নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই ভালো থাকুন

এ আর ১৫

এ আর ১৫ › বিস্তারিত পোস্টঃ

১৯৭২ সালে আওয়ামী লীগ ছিল একমাত্র গণতন্ত্রের অনুসারি দল

১৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:০৬

১৯৭২ সালে আওয়ামী লীগ ছিল এক মাত্র গণতন্ত্রের পক্ষের দল বাকি সব কটা দল ছিল গণতন্ত্রের বিপক্ষের দল অর্থাৎ সমাজতান্ত্রিক দল যারা মনে করতো পার্লামেন্ট হোল একটা শুয়োরের খামার । এরা জোট পাকালো এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতি বিপ্লব শুরু করলো । যেহেতু সদ্য স্বাধীনদেশের সরকার দুর্বল তাই এখনি মোক্ষম সময় তক্তা উল্টানোর , শুরু হোল সর্বহারাদের অস্ত্র হাতে তৎপরতা, অস্ত্র নিয়ে মাঠে হাজির জাসদের গণবাহিণী, ঐ দিকে ন্যাপ ,একতা পার্টি, সিপিবি, মনিসিং এর কমুনিষ্ঠ পার্টি সবাই রাজ পথে দাবি গণতন্ত্র নহে সমাজতন্ত্র চাই , এদের পিছনে সোভিয়েত ইউনিয়ানের একছত্র সমর্থন , চিনের সমর্থন চিনাপন্থিদের পিছনে কিন্তু আওয়ামী লীগের পিছে আমেরিকার কোন সমর্থন দুরে থাক , আমেরিকা আওয়ামী লীগ সরকার পতনের ষড়যন্ত্রে লিপ্ত।

এই পরিস্থিতিতে আওয়ামী লীগ সরকার প্রথমে বাম প্রতিবিপ্লব প্রতিহত করারা জন্য রক্ষি বাহিণী গঠন করলো এবং বাম অস্ত্রধারিদের কোনঠোষা করে ফেললো , যদি রক্ষিবাহিণী ব্যর্থ হোত তাহোলে আওয়ামী লীগ সরকারের পতন তো হোতই, সেই সাথে সমাজতান্ত্রিক বাংলাদেশের সৃষ্ঠ হোত কিন্ত সরকারের তৎপরতায় সেটা ব্যর্থ হয় ।

১৯৭২ সালের একমাত্র গণতন্ত্রের পক্ষের দল আওয়ামী লীগের পিছনে আমেরিকার কোন সমর্থন নেই বরং তাদের ক্ষমতা চূত করার জন্য আমেরিকা এক পায়ে খাড়া , ও দিকে সোভিয়েত ইউনিয়ান এবং চায়না চায় বাংলাদেশে বামপন্থি সরকার, এই টানাপোড়েনের মাঝে আওয়ামী লীগ গঠন করলো বাকশাল , সাথে সাথে সব গণতন্ত্র বিরোধী বাম দল সমূহ এসে বাকশালে যোগ দিল । আমেরিকা যদি আওয়ামী লীগের পক্ষে থাকতো তাহোল ঐ সরকার বাকশালের পথে যেত না কিন্তু রাজনীতির গ্যাড়াকলে পড়ে এবং পরিস্থিতির চাপে গঠন করতে হোল বাকশাল ।

আফগানিস্থানের মুজাহিদ সরকার প্রতি বিপ্লবি তালেবানদের মোকাবেলায় ব্যর্থ হয়েছিল কিন্তু আওয়ামী লীগ সরকার বাম প্রতিবিপ্লবিদের ব্যর্থ করে দেয় রক্ষিবাহিণীর সাহায্যে-- যদি ব্যর্থ হোত তাহোলে আজ হোত সমাজতান্ত্রিক বাংলাদেশ -- বিএনপি জামাত পয়দাই হোত না ।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:০৮

