য আজও আমাদের পাথেয় হতে পারে। পোস্টে ভাললাগা। শুভেচ্ছা রইল।
২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৬
আরজু পনি বলেছেন:
এতো প্রাচীন অথচ তাঁর জ্ঞানের আলো এখনও আমাদের পথ চলতে সহায়তা করে ।
আপনার জন্যেও অনেক শুভেচ্ছা রইল ।।
১৬| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৫
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চাণক্য" যিনি মূলত "কৌটিল্য" পরিচয়ে ইতিহাস খ্যাত এবং বিষ্ণু গুপ্ত-ও যার আরেক নাম। প্রাচীন ভারতীয় রাষ্ট্রকৌশল নিয়ে তার লেখাই "কৌটিলিয়ম অর্থশাস্ত্রম" নামে পরিচিত। অনেক কিছু জানলাম, এসব আগে জানা ছিল না। বই পাঠে অনেক শুভকামনা আপু। শেয়ার করলে দারুন উপকার হবে অনেকের।ব্লগ শুধু গল্প কবিতার খাতা না, জানা -জানানোর মাধ্যমও।
২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৭
আরজু পনি বলেছেন:
ব্লগ শুধু গল্প কবিতার খাতা না, জানা -জানানোর মাধ্যমও।......
খুব সহমত, তনিমা ।
অনেক শুভেচ্ছা রইল ।।
১৭| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৬
অন্ধবিন্দু বলেছেন:
মহা আগ্রহে লিংকে প্রবেশ করেছিলাম। হতাশ হয়ে ফিরে যাচ্ছি।
চাণক্যদের মত আমারও হাজার বছর এগিয়ে থাকতে ইচ্ছে করে। আফসোস, মাথায় ওতো শক্তি নেই ...
শুভ কামনা, আরজুপনি। বইটি নিয়ে লিখেন, ব্লগবাসী উপকৃত হবে।
(বই-টই রিভিউ ব্লগে প্রকাশে অনাগ্রহ জন্মেছে, কথা সত্য)
২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৯
আরজু পনি বলেছেন:
লিংকে ঢুকে চাণক্য শ্লোকগুলো নিয়ে এলাম, এটা আপাতত পড়তে পারেন, ভালো লাগবে নিশ্চিত ।
বিস্তারিত পরবর্তী কোন সময়ে সুযোগ মতো শেয়ার করার ইচ্ছা রাখি ।
আর অনাগ্রহ থাকবে না আশা করি ।
শুভকামনা রইল অনেক অনেক ।।
১৮| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কঠিন বই হবে মনে হচ্ছে।
ভয় লাগে
২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫১
আরজু পনি বলেছেন:
কৌটিল্যের দূরদৃষ্টি আর তার যুদ্ধ কৌশলেই আমি মুগ্ধ ।
সেই মুগ্ধতা আর এই ছবি দেখেই ফিদা
১৯| ২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৪
একজন ঘূণপোকা বলেছেন: জটিল আর কঠিন বই
২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৩
আরজু পনি বলেছেন:
তার কৌশলগুলো কিন্তু বেশ শিক্ষণীয় ।
বাংলা ভাষায় কঠিন করে লিখা এটাই আমার মূল সমস্যা । পড়তে কষ্ট হয় ।
ধন্যবাদ একজন ঘূণপোকা ।।
২০| ২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৯
হাসান মাহবুব বলেছেন: পড়তে চাই না
২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৪
আরজু পনি বলেছেন:
ফ্রয়েডকে যে নিজের মতো করে নিয়েছে তার কাছে কৌটিল্য খুব কঠিন হবে না ।
২১| ২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫১
সাধারন এক মেয়ে বলেছেন: বই পড়তে ভালো লাগে না
২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৭
আরজু পনি বলেছেন:
ব্লগে বেশি বেশি রিভিউ, বই সম্পর্কিত কথা এলেই পড়তে আগ্রহ জাগবে, মেয়ে ।
শুভেচ্ছা রইল ।।
২২| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৩
মহামহোপাধ্যায় বলেছেন: নিয়মিত বা অনিয়মিত যেভাবেই ব্লগে আসুক না কেন, যতদিন পড়েই হোক না কেন, অন্তত একবার পড়ার আশা রাখি। এ বস্তু মিস করতে নাই !!
২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৮
আরজু পনি বলেছেন:
হ্যাঁ, এই সুযোগে যদি নিজেরও পড়ার কিছু উন্নতি হয়, তাতে তো লাভ পুরোটাই আমার।
অনেক ধন্যবাদ এভাবে অনুপ্রাণিত করবার জন্যে ।।
২৩| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২১
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেকে চারটি বেদ এবং ধর্মশাস্ত্র অধ্যয়ন করলেও আত্মাকে জানে না,
হাতা যেমন রন্ধন-রস জানে না।
পড়া বা জানার শেষ নেই ! ( বৃষ্টির শুভেচ্ছা রইল ।)
২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০৩
আরজু পনি বলেছেন:
শ্লোকগুলো বেশ । যদিও পুত্রকেই বেশি গুরুত্ব দেয়া হয়েছে, অবশ্য সেই সময়ের রীতি ...
