নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

"ভালোবাসা হতে হবে পানির মত যাকে কেটে কখনো দুভাগ করা যায়না"

মাঝে মাঝে নিজের অনুভবটা অন্যকে বলার চেয়ে নীরব থাকাটাই জরুরী হয়ে পরে...কারণ , আমি বুঝতে পারছি তারা আমার কথা শুনছে কিন্তু বুঝতে পারছে না !!!

আমি বিদ্রোহী প্রেমিক

মাঝে মাঝে নিজের অনুভবটা অন্যকে বলার চেয়ে নীরব থাকাটাই জরুরী হয়ে পরে...কারণ , আমি বুঝতে পারছি তারা আমার কথা শুনছে কিন্তু বুঝতে পারছে না !!!

আমি বিদ্রোহী প্রেমিক › বিস্তারিত পোস্টঃ

আমার ভালবাসার শেষ সুতোটাও নিজ হাতে ছিড়ে ফেলেছো

২১ শে জুন, ২০১৪ রাত ৯:৩৩

বিশ্বাস এই শব্দটার সাথে সবাই পরিচিত । এর দোহাই দিয়ে অনেকেই অনেক সময় বিশেষ সুবিধা ভোগ করে । এমনকি যার সাথে বিশ্বাসঘাতকতা করলো তাকে বোকা ভেবে নিলজ্বের মতো বুক ফুলিয়ে চলে । কাউকে কষ্টদিতে নয় বরং শুধু নিজেকে কিছু কষ্টহতে মুক্তি দিতে এ লেখা । সেই বন্ধুদেরকে খুব মনে - যে আমার ছাএজীবনের জমানো টাকাগুলো আজও ফেরত দেয়নি, তাকেও খুব মনেপড়ে যাকে নিঃদোষ প্রমান করতে নিজেকে দোষী হতে হয়েছে, আরও মনেপড়ে বন্ধুেত্বর মূল্য দিতেগিয়ে কতোবার অপমান মুখবুজে সহ্য করতে হয়েছে । তোমার কথাও মনেপড়ে কতবার আমার ভালবাসাকে অপমানিত করেছো , কতবার আমার অপার ভালবাসার বিনিময়ে করেছ করুনা । ভুল কার ? অপরাধী কে ? যে তোমায় ভালোবেসে তোমার সকল অপমান সহ্য করলো তার ? যে তোমায় আপন ভেবে প্রতিটা সময় তোমার অপেক্ষায় থাকতো তার ? যে প্রতিটা দিন তোমার ফিরে আসার স্বপ্ন দেখতো তার ? শুধু একবার বলো ভালোবাসার প্রতিদান এমন কেন হয় ? তোমার আর আমার ভালবাসার শেষ সুতোটাও নিজ হাতে ছিড়ে ফেলেছো । যখন তোমার ইচ্ছে হয়েছে সারারাত কথা বলেছো , যখন তোমার ইচ্ছে হয়েছে কথাবলা বন্ধ করে দিয়েছো , আবার এখন তোমার ইচ্ছে হয়েছে তাই facebook friend list হতে বাদ দিয়েছো । আর আমি ! এখনও তোমায় ভালোবাসি । আমি তোমায় কসম দিয়েছিলাম তাই তোমার সাথে মোবাইল ও facebook-এ কখনও যোগাযোগ করতে পারবোনা । বিশ্বাস করো আমার মোবাইলের supper fnf নাম্বারটা এখনও তোমার । জানিনা আমার এই লেখা তোমার চোখে পড়বে কিনা..............

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.