নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানবো,জানাবো।

আরিফ১৯৭৮০০৭

আরিফুল ইসলাম ৬৭১৬৮ |

আরিফ১৯৭৮০০৭ › বিস্তারিত পোস্টঃ

আসছে অনুবাদ কলম ।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩







পড়ালেখার সময় ভাষান্তর সুবিধা নিয়ে আসছেন প্রযুক্তিবিদরা। বিদেশী ভাষা শেখাকে আরও সহজ করে দিতেই পড়ার সময় অনুবাদ করতে সক্ষম একটি বিশেষ ধরনের ডিভাইস তৈরি করতে যাচ্ছেন তারা।



ইতোমধ্যে এর নকশাও করা হয়েছে। কলম বা পেন্সিলের সাথে ব্যবহার যোগ্য এই ডিভাইসটির নকশাবিদ সি জিয়ান, সুন জিয়াও এবং লি কে। ডিভাইসটির নাম দেয়া হয়েছে, ‘আইভি গাইড’।

অনুবাদ কলম সম্পর্কে নকশাবিদরা জানিয়েছেন, এর সাহায্যে পড়ার অভ্যাস তৈরি হবে। শব্দের অর্থ বোঝা সহজ হবে। এ জন্য অভিধান খোঁজার প্রয়োজন হবে না। এতে বাড়তি ঝক্কি কমবে।



তারা আরও জানান, আইভি গাইড ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে অনুবাদের কাজ করতে পারবে। একইসাথে অভিধান হিসেবে ব্যবহার করা যাবে। একইসাথে এটি শব্দ স্ক্যান করে এবং ওই শব্দের অর্থ অনুবাদ করে দেখাতে পারবে।



এ জন্য প্রয়োজনীয় ভাষা নির্বাচন করে ‘আইভি গাইড’ব্যবহার করে শব্দের নিচে দাগ দিতে হবে। চিহ্নিত শব্দের অনুবাদটি প্রজেকশনের মাধ্যমে ডকুমেন্টের ওপর দেখা যাবে। বাটনে চাপ দিলে আবার প্রজেকশন বন্ধ হয়ে যাবে।



ইউএসবি পোর্ট দিয়ে আইভি গাইড চার্জ দেয়া যাবে। তবে এই কলম অভিধান বাজারে আসতে আরও একটু অপেক্ষা করতে হবে।

:|

















সংগৃহীত।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

ব্যানার বলেছেন: আপনার মন্তব্যের জবাব দিয়েছি, সময় করে দেখে নিন।
Click This Link
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.