আমি জানি না আপনার ফেসবুক একাউন্ট আছে কি না, জিজ্ঞেস করে বিব্রতও করবো না ।
তারপরও আপনার শুভেচ্ছা পেয়ে আপনাকে আজকের একটি লেখা পড়াতে ইচ্ছে করছে ...
"বৃষ্টি বিলাসী"
বৃষ্টিময় শুভেচ্ছা রইল...বৃষ্টির সময়টুকুর কথা ভাবতেই ভালো লাগছে ।
২৪| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১৯
অন্ধবিন্দু বলেছেন:
ধন্যবাদ, আরজুপনি।
শ্লোকগুলো ব্লগ-পাতাটিকে সমৃদ্ধ করলো।
ইংরেজি ভার্সনটি পাঠ অভিজ্ঞতায় থাকলেও বাংলায় করা বইটি পড়া হয়নি। আসলে তাই, এই ব্লগ পাতাটি তে আগ্রহ নিয়ে আসা ...
পরবর্তী কোন সময়ে পড়ার সুযোগ হবে আশা করছি। শুভ কামনা।
২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৫
আরজু পনি বলেছেন:
যারা ইংরেজিতে পড়েছেন তাদের কাছে বাংলাটা খুব সুখপাঠ্য হওয়ার কথা না ।
আপনার জন্যেও অনেক শুভকামনা রইল ।।
২৫| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৪
অদৃশ্য বলেছেন:
একগাদা ভুল হয়েছিলো লিখার সময়... যে তিনটা দিয়েছি তার পরেও দ্যাখেন আরও আছে... এমনিতেই আমার বানান ভুল হয়, আর যখন একটানা টাইপ করি তখন আরও বেশি হয়... চেক করা হয় না বা করিনা...
আচ্ছা আপনার এই চাণক্য পোষ্টটা দেখবার পর থেকেই মাথায় একটা শব্দ বারবার আসতেছে তা হলো '' চাণক্য-হীম '' একবার না দু'বার না বারবার মাথায় আসছেতে শব্দটা... চাণক্যের সাথে এমন কোন শব্দযোগ আছে কি?
শুভকামনা...
২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১৬
আরজু পনি বলেছেন:
মনে পড়ছে না । জানতে পারলে অবশ্যই জানাবো ।
বানান ভুলের কথা কী আর বলবো, সে তো আমারও সমস্যা ।।
আপনার জন্যেও অনেক শুভকামনা ।
২৬| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১২
অদ্বিতীয়া আমি বলেছেন: কৌটিল্য ই যে চাণক্য সেটা তো জানতাম না ! চাণক্য শ্লোক আগেও পড়েছি ।
তবে বইটা সম্পর্কে সময় পেলে ডিটেইলস লিখবেন । জানতে ইচ্ছে করছে কৌটিলিয়ম অর্থশাস্ত্র টা আসলে কি ? অর্থশাস্ত্র নিয়ে তার নিজের ব্যাখ্যা ? কঠিন হবে মনে হচ্ছে বইটা ।
২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৯
আরজু পনি বলেছেন:
আমি নিজেও জানতাম না । কৌটিল্যর ছবি খুঁজতে গিয়েই বেরুলো যে তিনি চাণক্য ।
সহজ বাংলা পড়ে কঠিন বাংলা পড়তে কষ্টই লাগে...
তাই খুব দ্রুত এগুচ্ছে না বইটা ।।
তবে চেষ্টা থাকবে শেয়ার করার ।
অনেক শুভেচ্ছা রইল, অদ্বিতীয়া আমি।।
২৭| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৫
মোঃ ইসহাক খান বলেছেন: বই পড়া, এবং বইসহ অন্যান্য মাধ্যমের (যেমন মুভি) ট্র্যাক রাখা একটি ভালো অভ্যেস। আগ্রহটা বজায় থাকে।
অব্যাহত থাকুক বই পড়া। যত্নে থাকুক বই।
২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৩
আরজু পনি বলেছেন:
মাঝখানে বেশ কিছু সময় বই পড়া তুলনামূলকভাবে কমই হয়েছে । খুব ধীর গতিতে আগাতো ।
এখন গতিটা বেড়েছে এক পড়ুয়া বন্ধুর কল্যাণে ।
অনেক ধন্যবাদ প্রিয় গল্পকার ।
ভালো থাকুন সবসময় ।
২৮| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৭
মোঃ ইসহাক খান বলেছেন: চাণক্যের কিছু শ্লোক পড়েছি। কিছু কথা পুরনো হয় না।
২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৯
আরজু পনি বলেছেন:
একসময় টুকু মিয়ার প্রবচনও এভাবে পড়া হবে ।
সেই দিন খুব বেশি দূরে নয় ।
শুভকামনা রইল ।।
