নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরপেক্ষ নই.. সংখ্যাগরিষ্ঠ মানুষের দলে......আর অধিকার বঞ্চিত মানুষের সংখ্যাই বেশি...

একজন তরুন..

অবসরের স্বপ্ন

পথ কাছেই ছিলো..... এখনো চলছি .......

অবসরের স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

জ্ঞানী ব্লগারদের প্রতি ভাষা বিষয়ক অনুরোধ ........

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৫

কতিপয় ব্লগার যে ভাষা ব্যবহার করছেন তাতে মনে হচ্ছে বাঙলা ভাষার এ প্রমিত রূপ আর বেশি দিন ধরে রাখা যাবে না । এ সমস্যা কি অজ্ঞতার জন্য নাকি আবেগ প্রসূত ; প্রায়ই বুঝি না । আমি অবশ্য অনেক কিছুই বুঝি না ......



কিন্তু যারা অনেক জানেন ও বুঝেন তাদের প্রতি সবিনয় নিবেদন এই যে, ঐ কেলিয়ে কেলিয়ে বাঙলা বলা এবং লেখাটা দয়া করে বাদ দিন .......



ভাষা চলমান নদীর মত; পরিবর্তনই এর ধর্ম । তবে জোড় করে এ বিকৃতির চেষ্টা কেন ? এমনিতেই ভাষার পরিবর্তন হবে । হাজার বছর আগে বাঙলা বর্তমানের অবস্থায় ছিল না । হাজার বছর পরেও এমনটি থাকবে না । তাই বলে ভাষাকে বলাৎকার করে পরিবর্তিত হতে বাধ্য করা অবৈজ্ঞানিকতো বটেই ..... একটি ভাষার স্বাভাবিক বিকাশের পথে চরম বাঁধা ............



হয়তো আমার এ ক্ষুদ্র লেখার মাঝেও ভুল আছে । বিশ্বাস করুন , আমি ইচ্ছা করে করিনি । হয়তো আমি জানি না বা অজ্ঞতাবসত করেছি .........

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৩

দেব সুযাত্র বলেছেন: ভাষা বিকৃতির বিপক্ষে আপনার সঙ্গে সহমত জানালাম

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৬

অবসরের স্বপ্ন বলেছেন: ধন্যবাদ ....

আমাদের একটু সচেতনতাই পারে আত্মধ্বংসী সংস্কৃতির হাত থেকে আমাদের বাঁচাতে

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩০

সাবাহ্‌ বলেছেন: এক মত পোষণ করছি। অতি আধুনিক ভঙ্গিমায় বাংলা বলার প্রবনতা ভাষা বিক্রিতির কারন হয়ে দাড়িয়েছে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৭

অবসরের স্বপ্ন বলেছেন: হুম । অনেকে মনে করেন , কেলিয়ে কেলিয়ে দু’চারটে ইংরেজি মিশিয়ে বাঙলাটাকে হাজির করতে পারাটাই আধুনিকতা ...........

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৬

ফৈরা রাজ বলেছেন: সহমত

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৯

অবসরের স্বপ্ন বলেছেন: ধন্যবাদ ..........

আসুন চারপাশের আধুনিক জ্ঞানীদেরও একটু বুঝানোর চেষ্টা করি । হয়তো তারা মানবেন না ,,,,,, তারপরও .................

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৮

সংগ্রামী অলস বলেছেন:

সহমত,
মধুর ভাষাতে মনের বিষ

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪১

অবসরের স্বপ্ন বলেছেন: আমি কিন্তু ভাইয়া, এটা বুঝাতে চাই নি । মধুর ভাষার মধ্যেই যে কেবল বিষ থাকে এমন নয়; বরং তেতো ভাষায় বিষের মাত্রাটা বোধ হয় একটু বেশি ............................

যাহোক, আমারা চাইলেই আমাদের প্রিয় মাতৃভাষাটাকে তার আপন বিকাশের পথে আনতে পারি । আমি শুধু সে চেষ্টাটুকু করার আহ্বান জানিয়েছি .....................

ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.