![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অণু । বাবা - মা ডাকে অনিক বলে । নিজের সম্পর্কে বড় করে পরিচয় দেবার মতো কোন যোগ্যতা এখনো তৈরি করে উঠতে পারি নাই । কিছুদিন অনুরাগ ছদ্মনামে সামাজিক মাধ্যমে লেখালিখি করেছি , এখন নিজের প্রকৃত নামেই লিখছি । সঙ্গতকারণে পরিবার থেকে দূরে থাকতে হয় , পরিবারের সদস্যদের তেমন খুব একটা কাছে পাওয়ার সুযোগ হয় না আর ব্যক্তিগত জীবনেও খুব একটা ভালো কোন বন্ধু- বান্ধব বন্ধু নেই; যে বা যার যা যাদের সাথে নিজের কথা গুলা বলে হালকা হতে পারি । খুব একা থাকতে থাকতে আমি হাঁপিয়ে উঠেছি । তাই সেই চিন্তাবোধ - বিবেক তাড়না থেকেই নিজেকে হালকা সহজ করার প্রয়াসে ব্লগ লেখার চেষ্টা শুরু করা মাত্র । অবসর সময়ে কবিতা লিখে সময় কাটাই নয়তো একাই নিজে নিজের ম তো করে দূর দূরান্তে পায়ে হেঁটে ঘুরতে বেরিয়ে পরি ।
পছন্দের মানুষটিকে বিয়ে করতে কি বিসিএস ক্যাডার হতে হয়??
সরকারী চাকরি অথবা বাংলাদেশ ব্যাংকে জব পাওয়া কি খুব জরুরী?
-নাহ, ভাই এইসব না পাইলেও ২০০০০ (বিশ হাজার) টাকার একটা চাকরি পেলেই সম্ভব।
বাসা ভাড়া=৮,০০০( বারান্দাওয়ালা নিলে আরেকটু কমেও পাওয়া যেতে পারে)
খাওয়া-দাওয়া=৫,০০০
জামাকাপড়, সাজসজ্জা =২,০০০
ঘুরতে যাওয়া,মাসে একটা মুভি =১,০০০
আনুষঙ্গিক =১,০০০
__________________________
মোট =১৭, ০০০
বাকী রইল ৩,০০০ ( তিন হাজার)
মাসে ৩,০০০ বছরে ৩৬,০০০
৫ বছরে ১,৮০০০০ টাকা
বিঃদ্রঃ আজকাল গার্মেন্টসে চাকরি করলেও ১০,০০০ এর নিচে বেতন নাই আর দুইজন করলেই =২০,০০০ ।
আরেহ ভাই যার হাতটা ধরছেন শক্ত করে ধরুন কোন চিন্তা নাই একজীবনে সুখী হওয়া খুব বড় ব্যাপার না।
কথা হচ্ছে অনেকেরই গাঁ জ্বলে যাবে গার্মেন্টস এর উদাহরণ দিলাম, ইগোতে আঘাত পড়ছে চেতনায় নাড়া খাইছে।
কাম টু দ্যা পয়েন্ট ইগো কমান, চাহিদা কমান কোন কাজই ছোট নয়।
সুখ খুঁজুন টাকা পয়সা না; ভাল থাকবেন, সুখী হবেন ইনশাআল্লাহ ।
যে যেখানেই থাকুন না কেন প্রত্যেকটি সম্পর্কের মূল্য দিতে চেষ্টা করুণ, আর আপনি যদি সম্পর্কের ব্যাপারে লুতুপুতু হন তাহলে আর কিছু বলার নাই ।
এটি একান্তই আমার ব্যক্তিগত ভাবনা মাত্র , আমার ভাবনার সাথে অনেকের দিমত থাকতেই পারে তবে আমার মাঝে মাঝে কেন যেন মনে হয় জীবন তো একটাই তাহলে আমরা বাস্তবতার অজুহাত দিয়ে কেন এতো জটিল করে ভাবি ? জীবনের হিসেব তো কিছুটা সহজ করেও মেলানো যেতে পারে । সর্বশেষে সারসংক্ষেপে এই টা আমার মনে হয় যে , মানুষ আমরা যদি চাহিদার মাত্রা গুলা কমিয়ে দেই তাহলে আমরা বোধ হয় সব হিসেব সহজেই মেলাতে পারবো । অর্থনীতির ভাষায় চাহিদা অসীম; বাস্তবতা আর কাল্পনিক ভাবনা সব আমাদের দুই মেরুতে অবস্থান করে এটাই সত্যি ।
০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৪
আশফিকুর রহমান অণু বলেছেন: এটা আমার নিছক ভাবনা মাত্র , যাবে আসবে এটাই স্বাভাবিক
২| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২৯
রাজীব নুর বলেছেন: আপনি খরচ খুব কম ধরেছেন।
খরচ আরও বেশি হয়। মনে হয় বাজার সদাই করেন না।
আর বাড়ি ভাড়া সম্পর্কে ধারনা নেই।
০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৯
আশফিকুর রহমান অণু বলেছেন: ভাই জান , জন্মগত ভাবে রাজধানীর বাসিন্দা । বাজার সদাই নিয়মিতই করি , বর্তমানের মতো চড়া বাজারে এসেও ঢাকাতে ৮০০০ টাকাতে দুই রুমের বাসা্, ছোট ড্রইং , এক টয়লেট , বেলকুনি পাওয়া যায় , তবে আপনাকে একটু দুরের দিকে যেতে হবে যেমন বসিলা, মোহাম্মদপুর শিয়া পাড়া , বনশ্রী , গোঁড়ান , ভাটারা , মিরপুর ১- ১২-১৩-১৪, পল্লবি, কালশি, ক্যান্টনমেন্ট, মাটিকাটা ।
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৮
আরোহী আশা বলেছেন: বাচ্চা-কাচ্চার পড়ালেখার খরচ কে দিবে?
