নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই ভালো থাকুন

এ আর ১৫

এ আর ১৫ › বিস্তারিত পোস্টঃ

৭১ টিভির উপস্থাপিকা মিথিলা আসলে কি বলেছিল

১৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:২৫



৭১ টিভির উপস্থাপিকা মিথিলা কি বলেছিল??

মিথিলা বলেছিলো জমি দখলের প্রথম কাজ মসজিদ বানানো। প্রসঙ্গ ছিলো তুরাগ নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ।
মিথিলা বুঝাতে চেয়েছিলো, অবৈধ দখলদারেরা সরকারি জমি দখল করে প্রথমেই মসজিদ নির্মান করে যাতে সেটা কেউ উচ্ছেদ করতে না পারে।

মিথিলার ওই বক্তব্যটি ছিলো অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে নয়।
মূর্খরা মনে করলো মিথিলা মসজিদের বিরুদ্ধে বলে ফেলেছে।

এইজন্য মিথিলা ও ৭১ টিভি নাস্তিক৷
আর যারা মসজিদকে জায়গা দখলের কাজে ব্যবহার করেন তারা ঈমানদার!!

মসজিদের স্থাপনা যদি অবৈধ দখলের উপর নির্মিত হয় সেইখানে নামাজ পড়লে মুসল্লির নামাজ হবে কিনা জানা থাকলে দয়া করে জানাবেন৷

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৩৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মসজিদের স্থাপনা যদি অবৈধ দখলের উপর নির্মিত হয়
সেইখানে নামাজ পড়লে মুসল্লির নামাজ হবে কিনা জানা থাকলে দয়া করে জানাবেন৷

.................................................................................................................
সেক্ষেত্রে নামাজ হবে না, তাদের জন্য যারা একাজটি নিজ সার্থের জন্য করছেন ।
তবে কোন মুসাফির না জেনে তা আদায় করলে ভিন্ন কথা ।
তবে, মসজিদের স্হান ওয়াকফ না করে দিলে
জুম্মার নামাজ আদায় করা মারাত্নক ভুল হবে ।

২| ১৬ ই অক্টোবর, ২০২০ রাত ২:১৭

অনল চৌধুরী বলেছেন: আমি এক খুনী সরকারী কর্মচারীকে চিনি যে প্রতিবেশীকে হত্যা করে সেই জমিতে শিক্ষা প্রতিষ্ঠান বানিয়ে হেডমাষ্টার হয়ে বসেছে।
থিয়েটার করা শিক্ষিত-মিডিয়ার লোক, তাই কূবুদ্ধি জামাতিদের চেয়ে বেশী।

৩| ১৬ ই অক্টোবর, ২০২০ রাত ২:২৫

নেওয়াজ আলি বলেছেন: আপনি পক্ষে না বিপক্ষে ।

৪| ১৬ ই অক্টোবর, ২০২০ রাত ২:৪১

রাজীব নুর বলেছেন: উপস্থাপিকা মিথিলা ভালো কথা বলেছেন। সত্য কথা বলেছেন।

৫| ১৬ ই অক্টোবর, ২০২০ ভোর ৬:৪৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধর্মান্ধ গোঁড়া মানুষদের দেশে কথা বলা ঝুঁকিপূর্ণ।

৬| ১৬ ই অক্টোবর, ২০২০ ভোর ৬:৫৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৭১টিভির উপস্থাপক উপস্থাপিকা চান আসল সত্য বেরিয়ে আসুক।এই জন্য তারা অনেককেই সংযুক্ত করেন এবং প্রশ্ন করেন।
কিছু কিছু লোকের (মোল্লা,মৌলভী)মনোভাব হল,আমি যা বলবো তুমি তা শুনবে এবং মানবে।

৭| ১৬ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:১৫

নূর আলম হিরণ বলেছেন: সে মিথ্যে কিছু বলেনি। এটা পরম সত্য কথা।

৮| ১৬ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২৯

এইচ তালুকদার বলেছেন: মিথিলা ভুল কিছু বলেননি।তাতেই এত কিছু।দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়ায়।

৯| ১৬ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩৫

রাকু হাসান বলেছেন:

সব জায়গায় একাত্তর টিভির পেছনে লাগে কেন মানুষ! আপনি পক্ষ হয়ে, মনে হয় ভুল ভাঙ্গালেন ।

১০| ১৬ ই অক্টোবর, ২০২০ রাত ১০:১৯

রাজীব নুর বলেছেন: টিভির কোনো দোষ নাই। দোষ মোল্লাদের।

১১| ১৬ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

মিথিলাই সঠিক।
কাঠ মোল্লারাই বিপথে আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.