এ আর ১৫ বলেছেন: ১৯৭২ সালে আওয়ামী লীগ ছিল এক মাত্র গণতন্ত্রের পক্ষের দল বাকি সব কটা দল ছিল গণতন্ত্রের বিপক্ষের দল অর্থাৎ সমাজতান্ত্রিক দল যারা মনে করতো পার্লামেন্ট হোল একটা শুয়োরের খামার । এরা জোট পাকালো এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতি বিপ্লব শুরু করলো । যেহেতু সদ্য স্বাধীনদেশের সরকার দুর্বল তাই এখনি মোক্ষম সময় তক্তা উল্টানোর , শুরু হোল সর্বহারাদের অস্ত্র হাতে তৎপরতা, অস্ত্র নিয়ে মাঠে হাজির জাসদের গণবাহিণী, ঐ দিকে ন্যাপ ,একতা পার্টি, সিপিবি, মনিসিং এর কমুনিষ্ঠ পার্টি সবাই রাজ পথে দাবি গণতন্ত্র নহে সমাজতন্ত্র চাই , এদের পিছনে সোভিয়েত ইউনিয়ানের একছত্র সমর্থন , চিনের সমর্থন চিনাপন্থিদের পিছনে কিন্তু আওয়ামী লীগের পিছে আমেরিকার কোন সমর্থন দুরে থাক , আমেরিকা আওয়ামী লীগ সরকার পতনের ষড়যন্ত্রে লিপ্ত।
এই পরিস্থিতিতে আওয়ামী লীগ সরকার প্রথমে বাম প্রতিবিপ্লব প্রতিহত করারা জন্য রক্ষি বাহিণী গঠন করলো এবং বাম অস্ত্রধারিদের কোনঠোষা করে ফেললো , যদি রক্ষিবাহিণী ব্যর্থ হোত তাহোলে আওয়ামী লীগ সরকারের পতন তো হোতই, সেই সাথে সমাজতান্ত্রিক বাংলাদেশের সৃষ্ঠ হোত কিন্ত সরকারের তৎপরতায় সেটা ব্যর্থ হয় ।
১৯৭২ সালের একমাত্র গণতন্ত্রের পক্ষের দল আওয়ামী লীগের পিছনে আমেরিকার কোন সমর্থন নেই বরং তাদের ক্ষমতা চূত করার জন্য আমেরিকা এক পায়ে খাড়া , ও দিকে সোভিয়েত ইউনিয়ান এবং চায়না চায় বাংলাদেশে বামপন্থি সরকার, এই টানাপোড়েনের মাঝে আওয়ামী লীগ গঠন করলো বাকশাল , সাথে সাথে সব গণতন্ত্র বিরোধী বাম দল সমূহ এসে বাকশালে যোগ দিল । আমেরিকা যদি আওয়ামী লীগের পক্ষে থাকতো তাহোল ঐ সরকার বাকশালের পথে যেত না কিন্তু রাজনীতির গ্যাড়াকলে পড়ে এবং পরিস্থিতির চাপে গঠন করতে হোল বাকশাল ।
আফগানিস্থানের মুজাহিদ সরকার প্রতি বিপ্লবি তালেবানদের মোকাবেলায় ব্যর্থ হয়েছিল কিন্তু আওয়ামী লীগ সরকার বাম প্রতিবিপ্লবিদের ব্যর্থ করে দেয় রক্ষিবাহিণীর সাহায্যে-- যদি ব্যর্থ হোত তাহোলে আজ হোত সমাজতান্ত্রিক বাংলাদেশ -- বিএনপি জামাত পয়দাই হোত না ।

২| ১৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:২৪

আলমগীর সরকার লিটন বলেছেন: এইটাই যদি হয়
তাহলে ১৫ বছর তা বুঝাতে পারিনি কেনো
এখন আসছেন বুঝাতে
৯০ এর পর থেকে দেখে আসছি
তারা মুক্তিযুদ্ধা নিয়ে ব্যবসা করেছে
এখন করতে চান, কি লাভ হবে?

১৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:৪৪

এ আর ১৫ বলেছেন: এই কথা গুলো সব সময়ে আওয়ামী লীগের থেকে বলা হয়েছে , না বুঝে থাকলে তার দায় কি আওয়ামী লীগের ?

৩| ১৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:৪২

বিষক্ষয়রিটার্নস বলেছেন: আহারে দাদা, মূলার সিজনে আসলেন না..........

৪| ১৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:৪৫

এ আর ১৫ বলেছেন: সারা বছর ই মূলার সিজন ।

৫| ১৮ ই আগস্ট, ২০২৫ রাত ৮:২০

আমি নই বলেছেন: আপনারা বরাবরই একটা ভুল ধারনা পোশন করেন, আপনারা সবসময় ভাবেন বাংলাদেশ মানেই আম্লিগ, কিন্তু সত্য হল আম্লিগ একটা রাজনৈতিক দল মাত্র। রক্ষিবাহিনি গঠন করে যাদের আপনারা দমন করেছিলেন তারাই যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছিল, তারা দেশটাকে স্বাধীন না করলে আপনারাও রক্ষীবাহিনি পয়দা করতে পারতেন না, এটা আপনিও ভুলে গেছেন।

৬| ১৮ ই আগস্ট, ২০২৫ রাত ৯:২০

বিজন রয় বলেছেন: বর্তমান প্রজন্ম এসব মানে না।
ডার জন্য শেখ হাসিনা অনেকখানি দায়ী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.