![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে নিজের অনুভবটা অন্যকে বলার চেয়ে নীরব থাকাটাই জরুরী হয়ে পরে...কারণ , আমি বুঝতে পারছি তারা আমার কথা শুনছে কিন্তু বুঝতে পারছে না !!!
একটা মেয়েকে প্রশ্ন করলাম,আচ্ছা তুই যে প্রেম করিস,কেন করিস ? সে বললো যে কিছু দিন সময় কাটানোর জন্য । আমি আবারও প্রশ্ন করলাম তুই তোর(প্রেমিককে)বিয়ে করবিনা ? সে বললো যে আমার মা বাবা হয়তো আমাদের সম্পর্ক মেনে নিবেনা । আমি আবারও প্রশ্ন করলাম তাখন কি করবি ? কেন মা বাবার পছন্দের ছেলেকে বিয়ে করবো । তাহলে যে প্রেম করলি সেই ছেলের কি হবে । সে বললো ছেলের চিন্তা ছেলে করবে তোমার কেন এত চিন্তা হচ্ছে ? এবার আমি বললাম তুই হয়তো সেই ছেলেকে সময় কাটানোর সঙ্গী হিসাবে প্রেম করেছিলি কিন্তু সেই ছেলে হয়তো তোকে জীবনের সঙ্গী হিসাবে তোর সাথে প্রেম করেছিলো | তুই হয়তো মা বাবার পছন্দের একটি ছেলেকে বিয়ে করবি,কিন্তু সেই ছেলে হয়তো তোকে না পেয়ে মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়বে এমনকি সে আত্মহত্যাও করতে পারে । তখন কি তুই সেই ছেলেদের ফিরিয়ে দিতে পারবি তাদের সুস্থ মন , সুস্থ জীবন ? পারবিনা । এ কেমন ভালোবাসা ? প্রেম ভালোবাসা এত সহজ নয় যে আজ ধরলাম আর কাল ছেড়েদিলাম । একটা কথা মনে রাখিস,এমন কোন কাজ অথবা আনন্দ করিসনা যার কারনে অন্য কাউকে কষ্ট পেতে হয় | "ভালোবাসা হতে হবে পানির মত যাকে কেটে কখনো দুভাগ করা যায়না"
©somewhere in net ltd.