০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩১
আশফিকুর রহমান অণু বলেছেন: ভাই , অবস্থা তো সবার এক রকম থাকবে না ,অবশ্যই বদলাবে । আমি একটা নতুন পরিবার শুরুর আনুপাতিক হিসেব করেছি মাত্র ।
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৪
বাংলার মেলা বলেছেন: আপনি তো বিএনপি আমলের হিসাব দিলেন। এখন বাসা ভাড়া ১০,০০০ এর নিচে নাই। বস্তির এক একটা খুপড়ির ভাড়াও এখন ৫,০০০ এর কম না। আর ৫,০০০ টাকায় নিজে খাবেন কি, বউকে খাওয়াবেন কি? মুভির টিকেট ৩০০ টাকা, সিনেমা হলে যাওয়ার ভাড়া মিনিমাম ২০০ টাকা। আর খাওয়ার জন্য রেস্তরাঁয় ঢুকলে ১০০০ এর কমে তো হবেই না। জামাকাপড় মাসে ২০০০ টাকা, বছরে ২৪,০০০ টাকা। দুইটা শার্ট, দুইটা প্যান্ট, পাঞ্জাবি, এক জোড়া জুতা, স্যান্ডেল, তোয়ালে, জানালার পর্দা, বিছানা বালিশ, আন্ডার গার্মেন্টস, একটা শাড়ি, তিনটা সেলোয়ার কামিজ, দুইটা ম্যাক্সি, ইনার গার্মেন্টস, ১২ প্যাকেট স্যানিটারি প্যাড - হিসাবটা মিলায়া দেন তো দেখি!
সংসার করতে ফার্নিচার, ফ্রিজ, ওভেন লাগে, মাসে বিদ্যুৎ, গ্যাস বিল, সার্ভিস চার্জ দেওয়া লাগে - প্রেম করতে এইসব কিছুই লাগেনা।
০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪১
আশফিকুর রহমান অণু বলেছেন: আমি আপনাকে আওয়ামীলীগের ২০১৯ এর আমলের হিসাব দিচ্ছি । আপনি বোধ আমার লেখার শেষ দিকটা ভালো করে নজর দেন নাই , আমি বলেই দিয়েছি যে বাস্তবতা আর কল্পনা আমাদের দুই মেরুতে অবস্থান করে এটাই সত্য । চাহিদা কমান , খরচ ঠিকই কমে আসবে । বর্তমানের মতো চড়া বাজারে এসেও ঢাকাতে ৮০০০ টাকাতে দুই রুমের বাসা্, ছোট ড্রইং , এক টয়লেট , বেলকুনি পাওয়া যায় , তবে আপনাকে একটু দুরের দিকে যেতে হবে যেমন বসিলা, মোহাম্মদপুর শিয়া পাড়া , বনশ্রী , গোঁড়ান , ভাটারা , মিরপুর ১- ১২-১৩-১৪, পল্লবি, কালশি, ক্যান্টনমেন্ট, মাটিকাটা । আর ৫০০০ টাঁকায় খাওয়ার কথা বলছেন ? আমি বেশ কিছু দম্পতি পরিবার কে ৫০০০ এর মধ্যেই খাবার মাসিক খরচ চালাতে , হয়তো তাঁরা বড় মাছ বা মাংস কম খায় , কিন্তু তাদের মাঝে ডাল ভাত ,আলূ ভর্তা, ছোট মাছ খেয়েও সুখের কোন কমতি আমি দেখি নাই । দায়িত্ব নেয়ার জন্য সাহস দরকার , দায়িত্ব এড়ানোর জন্য হাতের দরকার নাই অজুহাতই যথেষ্ট ।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:০১
জুনায়েদ বি রাহমান বলেছেন: চান্স আর নাইরে ভাই। স্টুডেন্ট থাকা অবস্থায়ই হারাই ফেলছি।