২৯| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ২:২২
ভাম_বেড়াল বলেছেন: কৌটিল্য সম্পর্কে কিছু আলোচনা পরে কখনো করার ইচ্ছা রইলো।
ইবুক কীভাবে পড়েন জানিনা। কম্পিউটারে পড়লে ভালো না লাগারই কথা। আপনি যদি আমার মত প্রচুর প্রচুর ইবুক পড়তে চান তাহলে আপনারই জন্য রয়েছে কিন্ডল পেপারহোয়াইট ইবুক রীডার। ইবুক পড়ার সবরকম বিরক্তি দূর হয়ে যাবে। আমি প্রচুর বাংলা স্ক্যানড পিডিএফ, ইংরাজি বইয়ের পিডিএফ আর .mobi ফরম্যাটের বই পড়ি, নোট নিই। বিরক্তি লাগে না। কিন্তু ল্যাপটপ খুললেই বিরক্তি চলে আসে।
০১ লা মে, ২০১৪ বিকাল ৪:০৮
আরজু পনি বলেছেন:
আমি ইবুক পড়তে পারি না, আগ্রহ পাই না ।
তারচেয়ে কাগুজে বইই বেশি পছন্দের ।
পেপারহোয়াইট ইবুক রীডার সম্বন্ধে ধারণা নাই। যদি একটু বিস্তারিত বলেন তো সুবিধা হয় । কারণ ইবুক পড়ার অভ্যাস থাকলে রাস্তায় জ্যামে আটকে থাকলে সময়টা কাজে লাগানো যাবে ।
আপনাকে দেখে খুব ভালো লাগলো ।
এভাবেই এসে খোঁজ খবর নিবেন আশা করি ।
ভালো থাকবেন সবসময় ।
৩০| ০১ লা মে, ২০১৪ বিকাল ৪:৩০
তাসজিদ বলেছেন: দারুণ পোস্ট।
+++++++++++++++++
০১ লা মে, ২০১৪ বিকাল ৪:৩৬
আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, তাসজিদ ।
ভালো থাকুন সবসময় ।।
৩১| ০১ লা মে, ২০১৪ রাত ১১:৩৬
আবু শাকিল বলেছেন: অনেক ভাল কিছুর খোঁজ পেলাম। ভাল লেগেছে
০২ রা মে, ২০১৪ রাত ১১:০৫
আরজু পনি বলেছেন:
আপনার কাছ থেকে অনেক ভালো কিছু পাবো বলে আশা রাখি ।
অনেক শুভকামনা রইল আপনার জন্যে ।।
৩২| ০৭ ই মে, ২০১৪ বিকাল ৪:৩৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দারুন।
০৭ ই মে, ২০১৪ বিকাল ৫:০৯
আরজু পনি বলেছেন:
ধন্যবাদ দেশ প্রেমিক বাঙালী ।
শুভকামনা রইল ।।
৩৩| ০৮ ই মে, ২০১৪ সকাল ১১:৪৪
শ।মসীর বলেছেন: দারিদ্র্য, রোগ, দুঃখ, বন্ধন এবং বিপদ- সব কিছুই মানুষের নিজেরই অপরাধরূপ বৃক্ষের ফল।
০৮ ই মে, ২০১৪ রাত ১১:৫৭
আরজু পনি বলেছেন:
সত্যিই তাই ।
শুভেচ্ছা রইল, প্রিয় শামসীর ।।
৩৪| ২৮ শে মে, ২০১৪ রাত ১০:০৩
শেখ আমিনুল ইসলাম বলেছেন: ভাল লাগল। অনেক ধন্যবাদ
২৯ শে মে, ২০১৪ দুপুর ১২:৩৩
আরজু পনি বলেছেন:
আপনাকে বইয়ের পোস্টে দেখে খুব ভালো লাগলো শেখ আমিনুল ।
অনেক ভালো থাকুন ।।
৩৫| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ১:০৯
দীপান্বিতা বলেছেন: কৌটিল্যের প্রতি আমারও একটু আসক্তি আছে...প্রিয়তে নিলাম
১৫ ই জুন, ২০১৪ দুপুর ১:২৮
আরজু পনি বলেছেন:
বাহ্ দারুন তো ।
শুভেচ্ছা রইল, প্রিয় দীপান্বিতা ।।
৩৬| ০১ লা জুলাই, ২০১৪ দুপুর ১২:২৩
আকিব আরিয়ান বলেছেন: শ্লোকগুলো ভালো করে পড়লাম, বেশ দামী একেকটা
০১ লা জুলাই, ২০১৪ রাত ১০:৩৪
আরজু পনি বলেছেন:
জ্ঞানী মানুষ ছিলেন উনি...তাই কথাগুলোও খুব দামী।
পাঠে অনেক ধন্যবাদ আকিব।
রমজানের শুভেচ্ছা রইল।।
৩৭| ০৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৮
অরুদ্ধ সকাল বলেছেন:
০৯ ই জুলাই, ২০১৪ রাত ১২:০২
আরজু পনি বলেছেন:
৩৮| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১০:২৫
লিরিকস বলেছেন: +
০৯ ই জুলাই, ২০১৪ রাত ১২:১৮
আরজু পনি বলেছেন:
নিরাপদ মন্তব্যে অনেক ধন্যবাদ, লিরিকস।
শুভেচ্ছা রইল।।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০৭
এহসান সাবির বলেছেন: দেখবো দেখি লিংকে কি আছে।