![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথ কাছেই ছিলো..... এখনো চলছি .......
যে নামেই ডাকা হোক, এ চুক্তি বাংলাদেশে মার্কিন নিয়ন্ত্রণ ও সামরিক ঘাঁটি স্থাপনের দিকে এগিয়ে যাওয়া। ইতিমধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিসংক্রান্ত চুক্তির ফলে এ ক্ষেত্রে বাংলাদেশের কোনো গবেষণা হাতে নেয়ার আগে অবশ্যই ওয়াশিংটনকে জানাতে হবে। ইউএস সার্ভিসম্যান প্রোটেকশন অ্যাগ্রিমেন্ট-এর কারণে কোনো মার্কিন সেনা বা অফিসার এ দেশের কাউকে খুন বা নারীকে ধর্ষণ করলে, তার কোনো বিচার করা বা আন্তর্জাতিক আদালতে যাওয়া যাবে না। সুবোধ বালকের মতো তাকে সসম্মানে পেন্টাগনের হাতে তুলে দিতে হবে। হানা চুক্তির ফলে ‘মানবিক’ সাহায্যের প্রয়োজন নির্ধারণ করতে মার্কিন সামরিক ব্যক্তিরা পাসপোর্ট ভিসা ছাড়াই এ দেশে অবাধে যাতায়াত করতে পারবে। এ চুক্তির প্রত্যক্ষ কার্যকারিতা দেখা গেল সিডরের সময় আমন্ত্রণ জানানোর আগেই মার্কিন যুদ্ধজাহাজের আগমন এবং এ দেশের কোনো কমান্ডের অধীনস্থ না হয়ে মার্কিন সেনাদের সম্পূর্ণ স্বাধীন কমান্ড প্রতিষ্ঠা......
মূল লেখাটি পড়তে ক্লিক করুন ......
টিকফা নিয়ে যুক্তরাষ্ট্রের ভাওতাবাজী ....
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৭
অবসরের স্বপ্ন বলেছেন: আমাদের জানার অধিকারটুকুও তারা (শাসকশ্রেণি) সংবিধানের মাধ্যমে বাতিল করেছে । সংবিধান মোতাবেক এই সব চুক্তির বিষয়ে সংসদে আলোচনা করতেও তারা বাধ্য নয় ; কোন দৈনিকেও প্রকাশ করতে বাধ্য নয় ।
২| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১৭
আমার স্বপ্নগুলি বলেছেন: ইহা কি শুনাইলেন!
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৯
অবসরের স্বপ্ন বলেছেন: বিজ্ঞান বিষয়ক, সামরিক বিষয়ক চুক্তিগুলো এর থেকেও ভয়াবহ .....
একটু খোঁজ খবর রাখুন । সব ধরা পড়বে ।
.....আরো অনেক চমকপ্রদ দেশপ্রেমের ইতিহাস জানতে পারবেন ।
৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২৯
শিব সত বলেছেন: is that true?
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫০
অবসরের স্বপ্ন বলেছেন: আপনি দৈনিক পত্রিকাগুলো ঘাটলেও পাবেন । আমরা শুধু একটু সাধারনীকরন করার চেষ্টা করেছি । রাজনৈতিভাবে উপস্থাপনের চেষ্টা করেছি মাত্র । কোন তথ্য বিভ্রান্তি এতে নেই .....
আপনাকে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১৭
নিকষ বলেছেন: বাংলার সরকারেরা কি কি চুক্তি সই করে জানতেও পারি না।